রোজ গার্ডেন প্যালেস


রোজ গার্ডেন প্যালেস ঢাকার টিকাটুলি এলাকার কে এম দাস লেনে অবস্থিত একটি বিংশ শতাব্দীর ঐতিহাসিক প্রাচীন ভবন। ১৯৩১ সালে তৎকালীন নব্য জমিদার ঋষিকেশ দাস ২২ বিঘা জমির উপর একটি বাগানবাড়ি তৈরি করেন। বাড়ির বাগান প্রচুর গোলাপ গাছ থাকার কারণে এর নাম হয় রোজ গার্ডেন। ছয়টি লতাপাতার কারুকাজ করা থামের উপর এই প্রাসাদটি স্থাপিত। বাগানটি সুদৃশ্য ফোয়ারা, পাথরের মূর্তি ইত্যাদি দ্বারা সজ্জিত ছিল। মূল ভবনে পাঁচটি কামরা, একটি নাচঘর আছে। মূল ফটক দিয়ে প্রবেশ করেই রয়েছে একটি বিস্তীর্ণ খোলা প্রাঙ্গণ যার মঞ্চের ওপর দন্ডায়মান নারী মূর্তি স্থাপন করা হয়েছে। পূর্বাংশের মধ্যবর্তী স্থানে রয়েছে একটি আয়তাকার পুকুর। বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ ১৯৮৯ সালে রোজ গার্ডেনকে সংরক্ষিত ভবন ঘোষণা করে। দেশী-বিদেশী পর্যটকদের নিকট এটি ঢাকার অন্যতম একটি দর্শনীয় স্থান। রোজ গার্ডেন ১৯৭০ থেকে নাটক ও টেলিফিল্ম শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে।