জবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির জন্য আর কত অপেক্ষা?

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আংশিক কমিটির ঘোষণার বছর পেরিয়ে আরো এক মাস চলে গেলেও এখনো কমিটি পূর্নাঙ্গ হয়নি। ২০২২ সালের পহেলা জানুয়ারি এক বছরের জন্য ইব্রাহিম ফরাজিকে সভাপতি ও এস এম আকতার হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করে জয়-লেখক কমিটি।

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতির সাথে জড়িত অনেক শিক্ষার্থীর শিক্ষাজীবন প্রায় শেষ। অনেকেই আশঙ্কা করছেন তারা আদৌ কি পূর্ণাঙ্গ কমিটি পাবে নাকি একটি আফসোস নিয়েই শেষ করতে হবে ছাত্র রাজনীতি। কারন এটাও হতে পারে কেন্দ্রের কমিটি পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত জবির কমিটি পূর্ণাঙ্গ করবে না। আবার অনেকে এটাও আশংকা করছেন হঠাৎ যদি কেন্দ্র বর্তমান কমিটি বিলুপ্ত করে দেয়?

নাম প্রকাশে অনিচ্ছুক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রলীগ কর্মী জানান, একটি পদের আশায় দিনের পর দিন নেতাদের পিছনে হাঁটছি জানিনা একটি পদ কবে পাবো। আর যদি একটা পদ না পাই তাহলে এত এত পরিশ্রম দিনের পর দিন নেতাদের পিছনে ঘুরা সব ই বৃথা যাবে।

বিজ্ঞাপন

পূর্ণাঙ্গ কমিটি নিয়ে জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আকতার হোসাইন বলেন, পদপ্রত্যাশীদের সিভি যাছাবাছাই করা হচ্ছে। আমাদেরকে কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশনা দিয়েছেন। সামনে যেহেতু নির্বাচন যারা ক্যাম্পাসে দীর্ঘদিন রাজনীতি করে পারিবারিক ব্যাক রাউন্ড দেখে পূর্ণাঙ্গ কমিটি দিবে কেন্দ্রীয় নেতারা। কত সদস্যের কমিটি হবে এ নিয়ে তিনি বলেন তা অবশ্যই গঠনতন্ত্র অনুসারেই হবে তবে সেটা কত সদস্যের হবে নিশ্চিত করে বলা যাচ্ছে না। চলতি মাসে সম্ভাবনা নেই তবে হয়তো আগামী মাসে কমিটি পূর্নাঙ্গ হতে পারে এ নিয়ে নিয়মিত কেন্দ্রের সাথে যোগাযোগ করা হচ্ছে।

শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজিও প্রায় একই বলেন। তিনি বলেন প্রায় হাজার খানেক সিভি জমা পড়েছে যেহেতু দশ বছর ধরে পূর্ণাঙ্গ কমিটি নেই তাই চেষ্টা থাকবে সর্বোচ্চ সদস্যবিশিষ্ট কমিটি দেওয়া।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন শেখ ওয়ালি আসিফ ইনান মুঠোফোনে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যাল ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গের তাগাদা দেওয়া হয়েছে। শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনা দেওয়া আছে তারা সেভাবে কাজ করছেন। কবে নাগাদ হতে পারে পূর্ণাঙ্গ কমিটি এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আপাতত নির্দেশনা এতটুকুই এর বাইরে আর কিছু বলতে রাজি হননি তিনি।

এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইনকে একাধিকবার ফোনকরে ও ক্ষুদেবার্তা দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালে শরিফুল ইসলাম ও সিরাজুল ইসলাম নেতৃত্বে থাকাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি পূর্নাঙ্গ হয়েছিল এরপরে দীর্ঘ প্রায় দশ বছরে দুইটি কমিটি হলেও এই ইউনিট পূর্নাঙ্গ কমিটি পায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
বিশ্বব্যাপী ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে পড়ছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঢাকাসহ ২৫ জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ রোহিঙ্গাদের ফেরাতে বাংলাদেশের পাশে আছে ইউরোপ : পররাষ্ট্রমন্ত্রী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে শনিবার থেকে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেলেন প্রার্থীরা, জমে উঠলো নির্বাচন গুইমারায় সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত হলেন ইউএনও’র সহধর্মিণী ও বড় ভাই ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ নির্বাচন: পদে ১২ প্রার্থীর মনোনয়ন জমা শ্রেষ্ঠ মাদ্রাসা অধ্যক্ষ নির্বাচিত হলেন মুফতি মাও: মুজির উদ্দিন মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক