ইউএনওর হস্তক্ষেপে ২০০ বিঘা জমিতে সেচ সুবিধা নিশ্চিত

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাজশাহীর তানোরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের হস্তক্ষেপে বিল কুমারি বিলের প্রায় ২০০ বিঘা বোরো জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা হয়েছে। তানোর পৌরসভার শীতলীপাড়া গ্রামে অবস্থিত বিএমডিএ’র গভীর নলকুপের পরিচালনা নিয়ে বিবাদমান দুটি পক্ষের মতবিরোধ দেখা দেয়ায় প্রায় এক সপ্তাহ থেকে এসব জমির সেচ নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছিল। এদিকে ইউএনও’র এমন যুগোপযোগী কৃষিবান্ধব সিদ্ধান্তে কৃষকরা স্বস্তির নি:শ্বাস ফেলার পাশাপাশি ইউএনও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, বিগত ২০১৭ সালে পৌরসভার শীতলীপাড়া গ্রামে অবস্থিত গভীর নলকুপের অপারেটর হিসেবে নিয়োগ পায় গুবিরপাড়া গ্রামের বকুল হোসেন। কিন্ত্ত সে অতিরিক্ত সেচ চার্জ আদায়সহ ফসলহানি ঘটায়। এতে কৃষকরা বাধ্য হয়ে কৃষকের মতামতের ভিত্তিতে অপারেটর নিয়োগ ও সমিতির মাধ্যমে নলকুপ পরিচালনার দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করেন। এতে তৎকালীন ইউএনও কৃষকের সুবিধার জন্য বকুলকে অপারেটর রেখেই সমিতি করে সমিতিকে সেচ পরিচালনার দায়িত্ব দেন। সমিতি সুষ্ঠুভাবে গভীর নলকুপ পরিচালনা করে আসছে, ফলে কৃষকের কোনো অভিযোগ নাই। কিন্তু প্রতি সেচ মৌসুমের শুরুতেই অপারেটর বকুল গভীর নলকুপের ঘরে তালা মারাসহ নানা বিরোধ সৃষ্টি করে আসছে। চলতি মৌসুমেও এর ব্যতিক্রম হয়নি।

গত ২৪ ডিসেম্বর শনিবার বকুল বহিরাগতদের নিয়ে গভীর নলকুপের তালা ভেঙ্গে ঘর তছনছ ও সেচকার্ডসহ মালামাল হাতিয়ে নিয়ে নতুন করে তালা দেয়। এতে বোরো মৌসুমে স্কীমের জমিতে চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়ে।

বিজ্ঞাপন

এদিকে এ ঘটনায় কৃষকেরা বাদি হয়ে অপারেটর বকুল হোসেনের বিরুদ্ধে বিএমডিএর সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেন। সহকারী প্রকৌশলী আইনি ব্যবস্থা নিতে থানার ওসিকে পত্র দেন। এঅবস্থায় প্রায় সপ্তাহ ধরে সেচ কার্যক্রম বন্ধ রয়েছে। এদিকে ১ জানুয়ারী রোববার ইউএনও সমিতির মাধ্যমে সেচ পরিচালনা করতে বলেন। এর ফলে প্রায় ২০০ বিঘা বোরো জমিতে সেচ কার্যক্রম নিশ্চিত হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ জানান, গভীর নলকুপ কৃষকের জমিতে সেচ দেওয়ার জন্য। এটা নিয়ে কেউ অরাজকতা করলে ছাড় দেওয়া হবে না। বুঝতে হবে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি হলেও চাষীদের বা কৃষকদের জন্য দেশে খাদ্য ঘাটতি হয়নি। কৃষক বাচলে দেশ বাচবে, সুতরাং গভীর নলকুপ নিয়ে কেউ যদি ছিনিমিনি করে তবে কোন ছাড় দেওয়া হবে না। কৃষকরা যেভাবে পরিচালনা করে চাষাবাদে সুবিধা পাবেন সে ভাবেই পরিচালিত হবে। এরপরও যদি গভীর নলকূপ নিয়ে কেউ অরাজকতা করার চেষ্টা করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী মাহাফুজুর রহমান বলেন, কৃষকের জন্য গভীর নলকুপ, কৃষকেরা যেভাবে চাইবে সেভাবে পরিচালনা হবে, এখানে অপারেটরের কোনো ভূমিকা নাই, সে শুধুমাত্র তার ভাতা ভোগ করবেন।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ আমের সিন্ডিকেট ব্যবসায়ীদের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ কৃষিমন্ত্রীর বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ করায় হামলা, পিতাসহ আহত-৪ খাগড়াছড়িতে স্বর্ণালঙ্কারের লোভে শাশুড়িকে হত্যা, জামাই গ্রেপ্তার লালমোহনে স্বামী-স্ত্রীর লড়াই ১০ হাজারের বেশি বাংলাদেশিকে ফেরত পাঠাবে যুক্তরাজ্য কাউখালীতে মাছ-মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যর দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ৫ জন নিহত যমুনা টিভিতে প্রচারিত সংবাদের বিরুদ্ধে সচেতন এবং সাধারণ শিক্ষক সমাজ ব্যানারে মানববন্ধন নজরুল বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ ও বিভাগ ছাত্রলীগের কমিটি বিলুপ্তি  প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পরিবেশ বান্ধব গাছ উপহার দিলো ঐক্য-বন্ধন ডো‌নাল্ড লুর সফরে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে : পররাষ্ট্রমন্ত্রী লালমোহনে জোরপূর্বক জমি দখল পরবর্তী সন্ত্রাসী হামলায় আহত-৫ আগের মালিক সব্দুলের কাছে ফিরে গেলো পাওয়ার ব্রীকস পায়রা বন্দরের নিজস্ব জেটিতে প্রথমবারের মতো ভিড়েছে বিদেশি জাহাজ ৪ হাজার ১শত ফ্রি ই-বুক এক্সেস পাবে বাকৃবি শিক্ষার্থীরা মাটিরাঙ্গায় সাড়া ফেলেছে সার্বজনীন পেনশন স্কিম গোয়ালন্দে পল্লী মঙ্গল কর্মসূচীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরিক্ষা আগামীকাল বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর