কুবিতে ‘এ’ ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষায় উপস্থিত ৯৩ শতাংশ

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষার মধ্যদিয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট উপস্থিতি ৯৩.০৯ শতাংশ।

শনিবার (৩ জুন) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কুবির ১০টি উপকেন্দ্রে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়। এদিকে আগস্টের প্রথম সপ্তাহে ক্লাস শুরু হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ‘এ’ ইউনিটের আহ্বায়ক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল বলেন, সবার সর্বোচ্চ সহযোগিতায় ভর্তি পরিক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। এছাড়া কোন ঘটনা ঘটেনি। তাছাড়া কোনো অসুবিধাও হয়নি। এ পরীক্ষার সকল কেন্দ্র মিলিয়ে উপস্থিতি ৯৩.০৯ শতাংশ পরিক্ষার্থী।

বিজ্ঞাপন

আগস্টের প্রথম সপ্তাহে ক্লাস শুরু হবে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল মঈন বলেন, আগস্টের প্রথম সপ্তাহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু হবে। তিনি আরও বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষার অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কোন সুবিধা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। সবার সার্বিক সহযোগিতা ছিল।

সার্বিক শৃঙ্খলার বিষয়ে প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে সুষ্ঠুভাবে তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা কমিটি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় পরীক্ষা সম্পন্ন হয়েছে। উপাচার্য স্যারের নির্দেশনায় প্রশাসনের উদ্যােগে প্রথমবারের মত সকল কেন্দ্রে বিএনসিসি ও রোভার স্কাউটের সহযোগিতায় বুথ করেছি। যেখানে পরীক্ষার্থীরা মোবাইল, ব্যাগ, ঘড়ি রাখার ব্যবস্থা ছিল। আমি মনে করি সু-শৃঙ্খলভাবে আমরা একটি ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি।

প্রসঙ্গত, গত ২০ ও ২৭ মে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মানবিক ও বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে এ দুই ইউনিটের ফলাফলও প্রকাশিত হয়েছে। বিজ্ঞান অনুষদের পরীক্ষার মধ্যে দিয়ে দেশে তৃতীয় বারের মত গুচ্ছ ভর্তি পরিক্ষা শেষ হয়েছে।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
কচুয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ সাতক্ষীরার আম দেশের গন্ডি পেরিয়ে এখন ইউরোপে লালমোহনে দুদকের উদ্যোগে ২য় পর্বের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার ভোলায় ষষ্ঠ ধাপে ভোটগ্রহণ আগামীকাল ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য