আগুনে পুড়েছে বসতভিটা, সর্বস্বান্ত হোসেন আলী

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

কুড়িগ্রাম পৌর এলাকায় বসত বাড়িতে অগ্নিকান্ডে সর্বস্বান্ত হয়েছে হোসেন আলী নামে এক কাঠমিস্ত্রির পরিবার। আগুনে ৩ টি ঘর পুড়ে ছাই হয়েছে। পুড়ে গেছে ঘরে থাকা বইপত্র, ধান-চাল, গরু-ছাগল সহ সবকিছু।

শুক্রবার (২৪ মার্চ) রাত ৮ টার দিকে পৌরসভার ৮ নং ওয়ার্ডের বকসীপাড়া (কাদো পাড়া) গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পুড়ে যায় পরিবারটির সবকিছু।

অগ্নিকান্ডে পরিবারটির তিনটি ঘর পুড়ে ঘেছে। পুড়ে মারা গেছে তিনটি গুরু, তিনটি ছাগল সহ হাঁস -মুরগি। এছাড়াও ঘরে থাকা ধান, চাল, সন্তানের বইপত্র ও আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। সর্বস্বান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন বাড়ির মালিক হোসেন আলী ওরফে লেবু। তবে শনিবার বিকাল পর্যন্ত তাদের পাশে দাঁড়ায়নি কেউ।

বিজ্ঞাপন

ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শুক্রবার রাত ৮ টার দিকে হঠাৎ ঘরে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। পরিবার ও প্রতিবেশি পুরুষ সদস্যরা নামাজে থাকায় বাড়ির নারী সদস্যরা নিরুপায় হয়ে পড়েন। তাদের চিৎকারে আশেপাশের বাসিন্দারা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে বাড়িঘর সহ সবকিছু পুড়ে যাওয়ায় শোকে অসুস্থ হয়ে বাকরুদ্ধ পড়েছেন ভুক্তভোগী হোসেন আলী।
হোসেন আলীর এইচএসসি পরীক্ষার্থী মেয়ে লাবনী আক্তার লিমা বলেন, ‘আমাদের এখন কিছুই নেই। আমরা এখন নিঃস্ব হয়ে গেছি। আমাদের গরু, ছাগল, ধান, হাঁস-মুরগি সব পুড়ে গেছে। আমার ও ছোট ভাইয়ের পড়ার বইগুলো সব পুড়ে গেছে। জীবন বাঁচাতে শুধু পড়নের কাপড় সহ ঘর থেকে বের হয়েছি। কিছুই রক্ষা করতে পারি নাই। আগামী ৭ জুন আমার এইচএসসি পরীক্ষা। কীভাবে পরীক্ষা দেব কিছু বুঝতে পারছি না। আপনারা আমাদেরকে সাহায্য করুন। আমরা কোথায় থাকবো, কী খাবো কোনও উপায় নাই। কেউ আমাদের খোঁজও নেয় নাই।’

খবর পেয়ে শনিবার বিকালে কুড়িগ্রাম পৌর সভার মেয়র কাজিউল ইসলাম ভুক্তভোগী পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতার ব্যবস্থা করেন। ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তার আশ্বাস দিয়ে মেয়র বলেন,‘ওই পরিবার আমার কাছে লিখিত আবেদন করলে তাদেরকে সহায়তা করা হবে।’

বিজ্ঞাপন

জেলা প্রশাসক মোহাম্মদ সইদুল আরীফ বলেন, ভুক্তভোগী পরিবার লিখিত আবেদন দিলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর বৃষ্টি চেয়ে রানীশংকৈলে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া গাজীপুরে তাপদাহে ঝরছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা আপনারা শুধু ভোটার, আপনাদের কথা বলার অধিকার নেই: উপজেলা চেয়ারম্যান প্রার্থী চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের ১০ বছর সশ্রম কারাদণ্ড বৃষ্টির জন্য সালাতুল ‘ইসতিসকার’ নামাজ ও বি‌শেষ দোয়া বাণিজ্যিকভাবে আঠাবিহীন বারোমাসি কাঁঠাল চাষে ভাগ্য খুলেছে সবুজের বিদ্যুৎ বিভ্রাটের বৃত্তে আটকা ভোলার জনজীবন! একদিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ এফডিসিতে মারামারি, বেশ কয়েকজন সাংবাদিক আহত গাজীপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিকার নামাজ আদায় লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে তিন শিশুর মৃত্যু বাগেরহাটে দোকান ঘর ভেঙ্গে খাদে পরিবহন, নিহত ১ নবীনগরে চলে না ১ টাকা ও ২ টাকার কয়েন! উপজেলা পরিষদ নির্বাচন: প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৬ প্রার্থী ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও স্মারকলিপি