ঘূর্ণিঝড় মোকাবেলায় মোংলা উপজেলা প্রশাসনের সম্ভাব্য প্রস্তুতি সভা

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দক্ষিণের উপকূলীয় উপজেলা মোংলায় সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘মোখা’র দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় উপজেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারি উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

বৃহস্পতিবার (১১ মে) বিকাল ৩টায় মোংলা উপজেলা প্রশাসকের কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ’র সভাপতিত্বে ঘুর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাফর রানা বলেন, মোংলায় মোট ১০৩টি আশ্রয়কেন্দ্র রয়েছে। যেগুলোর সবই স্কুল কাম সাইক্লোন শেল্টার। তার মধ্যে উপজেলার ছয়টি ইউনিয়নে রয়েছে ৮৪টি আর পৌরসভায় রয়েছে ১৯টি আশ্রয়কেন্দ্র। এখানকার ২ লাখ ২৬ হাজার ৭৫১ জনের মোট জনসংখ্যার বিপরীতে ১০৩টি আশ্রয়কেন্দ্রের ধারণক্ষমতা রয়েছে ৬৮ হাজার।

বিজ্ঞাপন

উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ বলেন, নিম্নচাপ সৃষ্টি হওয়াতে এরইমধ্যে এ উপজেলায় সিপিপির ৬৬টি ইউনিটের প্রায় ১৪০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে আগেভাগে সরিয়ে আনা হবে। দুর্গতদের জন্য খাবার মজুত করা হয়েছে। এছাড়া নিম্নচাপের কারণে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, দুর্যোগের প্রস্তুতিতে বৃহস্পতিবার বিকেল ৩টায় জরুরি বৈঠক ডাকা হয়েছে। এরপর সতর্ক সংকেত যখন তিন নম্বর দেওয়া হবে তখন লোকজনকে সতর্ক করার পাশাপাশি জানমাল রক্ষায় আশ্রয়কেন্দ্রমুখী করার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া মাইকিং করে উপকূলবাসীকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হবে। আশ্রয়কেন্দ্র ছাড়াও স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ এগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, মোংলা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুদ্দীনসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, ভাইস চেয়ারম্যান,মহিলা ভাইস চেয়ারম্যান,উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন সরকারী -বেসরকারী দফতরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক তীব্র গরমে গাজীপুরে বেঁকে গেছে রেললাইন খালে ভাসছে বাঘের দেহ! বকশীগঞ্জে ২৪ কেজি গাজাঁ উদ্ধার, আটক ৩ শুল্ক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে সীমাহীন দূর্নীতির অভিযোগ, মাসে আয় ২ কোটি টাকা কুমিল্লায় আওয়ামী লীগ নেতার ভাগিনা গ্রেফতার ৫ বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে ৪৫১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচন: আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেন ২ জন রাণীশংকৈলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের প্রচারনা