অপূর্ব সৌন্দর্যের নিদর্শন রামগড় চা বাগান

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ”ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা” এই গানের লাইনটি দ্বারা বাংলাদেশের চিরাচরিত রূপের যেমন বর্ণনা পাওয়া যায় তেমনি প্রাচুর্যের নিবেদনও সুস্পষ্ট।

সুজলা, সুফলা আমাদের বাংলাদেশ কতটা নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ তা শুধুমাত্র রসিক ও ভ্রমণ পিপাসুদের জানা সম্ভবপর।

পৃথিবীর বুকে বহু জনপদ বিরাজ করলেও প্রাকৃতিক সৌন্দর্যের আধার আমাদের প্রিয় বাংলাদেশ সবার চেয়ে ভিন্ন, তাই গানে গানে গর্বের সহিত উপস্থাপিত হয় ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি’।এদেশের বুক ছিঁড়ে যেমন বয়ে বেড়াচ্ছে শত শত নদনদী তেমনি পাহাড় ও সমতল এলাকায় রয়েছে নানান রঙের, ঢঙের স্থান।যেখানে আমাদের মননে যেমন ভালোবাসার আবেশন তৈরি করে তেমনি অনুপ্রাণিত করে সুন্দরে নিজেকে আবদ্ধ করতে।

বিজ্ঞাপন

তেমনি ভালো লাগার, নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের আবহে নিজেকে জড়িয়ে রাখা এক স্থান সম্পর্কে বলবো-
পাহাড় আর সমুদ্র ভালো লাগেনা এমন মানুষের সংখ্যা নাই বললেই চলে,মানুষ অজানাকে জানতে চায়- অদেখার সন্ধানে ছুটে চলে মাইলের পর মাইল।তেমনি নতুন সৌন্দর্যের অবগাহন ও শান্তির ছোঁয়ায় নিজের চোখগুলোকে নতুনত্বের আমেজ দেওয়ার প্রত্যয়ে গেলাম উচু নিচু টিলার বুক ছিঁড়ে জেগে উঠা রামগড় চা বাগান দেখতে।
দুইটি পাতা একটি কুড়ি এই নিয়ে চা বাগান, নিত্যকার আড্ডায় চা না হলে যেমন আড্ডা জমে না।তেমনি চা বাগানকে নিয়েই আবর্তিত হয় নানান গল্প,প্রেম গাঁথা কিংবা বেদনার নানা আয়োজন।

আরও পড়ুন- ১০ দফা দাবিতে রাজধানীতে বিএনপির গণমিছিল শুরু

এবার আসি মূল আয়োজনে, রামগড় চা বাগান চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকা বাগানবাজার অংশ জুড়ে এই চা বাগানের অবস্থান।১৯১৭ সালে প্রতিষ্ঠিত প্রায় ১৪০০ একর আয়তনের এই চা বাগানে চা প্লান্টেশন রয়েছে প্রায় ৮০০ একরেরও বেশি। বাগানটিতে রয়েছে শত শত বড় ছায়াবৃক্ষ।

বিজ্ঞাপন

ছায়া বৃক্ষ গুলো ছায়া দানের মাধ্যমে বাঁচিয়ে রাখে সবুজ প্রাণের স্পন্দনকে।উঁচু নিচু টিলার বুকে সারি সারি চা গাছের মধ্যে যেমন সম্প্রীতির বার্তা রয়েছে তেমনি চা বাগানের পাশ গুলোতে বাঙালি, ত্রিপুরা ও চা শ্রমিকদের সহাবস্থান অপূর্ব সম্প্রীতির মেলবন্ধন রচনা করেছে। ত্রিপুরা জনগোষ্ঠীর বাড়ি গুলো দেখতে পেলাম সমতলীয় বাঙালি মুসলমানদের বাড়ির আদলে তৈরি। মাটির দেওয়ালের উপর টিনের ছাউনির ঘর গুলো দেখলে বুঝার উপায়ই নেই এটা কোনো ত্রিপুরা জনগোষ্ঠীর বাড়ি হতে পারে।বাগানের ভিতরে চা শ্রমিকদের ঘরগুলো ঠিক মাটির হলেও মাটির নরম আস্তরণে সোজা সোজা টানের চমৎকার কারুকাজে জানান দেয় তারাও সংস্কৃতির চর্চায় পিছিয়ে নেই।

রামগড় চা বাগানের ভিতরে বাংলোটা অতিক্রম করে একটু সামনে এগোলেই চোখে পড়বে চমৎকার একটা লেকের।নয়ন জুড়ানো জলের বুকে মাছের সরব উপস্থিতি কিংবা হাঁসের খেলা করা যে কোনো ভ্রমণ পিপাসুদের নজরে নতুনত্ব সৃজন করবে। লেকের চারপাশের নারিকেল গাছের সারিগুলোর সৌন্দর্য আপনাকে বিমোহিত করতে বাধ্য করবে।

চা বাগানের ভিতরে ছোট ছোট কতগুলো দোকানে মানুষের সরব উপস্থিতির মাধ্যমে যেমন চা চক্র চলে ঠিক বিকালের আলস্য ভাঙার উপাদেয় চা এর আয়োজন নিয়ে বসেছে মালকিন।বাগান ও বাগান সংশ্লিষ্ট মানুষ গুলোর মধ্যে সম্প্রীতির মেলবন্ধন চোখে পড়ার মতো,সহজ, সরল চোখের ভাষা আপনি খুব সহজেই অনুমান করে বলতে পারবেন তারা কতটা আন্তরিক।

বিকাল বেলায় আমার চা পর্ব শেষ করার পর রওয়ানা দিতে হলো বাড়ির পথে তবে চলে আসার পরও আমাকে যেন কোন যাদুবলে আবদ্ধ করে রেখেছে চা বাগানের রূপ মাধুর্য। বারবার গেলেও মনে হবে না এই পথ আমার বহুদিনের চেনা। আসলেই আমার দেশের সৌন্দর্য বয়ান করে শেষ করা সম্ভবপর নয়, যত দেখি ততই যেন আকৃষ্ট করে বাংলাদেশের রূপ, সৌন্দর্য।

তাই, মুগ্ধ চিত্তে বলছি এমন দেশটি কোথাও তুমি পাবে নাকো খুঁজে,সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
সেভ দ্য রোডের প্রতিবেদন: ১৫ দিনের ঈদযাত্রায় ২৯৪ প্রাণের মৃত্যুমিছিল কালাইয়ে ৪ জুয়ারি আটক লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন যাঁরা গাজীপুরে অসহায় পরিবারকে বসতবাড়ি থেকে উচ্ছেদের পাঁয়তারা তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, উত্তরাঞ্চলে তাপমাত্রার রেকর্ড শ্যালক রুবেলকে প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ প্রতিমন্ত্রী পলকের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ অবরুদ্ধ ১৬ পরিবার ভ‌রি‌ ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা: বেড়েই চলছে সোনার দাম দুপুরের মধ্যেই হতে পারে ৮০ কিলোমিটার বেগে ঝড়, হুঁশিয়ারি সংকেত বিয়ের দাবিতে কলেজ ছাত্রীর অনশন, প্রেমিক পলাতক সন্তান জন্ম দিয়ে হাসপাতাল থেকে পালালেন মা পাইকগাছায় তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষ গোয়ালন্দে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত গাবুরায় নদীরক্ষা বাঁধে ফাটল, আতংকিত গ্রামবাসী ঝালকাঠিতে ট্রাক-প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষ, নিহত ১২ ফরিদপুরের নগরকান্দায় চুরির সন্দেহে ১২ বছরের শিশুকে জিআই পাইপ দিয়ে পেটানোর অভিযোগ রাত ১টার মধ্যে যেসব জায়গায় ৮০ কি.মি. বেগে ঝড়ের পূর্বাভাস ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন- কিছুই ছিল না বাসটির গাজীপুরে বসতবাড়িতে আগুন, ১২ কক্ষ পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি ছাগলে গাছের পাতা খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১