শার্শায় ভুট্রা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

যশোরের শার্শা উপজেলার চাষীরা ভূট্রা চাষে কম খরচ ও পরিশ্রম হওয়াতে আগ্রহী বাড়াচ্ছে। গত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়েছে চলতি বছরে। অন্যদিকে বাম্পার ফলনের আশা দেখছেন চাষীরা। এবার চমক জাতের ভুট্রা বেশি চাষ করা হয়েছে। অন্যান্য ইউনিয়নের তুলনায় শার্শা সদর ইউনিয়নে ভূট্রার আবাদ বেশি হয়েছে।

উপজেলার ছোট নিজামপুর গ্রামের ভুট্রা চাষি শফিকুল ইসলাম বলেন, ‘দুই বিঘা জমিতে ভুট্রা চাষ করেছি। প্রতিটি গাছে ফলন ভাল হয়েছে। এবছর ফলন ভালো পেলে আগামীতে পাঁচ বিঘা জমিতে ভূট্রা চাষ করার ইচ্ছে আছে।’
কেরালখালী এলাকার চাষী বাবু জানান, ‘আধুনিক উচ্চ ফলনশীল জাত সম্প্রসারণ, সুষমসার ব্যবস্থাপনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দেড় বিঘা জমিতে উচ্চ ফলনশীল চমক জাতের ভূট্রা চাষ করেছি। উপজেলা থেকে সার্বিক সহযোগিতায় গত বছরের থেকে চলতি বছরে ব্যাপক লাভের আশা দেখছি।’

উপজেলার বাসাবাড়ি এলাকার ভুট্রা চাষি কবির বলেন, দুই একর জমিতে ভুট্রা চাষ করেছি। বিঘাপ্রতি খরচ হয়েছে প্রায় ১০-১২ হাজার টাকা। ফলনও অনেক ভাল হয়েছে।
শার্শা সদর এলাকার সূবর্ণখালী এলাকার চাষী নুর নবী বলেন, ‘গত কয়েক বছরের তুলনায় এবার সবকিছুর খরচ বৃদ্ধি (সার / সেচ)। তবে গতবার ভাইরাসের কারণে অনেক ভূট্রা গাছের ক্ষতি হয়েছিল। আশা করছি এই বছর সবমিলিয়ে খরচ বেশি হলেও লাভবানও বেশি হবেন’।

বিজ্ঞাপন

উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা অসিত কুমার মন্ডল বলেন, গত বছরের তুলনায় উপজেলার অন্যান্য এলাকার মতো নিজামপুর ইউনিয়নে ব্যাপক হারে ভূট্রার আবাদ বৃদ্ধি পেয়েছে। গত বছর ১২ হেক্টর জমিতে ভূট্রার চাষ হলেও এবার তা বৃদ্ধি পেয়ে প্রায় ২৫ হেক্টর জমিতে ভূট্রার চাষ হয়েছে। আর কম পরিচর্যায় উৎপাদন বেশি হওয়ায় কৃষকও লাভবান হয়ে ভুট্রা চাষে ঝুঁকছে বলে জানান তিনি।

শার্শা উপজেলার কৃষি অফিসার প্রতাপ মন্ডল বলেন, অনুকূল আবহাওয়া, কম খরচে অধিক ফলন, অন্য ফসলের চেয়ে পরিচর্যা খরচ ও রোগবালাই কম হওয়ায় ভুট্রা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

তিনি জানান, ভুট্রা চাষে কৃষকদের সহায়তা অব্যাহত থাকায় আগের চেয়ে উৎপাদনও বেড়েছে। গত বছর উপজেলায় ১১টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে মাত্র ৯০ হেক্টর জমিতে ভুট্রা চাষ হয়েছিল। এ বছর চাষ হয়েছে ২৪০ হেক্টর জমিতে।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
কালাইয়ে ৪ জুয়ারি আটক লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন যাঁরা গাজীপুরে অসহায় পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, উত্তরাঞ্চলে তাপমাত্রার রেকর্ড শ্যালক রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ প্রতিমন্ত্রী পলকের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ অবরুদ্ধ ১৬ পরিবার ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা: বেড়েই চলছে সোনার দাম দুপুরের মধ্যেই হতে পারে ৮০ কিলোমিটার বেগে ঝড়, হুঁশিয়ারি সংকেত বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন, প্রেমিক পলাতক সন্তান জন্ম দিয়ে হাসপাতাল থেকে পালালেন মা পাইকগাছায় তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষ গোয়ালন্দে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত গাবুরায় নদীরক্ষা বাঁধে ফাটল, আতংকিত গ্রামবাসী ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১২ ফরিদপুরের নগরকান্দায় চুরির সন্দেহে ১২ বছরের শিশুকে জিআই পাইপ দিয়ে পেটানোর অভিযোগ রাত ১টার মধ্যে যেসব জায়গায় ৮০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন- কিছুই ছিল না বাসটির গাজীপুরে বসতবাড়িতে আগুন, ১২ কক্ষ পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১ কাউখালীতে বাড়িতে ঈদ করতে এসে গ্রেপ্তার হলেন ৪জন