চীনা প্রকৌশলী নিহত, ক্ষতিপূরণের দাবীতে পরিবারের অবস্থান

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

নরসিংদীতে চীনা মালিকানাধীন একটি কারখানার মেশিনে কাটাপড়ে এক চীনা প্রকৌশলীর মৃত্যু হয়েছে। গত ৩ মে এই দুর্ঘটনার পর খবর পেয়ে গত বৃহস্পতিবার থেকে ক্ষতিপূরণের দাবীতে কারখানার সামনে টানা অবস্থান নিয়েছেন চীন থেকে আসা নিহত প্রকৌশলীর স্ত্রী সন্তানসহ তিনজন।

নরসিংদী সদর উপজেলার শীলমান্দী এলাকায় অবস্থিত ফুজিয়ান টেক্সটাইল নামে ওই কারখানায় কর্মরত ছিলেন চীনা নাগরিক প্রকৌশলী লি রংহুয়া (৫৭)।

নরসিংদী সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারন অর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ, নিহত প্রকৌশলীর পরিবার ও কারখানা কর্তৃপক্ষ জানায়, চীনা মালিকানাধীন উচ্ছিষ্ট কাপড় থেকে সুতা তৈরি করা ওই কারখানায় কর্মরত ছিলেন চীনের জিয়াংসু প্রদেশের ফেংচেং টাউনের নাগরিক প্রকৌশলী লি রংহুয়া। গত ৩ মে কর্মরত অবস্থায় কারখানার চলন্ত মেশিনে কাজ করার সময় দুর্ঘটনাবশত কাটাপড়ে দ্বিখন্ডিত হয়ে মারা যান তিনি। সিসিটিভি ফুটেজে এই দৃশ্য ধারণ হয়। দুর্ঘটনার পর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ফ্রিজিং করে সংরক্ষণ করা হয়েছে তার মরদেহ।

বিজ্ঞাপন

শুক্রবার সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, চীনা মালিকানাধীন ফুজিয়ান টেক্সটাইলের সামনের ফটকে নির্বাক বসে আছেন নিহত প্রকৌশলীর স্ত্রী-সন্তান। প্রকৌশলীর মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার থেকে কারখানার প্রধান ফটকে অবস্থান নিয়েছেন চীন থেকে আসা তাঁর স্ত্রী ঝেং মেইলিং, পুত্র লি রংইয়ান এবং এক স্বজন। এই মৃত্যুর জন্য তারা কারখানা কর্তৃপক্ষের নিকট ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবী করছেন।

ইংরেজী ভাষায় দক্ষতা না থাকায় এই ঘটনায় পুরোপুরি অনুভুতি প্রকাশ করতে পারছেন না অবস্থান নেয়া স্বজনরা। তবে গুগুল ট্রান্সলেটে লিখে স্থানীয় সাংবাদিকদের বুঝিয়েছেন চীনের ঝেজিয়াং এর নাগরিক কারখানা মালিক তাদের স্বজন ওই প্রকৌশলীর মৃত্যুতে ক্ষতিপূরণ দিতে অনিহা জানিয়েছেন। স্থানীয়ভাবে তার বিরদ্ধে মামলাও করতে বাধ্য হয়েছেন তারা। মৃত্যুর কারণ জানা ও ক্ষতিপূরণের দাবীতে দুই দিন ধরে কারখানার সামনে অবস্থান করছেন তারা।

ফুজিয়ান টেক্সটাইলের প্রশাসনিক কর্মকর্তা নওশাদ আলম সাংবাদিকদের জানান, চীনা আইন অনুযায়ী এমন দুর্ঘটনায় ৮০ লাখ টাকা ক্ষতিপূরণের বিধান থাকলেও তারা ১ কোটি ৪০ লাখ টাকা দিতে সম্মতি হলেও প্রকৌশলীর পরিবারের সদস্যরা তা মানছেন না। তারা মরদেহ গ্রহণ করতে রাজি না হলেও শুধুমাত্র ৫ কোটি টাকা ক্ষতিপূরণের দাবীতে অনড় রয়েছেন।

বিজ্ঞাপন

নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) হারন অর রশিদ বলেন, কারখানার ভেতরে কর্মরত অবস্থায় দুর্ঘটনায় কাটাপড়ে দ্বিখন্ডিত হয়ে ওই প্রকৌশলীর মৃত্যু হয়েছে। এখন তার স্বজনরা চীন থেকে এসে কারখানার ফটকে অবস্থান নিয়ে কর্তৃপক্ষের নিকট অস্বাভাবিক ক্ষতিপুরণ দাবী করছেন, বিষয়টি কারখানা কর্তৃপক্ষকেই সমাধান করতে হবে। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় গত ৫ মে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক তীব্র গরমে গাজীপুরে বেঁকে গেছে রেললাইন খালে ভাসছে বাঘের দেহ! বকশীগঞ্জে ২৪ কেজি গাজাঁ উদ্ধার, আটক ৩ শুল্ক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে সীমাহীন দূর্নীতির অভিযোগ, মাসে আয় ২ কোটি টাকা কুমিল্লায় আওয়ামী লীগ নেতার ভাগিনা গ্রেফতার ৫ বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে ৪৫১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচন: আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেন ২ জন রাণীশংকৈলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের প্রচারনা উপজেলা পরিষদ নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে: ইসি আলমগীর ২ মে পর্যন্ত দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা সব রেকর্ড পিছনে ফেলে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় এতিমখানার অনুদান থেকে সমাজসেবা কর্মকর্তার ঘুষের ভিডিও ভাইরাল বৃষ্টির জন্য মোনাজাতে মুসল্লিদের অঝোরে কান্না ১৭ ঘন্টা পর নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার