আমি তাকে ভালোবেসেই বিশ্বাস করেছিলাম : শিরিন শিলা

অভিনেত্রী শিরিন শিলা

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বর্তমানে টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে চিত্রনায়িকা শিরিন শিলার চুমুকাণ্ডের ঘটনা। প্রকাশ্যে তাকে জড়িয়ে ধরে ভক্তের চুমু দেওয়ায় রীতিমতো বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে ভালোবেসেই বিশ্বাস করেছিলেন বলে জানান শিরিন।

অভিনেত্রী বলেন, ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পর অনেক ইউটিউব ভাইয়েরা ওই ছেলেটার বাসায় গিয়ে তার অনেক সাক্ষাৎকার নিয়েছে। সে তাদের কাছে কিছু সত্য বলেছে, কিছু মিথ্যা বলেছে। এখন দর্শকদের কাছে আমার প্রশ্ন, তার কথাবার্তা, যা হয়েছে সবকিছুই তার মনে আছে। সেগুলো দেখে কী আপনাদের মনে হয় যে, সে একজন পাগল?

শিরিন শিলা আরও বলেন, সব ঠিক আছে, শুধু তার চেহারা দেখলে তাকে মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধী মনে হয়। যেটা দেখে আমি তাকে ভালোবেসেছিলাম, তার এই লুকস দেখেই বুকে টেনে নিয়েছি। প্রথম দিন আমার কাছে যখন এসেছে, তার এই চেহারা, তার এই সরলতা, সে যেভাবে কথা বলে, তার এই আচরণ দেখেই আমি মনে করেছিলাম, যে ছেলেটা খুবই সহজ সরল। তখনই কিন্তু তাকে আমি কাছে টেনে নিয়েছিলাম তাকে। আর আমি কিন্তু তাকে জড়িয়ে ধরিনি, সেই আমাকে জড়িয়ে ধরেছে। আমি বরং বিব্রত হয়েছি, যেহেতু আমি এজন অভিনেত্রী। কিন্তু হাসিমুখে বিষয়টাকে ঢেকে দিয়েছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, অনেকেই বলেন নায়িকারা ভীষণ অহংকারী হয়, আমি চাইনি আমার কাছে এই কথাটা আসুক। সে বলেছে তার মা নাই, মার সঙ্গে বসে কখনও খায়নি। আমি কিন্তু তাকে বাবাও বলেছি, ভালোবেসেছি। আমার কাঁধে যখন মাথা রেখেছে আমি কিন্তু তখন কোনো প্রতিবাদও করিনি।

শিরিন শিলা বলেন, বিব্রত হলেও হাসিমুখে মেনে নিয়েছি। এরপর সে যখন চুমু দিয়েছে তখনও আমি কোনো প্রতিবাদ করিনি। ইউটিউব ভাইরা গিয়ে বিভিন্ন তথ্য নিয়েছে। সব থেকে বড় জিনিস আমি ওর জন্য ১০ হাজার টাকা রেখেছিলাম। যেহেতু আমি জানি যে, ও একজন অসহায় মানুষ তার বাবা-মা কেউ পৃথিবীতে বেঁচে নেই, তাই তাকে ডেকে নিয়ে আসি, যে টাকাটা ওকে দিব। আমার গাড়িতে ঘুরাব, যেহেতু সে চড়তে চেয়েছিল। তাকে খাওয়াবো এটাই ছিল আমার প্ল্যান। তাকে নিয়ে একটি ভিডিও বানাবো। আমার ইউনিটের লোক তার বাসায় গিয়ে দেখলো তার বউ আছে, মা আছে। তখন তাকে প্রশ্ন করলাম, তুমি কেন মিথ্যা কথা বললা? বলে আমাকে মাফ করে দেন। আমি আপনাকে পছন্দ করি, টিভিতে দেখেছি। পরে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে জড়িয়ে কেন ধরেছ? সে বলে, পছন্দ করি তাই। বললাম চুমু কেন দিয়েছ? সে বলে মাফ করে দেন আমাকে।

অভিনেত্রী আরও বলেন, সে কিন্তু তার ভুল স্বীকার করে আমার কাছে মাফ চেয়েছে। আমি তাকে ক্ষমাও করে দিয়েছি। যেহেতু এটা এখন বড় ইস্যু হয়ে গেছে, তাই ইউটিউবাররা এটাকে একটা পলিসি হিসেবে তৈরি করেছে বিজনেস করার জন্য। যেহেতু সে গরিব মানুষ, তাকে দেখে সবার মতো আমারও মায়া লেগেছে। এখন সব সহানুভূতি তার দিকে চলে গেছে। কেউ পজিটিভলি দেখছে, কেউ নেগেটিভলি। আবার কিউ বলছে সরলতার পরিচয় দিয়ে ভালোবেসে ভুল করেছি। তাকে এতোটা প্রশ্রয় দেওয়া ঠিক হয়নি। তাকে বিশ্বাস করা ঠিক হয়নি আমার।

বিজ্ঞাপন

পরে আমি জানতে পারি সে আমার সঙ্গে মিথ্যা প্রতারণা করেছে। মূলত হাসির ছলেই ভিডিও করা হয়েছিল এবং পোস্ট করা হয়েছিল। কিন্তু সেটা এভাবে ভাইরাল হবে সেটা বুঝতে পারিনি।

অশ্রুসিক্ত হয়ে শিরিন শিলা বলেন, আমার মানসিক অবস্থা খুবই খারাপ। এটা আমি যতটা সুন্দর ভাবে গ্রহণ করেছিলাম, এখন এটা তার থেকে বেশি খারাপ ভাবে ইফেক্ট পড়ছে। এই যে ইউতিউব ভাইরা এটাকে নোংরাভাবে প্রেজেন্ট করছে, সেটা আমি কখনও আশা করিনি। আজকে একটা সহজ সরল ছেলেকে নিয়ে মজা করছেন, কিন্তু একটাবারও কি আপানারা চিন্তা করেছেন, সে যে আমাকে জড়িয়ে ধরে চুমু দিল। আমি তো তাকে ভালোবেসে বিশ্বাস করেছিলাম কিন্তু, সেটার কি মর্যাদা রাখলো।

সে আমাকে মিথ্যা কথা বলেছে, তার জীবিত মাকে মৃত বানিয়েছে, আর আপনারা এটাকে নিয়ে মজা করছেন। আমি কিন্তু তাকে বলিনি তুমি আমার পা ধরে মাফ চাও। সেই আমার পা ধরে বলেছে, আপু আমাকে মাফ করে দেন। আমি আর এরকম ভুল করব না। আমি কিন্তু তাকে মাফ করে দিয়েছি। এটাকে এখন তারা ইস্যু তৈরি করে নোংরাভাবে প্রেজেন্ট করতেছে। এটা কখনও আপনাদের কাছ থেকে আশা করি নাই।

ছেলেটা কি অন্যায় করিনি একটুও? সে কি আমার সঙ্গে মিথ্যা কথা বলে নাই। সে কি আমাকে ছোট করে নাই। যদি দেখতাম সে সত্যি মানসিকভাবে অসুস্থ, অসহায় তাহলে আমি কখনই ছোট হয়েছি ভাবতাম না। যখন দেখলাম সে মিথ্যা বলে আমাকে চুমু দিয়েছে তখন আমার নিজের কাছে খারাপ লেগেছে বিষয়টা। আমি এটা মানতে পারিনি। তখন তাকে বলেছি, যে আমি তোমাকে ক্ষমা করব না। তোমাকে পুলিশের কাছে দিব। তাকে এটা বলেছি ভয় দেখানোর জন্য। তাকে কিন্তু আমি পুলিশেও দেই নাই, মারধরও করিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
কালাইয়ে ৪ জুয়ারি আটক লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন যাঁরা গাজীপুরে অসহায় পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, উত্তরাঞ্চলে তাপমাত্রার রেকর্ড শ্যালক রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ প্রতিমন্ত্রী পলকের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ অবরুদ্ধ ১৬ পরিবার ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা: বেড়েই চলছে সোনার দাম দুপুরের মধ্যেই হতে পারে ৮০ কিলোমিটার বেগে ঝড়, হুঁশিয়ারি সংকেত বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন, প্রেমিক পলাতক সন্তান জন্ম দিয়ে হাসপাতাল থেকে পালালেন মা পাইকগাছায় তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষ গোয়ালন্দে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত গাবুরায় নদীরক্ষা বাঁধে ফাটল, আতংকিত গ্রামবাসী ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১২ ফরিদপুরের নগরকান্দায় চুরির সন্দেহে ১২ বছরের শিশুকে জিআই পাইপ দিয়ে পেটানোর অভিযোগ রাত ১টার মধ্যে যেসব জায়গায় ৮০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন- কিছুই ছিল না বাসটির গাজীপুরে বসতবাড়িতে আগুন, ১২ কক্ষ পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১ কাউখালীতে বাড়িতে ঈদ করতে এসে গ্রেপ্তার হলেন ৪জন