এক বছরেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে ব্যর্থ কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগ, মেয়াদ উত্তীর্ণ

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বাংলাদেশ ছাত্রলীগ কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আংশিক কমিটির মেয়াদ শেষ হয়েছে গত ৮ই নভেম্বর। তবে এক বছর শেষ হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে ব্যর্থ হয়েছে শাখা ছাত্রলীগ।

সভাপতি ও সাধারণ সম্পাদকের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে প্রেস দেওয়া সত্বেও নির্দেশনা অমান্য করেছে কলেজ শাখা ছাত্রলীগ।

গত বছর (৮ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। রানা মারা যাওয়ার পর তার স্থলে বেলায়েত হোসেন সাগর সভাপতির দায়িত্ব পান। তবে বর্তমানে কমিটির মেয়াদ শেষ হলেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি।

বিজ্ঞাপন

এদিকে ছাত্রলীগের গঠনতন্ত্রে মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে সম্মেলন না হলে কমিটি বিলুপ্ত করার কথা উল্লেখ রয়েছে। ছাত্রলীগের গঠনতন্ত্রে ধারা ৯ উপজেলা শাখা এবং ধারা ১০ জেলা শাখা থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়গুলো জেলা শাখা এবং বিশ্ববিদ্যালয়ের হলগুলো উপজেলা শাখার সমমর্যাদা পাবে। ধারা ১০ অনুযায়ী জেলা শাখার মেয়াদকাল হবে এক বছর। জেলা শাখাকে এক বছরের মধ্যে নির্বাচিত নেতাদের হাতে দায়িত্বভার বুঝিয়ে দিতে হবে। বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় নির্বাহী সংসদের অনুমোদনক্রমে ৯০ দিন সময় বৃদ্ধি করা যাবে। এই সময়ের মধ্যে সম্মেলন না হলে কমিটি বিলুপ্ত বলে গণ্য হবে।

নামপ্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ কর্মী বলেন, ওয়াসিম ভাই ও ফারুক ভাইকে যখন কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের দায়িত্ব দেওয়া হয় তখন আমরা উচ্ছ্বসিত ছিলাম। আমরা ভেবেছিলাম তারা অতিদ্রুত আমাদের পূর্ণাঙ্গ কমিটি করে দেবেন। তবে তারা উদ্যোগ নিয়েছিলেন কিন্তু ওয়াসিম ভাইয়ের মৃত্যুর পর সেই উদ্যোগ ব্যর্থ হয়। সাগর ভাই বা ফারুক ভাই কেউই উদ্যোগ নিয়ে কমিটি পূর্ণাঙ্গ করেন নাই। দেখতে দেখতে তাদেরই মেয়াদ শেষ।

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি বেলায়েত হোসেন সাগর বলেন, দীর্ঘদিন ধরেই আমরা পূর্ণাঙ্গ কমিটি করার চেষ্টা করছি। আশা রাখি নির্বাচনের পর কবি নজরুল কলেজ ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ হবে। কমিটিতে ত্যাগী ও পরিশ্রমীদের মূল্যায়ন করা হবে।

বিজ্ঞাপন

অপরদিকে সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার বলেন, আমাদের পূর্বের সভাপতি ওয়াসিম রানা মারা যাওয়ার ফলে আমাদের সকল সাংগঠনিক পরিকল্পনা নতুন ভাবে করতে হয়েছে। নতুন সভাপতি দায়িত্ব নিয়েছে অল্প কিছুদিন। কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার জন্য। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
কচুয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ সাতক্ষীরার আম দেশের গন্ডি পেরিয়ে এখন ইউরোপে লালমোহনে দুদকের উদ্যোগে ২য় পর্বের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার ভোলায় ষষ্ঠ ধাপে ভোটগ্রহণ আগামীকাল ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য