ঈশ্বরদীতে জমি দখল করে রিসোর্ট, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভয়ভীতি দেখিয়ে জোর করে জমি দখল এবং রিসোর্টে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে পাবনার ঈশ্বরদীর স্বপ্নদ্বীপ রিসোর্টের স্বত্বাধিকারী আলহাজ্ব খাইরুল ইসলামের বিরুদ্ধে। এইসব অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে দাশুড়িয়া-পাকশী মহাসড়কের জয়নগর বোর্ড অফিস মোড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, ‘খাইরুল ইসলাম বাড়ি করার কথা বলে প্রথমে কিছু জমি ক্রয় করেন। পরে এইসব জমি রেজিস্ট্রির আগেই দখল করে নিয়েছে। এখন সে হুমকি দিচ্ছে যে বাকি জমিও তাকে দিতে হবে। ইতোমধ্যেই সে অনেক জমি দখল করে গাছ কেটে ও মাটি ভরাট করেছে। এইসব নিয়ে প্রতিবাদ করলেই নানা হুমকি-ধমকি দেন। সে জোর গলায় বলেন, যে এমপি, ডিসি, এসপি, ওসি, মেয়র সব নাকি তার পক্ষে। কেউ তার কিছুই করতে পারবে না।’

বিজ্ঞাপন

তারা আরও অভিযোগ করেন, ‘রিসোর্টের নামে এখানে অসামাজিক কার্যকলাপ হয়। অনেক তরুণ-তরুণীর আসা যাওয়া এখানে। মদের আড্ডা হয়। উচ্চ শব্দে গান বাজিয়ে ডিজে পার্টি হয়। রিসোর্টটি গণবসতির মাঝে হওয়ায় অনেকে পড়াশোনা ও ধর্মীয় কাজও করতে পারেন না।’

এদিন বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড নিয়ে শতশত মানুষ অংশগ্রহণ করে। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের মধ্যেই সেখানে উপস্থিত হন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, যদিও রিসোর্টটি পৌরসভার বাহিরে সলিমপুর ইউনিয়নের মধ্যে অবস্থিত। এসময় চেয়ারম্যান না থাকলেও মেয়রের সঙ্গে রিসোর্ট পক্ষে অনেকেই ছিল। সেখানেই ভুক্তভোগীরা তাকে ঘিরে ধরে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। এসময় মেয়র তাদের আশ্বস্ত করেন।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে প্রথমে কথা বলতে চাননি মেয়র ইছাহক আলী মালিথা। এক পর্যায়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘এখানে আমি আসছি তাদের সঙ্গে কথা বলতে। আমি উভয়ের সঙ্গে কথা বলে পরে আপনাদের (সাংবাদিক) বলতে পারবো। এর বেশি এই মুহুর্তে আপনাদের কিছু বলতে পারবো না।’

বিজ্ঞাপন

এ ব্যাপারে স্বপ্নদ্বীপ রিসোর্টের স্বত্বাধিকারী আলহাজ্ব খাইরুল ইসলাম বলেন, ‘আমাকে সামাজিকভাবে হেয়পতিপন্ন করতে কিছু স্বার্থনেষী মহল এইসব অভিযোগ করছেন। অভিযোগের কোনও ভিত্তি নেই। এখানে স্থানীয় এমপির বোনের সম্পত্তি নিয়ে ঝামেলা হয়েছে। এমপি সাহেব বার বার অনুরোধ করেও তিনি তার কথা শোনেননি, পরে এমপি সাহেবের ছেলে-পেলেরা জায়গাটা ঘিরতে গিয়েছিলেন। আমি একটাকার জিনিস ১০ টাকা দিয়ে কিনেছি, আমি কোনও লোককে আঘাত দেয়নি।

অসামাজিক কার্যকলাপ নিয়ে তিনি বলেন, ‘এখানে যারা আসেন তারা অধিকাংশই রাশিয়ান। আমার এখানে কোনও মদ বিক্রি হয় না। রাশিয়ানরা বাহিরে থেকে কিনে এনে এখানে খান। এখানে আমার কিছু করার নাই। এবিষয়ে আমি রাশিয়ানদের কিছু বললে তারাই উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ দেয়। কিন্তু বাহিরের কোনও নারী-পুরুষ এখানে অশ্লীল কিছু করেন না।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
দ্বিতীয় ধাপে আরও কমল ভোটের হার, এবার রাজনীতিকে দুষলেন সিইসি ভূরুঙ্গামারীতে মোবাইল কিনে না দেওয়ায় গলায় ফাঁস দিয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা কাউখালীতে রাত পোহালেই উপজেলা পরিষদ নির্বাচন রাত পোহালেই শেরপুরের দুই উপজেলায় ভোট মতলব উত্তরে সাজাপ্রাপ্ত আসামি ১৭ বছর পর আটক ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবরে বেড়েছে তেলের দাম কচুয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ সাতক্ষীরার আম দেশের গন্ডি পেরিয়ে এখন ইউরোপে লালমোহনে দুদকের উদ্যোগে ২য় পর্বের বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মরদেহ উদ্ধার ভোলায় ষষ্ঠ ধাপে ভোটগ্রহণ আগামীকাল ডিবি কার্যালয়ে হেফাজত নেতা মামুনুল হক যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ নরসিংদীর মাধবদীর মাদক সম্রাজ্ঞী মায়া বেগম ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেপ্তার, জনমনে স্বস্তি শ্রীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যাগে কাপ-পিরিচ প্রতিকের বিশাল মিছিল অবশেষে শুরু হলো রাজশাহীর কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজ শেরপুরে ৫ আন্তঃজেলা গরু চোর গ্রেপ্তার শ্রীপুরে বজ্রপাতে নারীর মৃত্যু চলন্ত বাসে আগুন, ৮ জনের মৃত্যু ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস