কুড়িগ্রামে লক্ষ্যমাত্রার অতিরিক্ত সরিষার আবাদ

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কুড়িগ্রামে সরিষার আবাদে ছেঁয়ে গেছে জেলার বিস্তীর্ণ অঞ্চল। সরিষার ফুল ফুটে এখন হলদে রঙে রঞ্জিত হয়েছে পুরো খেত। চলতি রবি মৌসুমে জেলার মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে হলুদ ফুল।

আর সরিষার এই হলুদ ফুল দেখে দর্শনার্থীরা যেমন মুগ্ধ তেমনি কৃষকের মুখেও ফুটে উঠেছে হাসির ঝিলিক। এছাড়াও সরিষা চাষে কম সময়ে ফসল ঘরে তোলা যায়। এতে খরচ কম। অন্য শস্যের তুলনায় সার ও কীটনাশকের প্রয়োজন কম হওয়ায় কৃষকরা ঝুঁকছেন সরিষা চাষের দিকে। আবহাওয়া অনুকূল থাকায় সরিষা চাষের লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে গেছে। এতে করে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে তেলের ঘাটতি মেটানো সম্ভব বলে মনে করছে কৃষি বিভাগ।

সরেজমিনে দেখা গেছে, কুড়িগ্রামের মাঠজুড়ে হলুদ ফুলে ছেয়ে গেছে। আমন উৎপাদনের পর ৩-৪ মাস পরে থাকা পতিত জমিতে বাড়তি লাভের আসায় সরিষা চাষ করেছেন কৃষকরা। নদ-নদী তীরবর্তী ও চরাঞ্চলের পলি মিশ্রিত জমি সরিষা চাষের উপযোগী। সেচ, সার ও অন্যান্য খরচ কম হওয়ায় সরিষারও ফলন হয়েছে ভালো।

বিজ্ঞাপন

জেলার সদরের পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবস গ্রামের কৃষক দেলদার হোসেন বলেন, হামার এই এলাকা চর, বানোত (বন্যায়) ডুবি যাই। যা আবাদ করি বান (বন্যা) আসি খ্যায়া (নষ্ট হয়ে) যায়। আমন আবাদে বারে বারে মাইর (লোকসান) খাই। এজন্য এবার সরিষার আবাদ করছি। অল্প দিনের মধ্যে সরিষা ঘরে (হয়ে) তুলব। এবার সরিষার আবাদও ভালো হইছে। সরিষা তুলি বোরো ধান লাগামো।

নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুর খামার গ্রামের কৃষক মো. আবদুল হক (৬০) বলেন, ‘আমি ২ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। গত বছরের তুলনায় এ বছর আবাদ ভালো দেখা যাচ্ছে। রোগবালাই না হলে লাভবান হবো। সরিষা চাষে বিঘাপ্রতি ৪-৫ হাজার টাকা খরচ করে, বিঘাপ্রতি ৬-৭ মণ সরিষা পাওয়া যায়। যার বর্তমান বাজার মুল্য মণপ্রতি ২৫০০-৩০০০ টাকা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিপ্লব কুমার মোহন্ত বলেন, তেল উৎপাদন বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমাদের দেশের চাহিদা অনুযায়ী যেহেতু তেল উৎপাদন কম হয়। আমরা একটা লক্ষ্যমাত্রা স্থির করেছি। আমরা আগামী কয়েক বছরের মধ্যে তেল ফসলের ৫০ ভাগ আমাদের দেশ থেকে উৎপাদন করতে চাই। এই লক্ষ্যে আমরা কাজ করছি।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম জেলায়, গত বছর ১২ হাজার ৯০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। কিন্তু এ বছর লক্ষ্যমাত্রা ছিল ১৬ হাজার ৩০০ হেক্টর জমি। ইতোমধ্যে ১৬ হাজার ৪০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী