কৃষকের জমির ধান কেটে ঘরে তুলে দিল জেলা যুব লীগের কর্মিরা

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

উত্তরের খাদ্যভান্ডার ও ধান উৎপাদনে উদ্বৃত্ত জেলা নওগাঁয় এখন পুরোদমে চলছে ইরি-বোরো ধান কাটা ও মাড়াইয়ের কাজ। কিন্তু দিন দিন ধান কাটা ও মাড়াইয়ের শ্রমিকদের সংকট বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে মজুরিও। এতে করে বিপাকে পড়েছেন চাষীরা। এমন অবস্থায় অনেক প্রান্তিক পর্যায়ের কৃষক ও বর্গাচাষীরা দ্বিগুন মূল্যের শ্রমিক দিয়ে ধান কাটা ও মাড়াইয়ের কাজ করতে পারছেন না। তাদের স্বপ্নের ধান জমিতেই পড়ে থাকছে।

এমন অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সারা দেশে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা তাদের নিজ নিজ এলাকার প্রান্তিক পর্যায়ের অসহায় কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন। তারই ধারাবাহিকতাায় নওগাঁয় দরিদ্র এক কৃষকের ৩০শতাংশ জমির ইরি ধান কেটে ঘরে তুলে দিয়েছে জেলা যুব লীগের সদস্যরা।

আজ মঙ্গলবার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শ্রী বিমান কুমার রায়ের নেতৃত্বে সদর উপজেলার শিমুলিয়া গ্রামের মাঠ থেকে মৃত কাদিম মন্ডলের ছেলে দরিদ্র কৃষক তফির মন্ডল বাবুর জমির পাঁকা বোরো ধান কেটে ঘরে তুলে দিয়েছে যুবলীগের প্রায় ৩০জন কর্মী। যখন চড়া দামে ধান কাটা-মাড়াইয়ের কাজের শ্রমিক দিয়ে কাজ করাতে প্রান্তিক পর্যায়ের কৃষকরা হিমশিম খাচ্ছেন তখন বিনামূল্যে নিজের জমির ধান কেটে ঘরে পাওয়ার আনন্দে অনেকটাই আত্মহারা কৃষক তফির মন্ডল।

বিজ্ঞাপন

কৃষক তফির মন্ডল বলেন, ধান কাটা ও মাড়াইয়ের জন্য শ্রমিক সংকট দেখা দেওয়ায় আমি জেলা যুবলীগের সাধারণ সম্পাদককে বিষয়টি বললে তিনি আজ এসে বিনামূল্যে ধান কেটে ঘরে তুলে দেন। এতে আমি খুশি।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় বলেন, মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ “কৃষক বাঁচলে দেশ বাঁচবে” এই প্রতিপাদ্যকে মনে-প্রাণে ধারণকরে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সম্পাদক মাইনুল হাসান নিখিলের দিক নির্দেশনায় দলের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক জেলার বিভিন্ন এলাকার প্রান্তিক পর্যায়ের কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। সেই সাথে প্রধানমন্ত্রীর নির্দেশনা মানতে পেরে জেলা যুবলীগের কর্মীরাও খুশি। স্মার্ট বাংলাদেশ ও ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে প্রান্তিক পর্যায়ের কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিতে জেলার ১১টি উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ের যুবলীগের নেতৃবৃন্দদের নির্দেশনা প্রদান করেছি। যে এলাকার প্রান্তিক পর্যায়ের কৃষকরা ধান ঘরে তুলতে পারছেন না সেই খবর জানা মাত্রই যুবলীগের কর্মীরা সেই কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়ে আসতে বদ্ধ পরিকর।

তিনি আরো বলেন, মহামারি করোনা ভাইরাসের সংকট চলাকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা পাওয়ার পর থেকে আজ পর্যন্ত জেলা যুবলীগ বিভিন্ন সময়ে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে পাশে দাঁড়ানোর কাজ করে আসছে। যতদিন বঙ্গবন্ধুর লাল সবুজের বাংলাদেশের নেতৃত্বে মানবিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন ততদিন নওগাঁ জেলা যুবলীগ নির্দেশনা পাওয়া মাত্রই সর্বত্রই এমন জনকল্যাণমূলক কাজ করতে প্রস্তুত আছে এবং থাকবে।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ উপজেলা নির্বাচন: আরও ৬৬ জনকে বহিষ্কারের সিদ্ধান্ত বিএনপি’র প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অফিসার পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া যুবক গ্রেপ্তার গরমে মানুষকে স্বস্তি দিতে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের শরবত বিতরণ ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিন-ইসরায়েল সমর্থকদের সংঘর্ষ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য: দুমকির ইউএনও’কে লিগ্যাল নোটিশ হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড রাজশাহীতে ৫২ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড যশোরের ভৈরব নদে পাওয়া বস্তাবন্দি মৃতদেহের পরিচয় সনাক্ত নরসিংদীতে নগদের ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ জন গ্রেপ্তার শেবাচিম হাসপাতাল র্যাবের অভিযানে দালাল চক্রের ২৫ সদস্য আটক তীব্র গরমে গাজীপুরে বেঁকে গেছে রেললাইন খালে ভাসছে বাঘের দেহ! বকশীগঞ্জে ২৪ কেজি গাজাঁ উদ্ধার, আটক ৩ শুল্ক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে সীমাহীন দূর্নীতির অভিযোগ, মাসে আয় ২ কোটি টাকা কুমিল্লায় আওয়ামী লীগ নেতার ভাগিনা গ্রেফতার ৫ বছরে ডিজিটাল নিরাপত্তা আইনে ৪৫১ সাংবাদিকের বিরুদ্ধে মামলা নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচন: আপিলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পেলেন ২ জন রাণীশংকৈলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ঝুলন্ত লাশ উদ্ধার মাটিরাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে জমে উঠেছে প্রার্থীদের প্রচারনা