চাঁদা না দেয়ায় ঘর নির্মাণে বাধা, লুটপাট, গৃহবধূকে মারধর

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঁদা না দেয়ায় নির্মাণাধীন বসতঘরের নির্মাণ কাজ বন্ধ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূকে মারধর ও তার বাড়ি লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ব্রহ্মোত্তর এলাকার কালামিয়া টন্নীর বাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে।

বুধবার (১৩ জুলাই) এ ঘটনায় জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ( সি আর মামলা নং ২৩৪/২২) একটি মামলা করেন।

বিজ্ঞাপন

মামলার এজাহারে জান্নাতুল ফেরদৌস বলেন, তার কাতার প্রবাসী স্বামী মো. ইউনুচ কয়েক মাস আগে দেশে এসে স্বামীর পৈত্রিক ভিটায় পাকা বসতঘর নির্মাণ কাজ শুরু করে। কাজ অসমাপ্ত রেখে কিছুদিন আগে স্বামী বিদেশে চলে যায়। পরে পুনরায় ঘরের নির্মাণ কাজ আরম্ভ করলে গত ৯ জুলাই একই গ্রামের মৃত কালা মিয়া টন্নির ছেলে আবু তাহের, আবু কালাম, মৃত ঠান্ডা মিয়ার ছেলে জাকির হোসেন, মৃত আবুল হাসেমের ছেলে নেজাম, মিজান ও কবির আহমদের ছেলে ওবাইদুল ২ লাখ টাকা চাঁদা দাবী করে।

তিনি অভিযোগ পত্রে আরও উল্লেখ করেন, চাঁদা দিতে না চওয়ায় তার নির্মাণাধীন বসতঘরের নির্মাণ কাজ বন্ধ করে তাকে অমানবিকভাবে মারধর করে তারা। এসময় ভাঙচুর করা হয় আসবাবপত্র এবং ঘরের আলমিরা ভেঙে লুট করা হয় স্বর্ণালংকার।

ভুক্তভূগী জান্নাতুল ফেরদৌস বলেন, আমার স্বামী বিদেশ চলে যাওয়ার পর পাকা ঘরের নির্মাণ কাজ শুরু করলে আবু তাহের ও আবুল কালাম তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায়গত শনিবার (৯ জুলাই) বিকালে তাদের নেতৃত্বে নেজাম, মিজান ও ওবাইদুল সহ ৮/১০ জনে দা, ছুরি, লাঠি ও লোহার রড় দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একই সাথে তারা হামলা চালিয়ে ঘরের জিনিসপত্র ভাঙচুর ও লুটপাট করে স্বর্ণালংকার নিয়ে যায়।

বিজ্ঞাপন

এবিষয়ে বাদীর আইনজীবী এ্যাড: কামাল উদ্দিন চৌধুরী বলেন, মামলাটি তদন্তের জন্য পিবিআইকে আদালত নির্দেশ দিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে তদন্ত সাপেক্ষে রিপোর্ট জমা দিতে জানানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ অবরুদ্ধ ১৬ পরিবার ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা: বেড়েই চলছে সোনার দাম দুপুরের মধ্যেই হতে পারে ৮০ কিলোমিটার বেগে ঝড়, হুঁশিয়ারি সংকেত বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন, প্রেমিক পলাতক সন্তান জন্ম দিয়ে হাসপাতাল থেকে পালালেন মা পাইকগাছায় তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষ গোয়ালন্দে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত গাবুরায় নদীরক্ষা বাঁধে ফাটল, আতংকিত গ্রামবাসী ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১২ ফরিদপুরের নগরকান্দায় চুরির সন্দেহে ১২ বছরের শিশুকে জিআই পাইপ দিয়ে পেটানোর অভিযোগ রাত ১টার মধ্যে যেসব জায়গায় ৮০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন- কিছুই ছিল না বাসটির গাজীপুরে বসতবাড়িতে আগুন, ১২ কক্ষ পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১ কাউখালীতে বাড়িতে ঈদ করতে এসে গ্রেপ্তার হলেন ৪জন রাকাবকে একীভূতরণের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ফরিদপুরে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ প্রথম ধাপে ১৫০ উপজেলায় মনোনয়নপ্রত্যাশী ১৮৯১ মতলব উত্তরে জমি সংক্রান্ত বিষয়ের জেরধরে বাড়িঘরে হামলা ও প্রাণনাশের হুমকি বুদ্ধি প্রতিবন্ধী হারানো মেয়েকে ফিরে পেতে পরিবারের আকুতি