কুষ্টিয়ায় আড়াই মাসে সরকারি ধান সংগ্রহ শূন্য

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কুষ্টিয়া জেলার ৬টি উপজেলায় আমন মৌসুমে ধান সংগ্রহ অভিযান শুরুর আড়াই মাসের বেশি সময় পার হয়েছে। তবে এখন পর্যন্ত এক ছটাক ধানও সংগ্রহ করতে পারেনি জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্তৃপক্ষ।

গত ১৭ নভেম্বর এ অভিযান শুরু হয়। বাজারদরের তুলনায় সরকারি দাম কম, প্রচারণা ও তদারকি না থাকা, কর্মকর্তাদের অনিয়ম, কৃষক হয়রানিসহ নানা কারণে খাদ্য গুদামে কৃষকের ধান বেচায় আগ্রহ নেই বলে জানা গেছে। নির্ধারিত সময়ে ধান সংগ্রহ করা যাবে কিনা— সে বিষয়েও মাথাব্যথা নেই খাদ্য কর্মকর্তাদের।

জানা গেছে, কুষ্টিয়া জেলার ৬টি উপজেলায় ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ৫ হাজার ৫৬৮ মেঃ টন। এর মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১ হাজার ৩২৪ মেঃটন, খোকসায় ৪২১ মেঃটন, কুমারখালীতে ৮৭৮ মেঃটন, মিরপুরে ১ হাজার ২৯২ মেঃটন, ভেড়ামারায় ৪০৯ মেঃটন ও দৌলতপুর উপজেলায়র ১ হাজার ২৪৪ মেটন। নিয়ম অনুযায়ী কৃষকের অনলাইনে আবেদন করার কথা থাকলেও কেউ আগ্রহ দেখাননি।

বিজ্ঞাপন

ফলে মঙ্গলবার (২৪ জানুয়ারী) পর্যন্ত এক কেজি ধানও সংগ্রহ হয়নি। আগামী ২৮ ফেব্রুয়ারী সরকারি ভাবে আমন ধান সংগ্রহের শেষ দিন ধায্যর্ করা হয়েছে। সময় আছে আর মাত্র এক মাস। কৃষকদের অভিযোগ, আগের বছরগুলোয় ধানের সরকারি দর বাজারের চেয়ে বেশি থাকায় প্রকৃত কৃষকরা সুযোগ পাননি। ফলে এবার খোঁজ রাখেননি অনেকে।

যাঁরা গুদামে ধান বিক্রি করেছেন, তাঁদের রয়েছে তিক্ত অভিজ্ঞতা। কতৃর্পক্ষ বলছেন গত বছর আমন ধানের সরকারি মূল্য ছিল ২৬ টাকা কেজী, চলতি বছরে ওই ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮ টাকা কেজী। এর পরেও চাষীরা খাদ্য গুদামে ধান সরবরাহ করছে না। দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম লিমন জানান, মৌসুমে উপজেলার ১৯ হাজার ৮৭০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। ফলনও মোটামুটি ভালো। উৎপাদন হয়েছে ১ লাখ ৫ হাজার ৯১২ মেঃটন ধান।

কৃষক ও সংশ্নিষ্টদের অভিযোগ, খাদ্য দপ্তরের কর্মকর্তা কর্মচারী কর্তৃক পদে পদে হয়রানি, ওজনে বেশি নেওয়া নিত্যদিনের ঘটনা। অভিযানের বিষয়ে এ বছর তেমন প্রচারণা নেই। সে কারণে সঠিক তথ্য জানেন না অনেকে। খাদ্য দপ্তরের কর্মকর্তা—কর্মচারীরা নানা অনিয়মে জড়িয়েছেন। ব্যবসায়ী ও দালালদের ওপর নির্ভরশীল তাঁরা। দৌলতপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আয়েশা খাতুনের যাবতীয় বিষয় দেখভালের কথা থাকলেও তিনি অফিস করেন না। ওসিএলএসডি শাহাবুল ইসলামের বিরুদ্ধেও রয়েছে নানা অভিযোগ।

বিজ্ঞাপন

প্রাগপুর গ্রামের কৃষক আহাম্মদ আলী জানান, নিয়মিত ধানের আবাদ করেন তিনি। প্রয়োজনের অতিরিক্ত অংশ বিক্রি করেন। আগে দু—একবার খাদ্যগুদামে ধান বিক্রির চেষ্টা করেছিলেন। তবে কর্মকর্তাদের অসহযোগিতায় ব্যর্থ হয়েছেন। এ জন্য আর আগ্রহ নেই তাঁর। একই ধরনের অভিযোগ খলিষাকুন্ডি গ্রামের কৃষক মুকাদ্দেস আলীর। তিনি বলেন, কৃষকের নাম ব্যবহার করে কমিশনের মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে ধান সংগ্রহে বেশি আগ্রহী কর্মকর্তা-কর্মচারীরা।

ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা (ওসিএলএসডি) শাহাবুল আলম দাবি করেন, কৃষকদের কোনো হয়রানি করা হয় না। প্রকৃত কৃষকের নামের বিপরীতে ধান কেনা হয়। কৃষক সেজে অন্য কেউ ধান দিলে কিছু করার থাকে না।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আয়েশা আক্তার বলেন, সরকার নির্ধারিত দিনে ধান সংগ্রহের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে দাম বাজারমূল্যের তুলনায় কম হওয়ায় কৃষকের আগ্রহ নেই। গুদামে কৃষক হয়রানির বিষয়ে কেউ অভিযোগ করেননি। এ ছাড়া শারীরিকভাবে অসুস্থ থাকায় নিয়মিত অফিস করা সম্ভব হয় না তাঁর। এতে দাপ্তরিক কাজে সমস্যা হয় না বলে দাবি এ কর্মকর্তার।

এ বিষয়ে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল জব্বার বলেন, ধান বিক্রিতে কৃষকদের আগ্রহী করতে খাদ্য দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। খাদ্য নিয়ন্ত্রকের অফিস না করার সত্যতা পাওয়া গেছে। তাঁকে নিয়মিত অফিস করতে বলা হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলার চিত্র একই। খাদ্য গুদামে চাষিরা ধান বিক্রি করতে অনিহা। কারন হিসেবে চাষিরা জানায় গত বছরে তারা ধান বিক্রি করতে পারেনি। নানা রকমের হয়রানির স্বীকার হয়েছে। চাষিদের কাছ থেকে ধান কিনে রাজনৈতিক ব্যক্তিরা গুদামে ধান সরবরাহ করেছে। অথচ কথা ছিল চাষিদের নিকট থেকে সরাসরি ধান ক্রয়ের কথা। যে কারনেই এবার চাষিরা খাদ্য গুদামে ধান বিক্রি করছে না। চাষি নওশের আলী বলেন, এ বছর মাঠ থেকেই ব্যবসায়িরা ধান ক্রয় করে নিয়েছে। এতে করে চাষিরা লাভবান হয়েছে। কোন খরচ লাগে নি। ধান বিক্রিতে হয়রানিও হতে হয়নি।

জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুবীর নাথ চৌধুরীর সাথে এব্যাপারে কথা বলতে গেলে তাকে অফিসে পাওয়া যায়নি। তবে তার কায্যলয়ের কর্মকর্তারা বলেন এবার এখন পর্যন্ত এ ছটাকও ধান খরিদ করতে পারেনি। লক্ষ্যমাত্রা অর্জিত হবে কিনা তারা বলতে পারছেনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ আগের মালিক সব্দুলের কাছে ফিরে গেলো পাওয়ার ব্রীকস পায়রা বন্দরের নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ ৪ হাজার ১শত ফ্রি ই-বুক এক্সেস পাবে বাকৃবি শিক্ষার্থীরা মাটিরাঙ্গায় সাড়া ফেলেছে সার্বজনীন পেনশন স্কিম গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা আগামীকাল বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর শ্রীনগরে উপজলা নির্বাচনে টাকা বিতরণের দৃশ্য ভিডিও ধারণ করায় দুই যুবককে মারধর নরসিংদীতে স্ত্রীকে পিটিয়ে হত্যা কাউখালীতে শিক্ষার্থীদের মোবাইলে আসক্তি বাড়ছে পাইকগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু কচুয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অনুমোদন পেল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি নদীর ঢেউয়ে জীবন জড়াচ্ছে বাপ-দাদার পেশায়,শিক্ষা বিমুখ জেলে পল্লীর অধিকাংশ শিশু