সার্কাসে অভিনয়ের আয় দিয়ে চলে তার সংসার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

বিচিত্র এই জগতে কত বিচিত্র পেশায় নিয়োজিত থাকে মানুষ। জীবন আর জীবিকার তাগিদে সার্কাসের কমেডিয়ান চরিত্রের আড়ালে শহরে-গ্রামে লুকিয়ে আছে অসংখ্য মানুষের চেহারা। মানুষকে ক্ষণিকের বিনোদন দিতে নিজেকে উজাড় করা সেই সব মানুষের জীবনে নেই আনন্দ। বিনোদনের সেই ফেরিওয়ালাদের একজন মোঃ আব্দুল মজিদ (৫০)।

দেশের বিভিন্ন প্রান্তে ভ্রাম্যমাণ সার্কাসে মানুষকে বিনোদিত করেই চলেছে মজিদের জীবন। তার গ্রামের বাড়ী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার খঁচিমাথা গ্রামে।

প্রাপ্তবয়স্ক হয়ে বুঝতে পারেন তিনি আর পাঁচজন মানুষের মতো স্বাভাবিক নন। তার উচ্চতা প্রায় দুই ফুট। আশপাশের মানুষের চরম অবহেলায় কাটে তার জীবন। হতাশ মজিদ এক পর্যায়ে বেছে নেন সার্কাসের কমেডিয়ান চরিত্রকে। নানা উৎসবে মানুষকে আনন্দ দিতে ডাক পড়ে তার। সেটাও নিয়মিত নয়। প্রচণ্ড গরমের মধ্যেও দিনভর ও গভীর রাত পর্যন্ত মুখোশ পরে অন্যকে বিনোদন দিয়ে আসছেন তিনি।

বিজ্ঞাপন

সম্প্রতি আব্দুল মজিদের দেখা মেলে পাবনা জেলার বেড়া উপজেলায় ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার ‘দি গোল্ড স্টার সার্কাস’ মাঠে।

মোঃ আব্দুল মজিদ বলেন, সংসারে তার দুই সন্তান ও স্ত্রী রয়েছেন। আগে প্রতিদিন পারিশ্রমিক ছিল ২০০ থেকে ৩০০ টাকা। এখন ৪০০ থেকে ৫০০ টাকা। সামান্য এই আয়েই চলে তার চার সদস্যের সংসার। অন্য কোনো কাজ জানেন না। বছরের সব দিন কমেডিয়ানের কাজ জোটে না। তখন অনাহারে, অর্ধাহারে কাটাতে হয় স্ত্রী-সন্তানকে।

মজিদ আরও বলেন, বছর কয়েক আগেও বিনোদন বলতে মানুষ বুঝত সার্কাসের খেলা, কৌতুক আর তাদের জোকারি। তখন ইনকাম ভালোই ছিল। বর্তমানে সার্কাসের খেলার চল প্রায় উঠেই গেছে। শিল্পী সমিতিতেও তেমন একটা কদর নেই। একটা প্রতিবন্ধী কার্ড আছে, সেখান থেকে সামান্য কিছু টাকা পান, তা দিয়ে সংসার চলে না। মেয়ে ক্লাস টেনে পড়ে। অভাবের সংসারে হয়তো বেশিদূর পড়াশোনা করানো যাবে না। মেয়েকে বিয়ে দিতে হবে। অনেক খরচের ব্যাপার। ছেলেটার বয়স ১১ বছর। ওকে নিয়ে অনেক স্বপ্ন। পড়লেখা করিয়ে ডাক্তার বানাব।

বিজ্ঞাপন

দি গোল্ড স্টার সার্কাসের পরিচালক আরিফ হোসেন বলেন, ‘সারা দেশেই আমরা বিভিন্ন মেলায় সার্কাস খেলা পরিচালনা করি। সার্কাস চালু থাকলে তাদের তেমন একটা কষ্ট হওয়ার কথা নয়।’

মেলায় ঘুরতে আসা দর্শনার্থী মহারম হোসেন শেখ বলেন, আব্দুল মজিদের মতো শত শত মজিদ রয়েছে এই শহরে। তারাও এক ধরনের শিল্পী, তাদেরও যথাযত মূল্যায়ন হওয়া উচিত।

শীর্ষ সংবাদ:
বিদ্যুতে বকেয়া ১৮ হাজার কোটি টাকা সবাইকে সমান সুবিধা দিতে মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ আইনমন্ত্রীর গুচ্ছ ‘সি’ ইউনিটে পাস ৬৩.৪৬ শতাংশ, প্রথম হয়েছে রায়হান শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর, সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিককে হেনস্তা কলারোয়ায় ক্রীড়া সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান শেখ হাসিনাকে ভোট দিয়ে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে: মুজিবুল হক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাতা বিতরণ ইবির জালালাবাদ স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে আল-আমিন ও পাশা গাইবান্ধায় পুলিশের কঠোর তৎপরতায় কৃষি ব্যাংকের ১৪ লাখ টাকা লুটের রহস্য উন্মোচন দেশ সেবার লক্ষ্যে শিক্ষার্থীদের গড়ে উঠার আহ্বান ইবি উপাচার্যের আগামীতে নির্বাচিত হলে রাজশাহীতে কেন্দ্রীয় মন্দির স্থাপন করতে চাই : লিটন কবির জন্য অপেক্ষা নরসিংদীতে জমে উঠেছে কাঠাল সহ বিভিন্ন ফলের বাজার নরসিংদীতে রায়পুরায় মহিষের আক্রমণে কৃষক দম্পত্তি গুরতর আহত ঈশ্বরগঞ্জে অটোরিকশার চাপায় শিশু নিহত মোরেলগঞ্জে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ চেষ্টা: আসামি গ্রেফতার আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম সাতক্ষীরায় রুহুল হত্যা মামলার আসামী গ্রেফতার তারেক-জোবাইদার মামলা: সাক্ষ্য দিলেন তিন ব্যাংক কর্মকর্তা পাইকগাছায় ইজারা নিয়ে পৌরসভা কর্তৃপক্ষের অবহেলায় বিপাকে ইজারাদার