শীতে এই ৪ বিষয়ে বিশেষভাবে নজর দেওয়া জরুরি

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শীতের আগমনে হিমেল চাদরে মুড়িয়ে যায় প্রকৃতি। ঢাকায় এখনও তেমন শীত না পড়লেও, গ্রামাঞ্চলে ভালোই শীত পড়ে গেছে। এতে অনেকের খুচখাচ সর্দি-কাশি শুরু হচ্ছে। কিন্তু ওষুধে সর্দি-কাশি সেরে গেলেও, এমন কিছু বিষয় রয়েছে; যার দিকে নজর না দিলে শীতে দুরবস্থা হতে পারে। তাই শীতে যেসব বিষয়ে নজর দেওয়া জরুরি—

পানি পান করুন শীতে প্রচুর পরিমানে পানি পান করতে হবে। কারণ, শীতে আবহাওয়া শুকনো হয়ে থাকে, এর প্রভাবে শুকিয়ে যেতে থাকে আমাদের শরীরও। শুধু ত্বকেই ভাঁজ পড়ে না, পাশাপাশি শরীর ভিতর থেকেও শুকিয়ে যায়। তাই শীতে ভিতর-বাইর থেকে ভালো থাকতে, পানি ছাড়া গতি নেই! তৃষ্ণা না পেলেও দিনে অন্তত দুই লিটার পানি পান করতে হবে। অন্যথায় অসুস্থতা ছাড়া আর কিছু হবে না!

রূপটানের ব্যবহার শীতের ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি দেখা যায় ত্বকে। এই সময় ত্বক খুব সংবেদনশীল পর্যায়ে থাকে। ফলে সামান্য অনিয়মেও র‌্যাশ-অ্যালার্জি দেখা দেয়। তাই শীতে মেকাপ, ক্রিম- এসব রূপটানের জিনিস খুব সাবধানে কিনুন। কারণ, পারদ-যুক্ত প্রসাধনী ত্বকের জন্য আরও সমস্যা ডেকে আনতে পারে। পাশাপাশি, হালকা ঘরোয়া কোনো ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। ত্বক কোমল থাকবে।

বিজ্ঞাপন

তেলের ব্যবহার শীতে ত্বকের ক্ষতি হয়, এটা সবাই জানে। কিন্তু ক্ষতিটা কীভাবে হয়? আসলে এই সময় ত্বকের অ্যাসিড লেভেল কমে যায়। ফলে, ত্বক তার আর্দ্রতা হারায়। খুব তাড়াতাড়ি শুকনো, অনুজ্জ্বল হয়ে পড়ে। তাই শীতে ত্বক তরতাজা রাখতে তেল মাখতে পারেন। প্রতিদিন গোসলের আগে নিয়ম করে তেল মাখুন। দেখবেন, রুক্ষ শীতেও ত্বক চকচকে থাকছে!

পায়ের যত্ন শীতে পায়ে দুর্গন্ধ, গোড়ালি ফাটার মতো সমস্যা দেখা দেয়। এর হাত থেকে বাঁচতে সব সময় পা পরিষ্কার রাখুন। বাইরে থেকে এসে ভালো করে সাবান দিয়ে পা পরিষ্কার রাখুন। তাতে শুকনো ও মরা কোষ উঠে যাবে, পায়ে দুর্গন্ধও হবে না। এছাড়া পা ফাটা রুখতে বাড়িতেও খালি পায়ে থাকা বন্ধ করুন। যাতে পায়ে সরাসরি ঠান্ডা না লাগে। ঘুমোতে যাওয়ার আগে পায়ের পাতায়, গোড়ালিতে কোনো ক্রিম ম্যাসাজ করুন।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ এফডিসিতে মারামারি, বেশ কয়েকজন সাংবাদিক আহত গাজীপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিকার নামাজ আদায় লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে তিন শিশুর মৃত্যু বাগেরহাটে দোকান ঘর ভেঙ্গে খাদে পরিবহন, নিহত ১ নবীনগরে চলে না ১ টাকা ও ২ টাকার কয়েন! উপজেলা পরিষদ নির্বাচন: প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৬ প্রার্থী ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও স্মারকলিপি কলাপাড়ায় গ্রামে গ্রামে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব সিলেটে গরমে বেড়েছে জ্বর, ডারিয়া ও হিটস্ট্রোক তীব্র তাপদাহে পুড়ছে সাতক্ষীরা জবি রঙ্গভূমির সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোসাদ্দেক নিয়ামতপুরে সিলিং ফ্যানে ঝুলছিল কলেজ ছাত্রীর মরদেহ কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু তাপপ্রবাহের কারণে নয়াপল্টনের সমাবেশ স্থগিত করল সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী তাপমাত্রা কমাতে পরিকল্পনার কথা জানালেন চিফ হিট অফিসার সেভ দ্য রোডের প্রতিবেদন: ১৫ দিনের ঈদযাত্রায় ২৯৪ প্রাণের মৃত্যুমিছিল কালাইয়ে ৪ জুয়ারি আটক