সাতক্ষীরায় মেলার নামে অশ্লীল নিত্য জুয়ার আসর, প্রসাশন নিরব

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

সাতক্ষীরা তেতুলিয়য়ায় কবি সিকান্দার আবু জাফর মেলার নামে চলছে অনুমোদনহীন রাফেল ড্র লটারী ও নগ্ন নিত্য সকাল থেকে গভীর রাত পর্যন্ত ইজিবাই ভ্যান সহ প্রায় ২ শতাধিক গাড়িতে ফেরি করে সাতক্ষীরা খুলনা জেলার কয়েকটি উপজেলায় লটারীর টিকেট বিক্রি করছে।

কবি সিকান্দার আবু জাফর মেলায় এসব লটারী কিনে প্রতারিত হচ্ছে হাজারো গরীব অসহায় মানুষ। সেই সঙ্গে মেলা সংশ্লিষ্ট আম বাগানে কিশোর গ্যাংয়ের মাদক সেবন বেচাকেনা সহ যশোর খুলনা দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে আসা যুবতী নারী ও কিশোরী মেয়েদের দিয়ে ভাসমান দেহ ব্যবসা চলছে।

এতে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। এ ছাড়া কবি আবু আবু জাফর সিকান্দার এর জন্মবার্ষিকী উপলক্ষে মেলা চললেও মেলায় ঘুরে দেখা গেছে নেই কোন কবি স্মৃতি বিজড়িত পরিচিতি ব্যানার নেই কোন বইয়ের স্টল। খোলা মঞ্চের উপরে যেখানে কবি আবু জাফর সিকান্দারের জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীর নেই কোন সঠিক তথ্য দেওয়া এবং তিনি যে একাধারে বহু গুণে গুণান্বিত বর্তমান প্রজন্মের কাছে কিছুই তুলে ধরা হচ্ছে না কবি আবু জাফর সিকান্দারের নামে।

বিজ্ঞাপন

কবির লেখা উপন্যাস গ্রন্থ কবিতা মানুষের মাঝে মাইকে প্রচার করে না। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলছে লটারি ওঠাও মামা মাথাই নষ্ট সহ বিভিন্ন ধরনের স্লোগানে আকৃষ্ট করছে। মেলায় আসা দর্শনার্থীদের। সরোজমিনে গিয়ে দেখা য়ায়, অবাধ লটারীর টিকিট কিনতে স্কুল-কলেজের তরুন তরুনী শিক্ষার্থীরা সহ ভ্যান চালক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করছে। পুরস্কারের আশায় প্রতিদিন হাজার হাজার টাকার লটারী টিকিট ক্রয় করে প্রতারিত হচ্ছেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো খেটে খাওয়া মানুষ।

কবি সিকান্দার মেলা শুরুর দিন থেকেই অনুমোদনহীন লটারীর ব্যবসা শুরু করে আয়োজক কমিটি। যার কারণে ইতিমধ্যে সর্বশান্ত হয়েছেন অনেকে। এইভাবে চলতে থাকলে এলাকায় অশান্তি বিরাজ করবে। পারিবারিক অশান্তি দেখা দিয়েছে খেটে খাওয়া মানুষের ঘরে। ২০টাকা মূল্যের এই লটারীতে দেওয়া হচ্ছে মোটরসাইকেল সহ নানা পুরস্কারের প্রলোভন। এসব লটারীর মূল ক্রেতা রিকশা-ভ্যানচালক, চা দোকানদার, মুদি দোকানদার, দিনমজুরসহ নিম্ন আয়ের সাধারণ মানুষ। গত কয়েক দিন এই মেলা শুরু হয়েছে।

তালার তেঁতুলিয়ায় মাসব্যাপী মেলায় প্রতিদিন প্রায় অর্ধ কোটি টাকার লটারী বিক্রি করে নাম মাত্র মূল্যে মোটর সাইকেলের প্রলোভন দেখানো হচ্ছে। ২০ টাকায় লোভনীয় সুযোগ নেওয়ার জন্য দিনের সব আয় লটারীতে খরচ করার পর রাত শেষে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছে সাধারণ মানুষ। এ ছাড়া লটারীর ড্র হয় গভীর রাত পর্যন্ত। এতে মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বেড়েছে ঐ এলাকায়। ইতিমধ্যে তালায় বিল্লাল হোসেন নামে এক যুবক মাদকাসক্ত হয়ে মায়ের সাথে অশ্লীল ঘটনার দায়ে তালা থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। এদিকে মেলা থেকে কয়েক কিলোমিটার দূরে জাতপুর বাজার সংলগ্ন এলাকায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদিকে মেলা সংলগ্ন পার্শ্ববর্তী এলাকা মুড়া কলিয়া গ্রামে গত শনিবার দিবাগত রাতে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছে। চলতি মাসের ২৩ তারিখ পবিত্র রমজান মাস শুরু আর বিশেষ করে ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম দিবস, ২৬ শে মার্চ স্বাধীনতা দিবস মাসে হিন্দী গানের আসর আর রক্তচুষা লটারী পাল্টা দিয়ে চলছে।

বিজ্ঞাপন

এখানে টাকার কাছে সব চুপ হয়ে গেছে। তেতুলিয়া এলাকাবাসী ইসমাইল বলেন কবি আবু জাফর সিকান্দারের নামে ভাল কিছু না হয়ে সেখানে হচ্ছে নষ্ট নাছ ও অবৈধ লটারি বিক্রয়। টিকিট বিক্রেতা মামুন হোসেনের সাথে পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে গতকাল রাত সাড়ে ৯টার সময় সাধারণ জনগণের সাথে বাকবিতন্ডা করতে দেখা যায়। ওই সময় ঘটনাস্থলে থাকা রিপন সরদার নামের এক ব্যক্তি বলেন উনাদের খেলা রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়। বিষয়টি নিয়ে আমি জানতে চাইলে টিকিট বিক্রেতা আমাকে বলেন ভোররাত পর্যন্ত টিকিট বিক্রি করব তাতে আপনাদের কি। কিন্তু এখন বাজে রাত সাড়ে ৯ টা এই টিকেট আদৌ মেলায় পৌঁছবে কিনা আমাদের সন্দেহ আছে। এভাবে হাজারো মানুষের সাথে প্রতারণা করছে এই মেলা কমিটি। মাসব্যাপী মেলায় দায়িত্ব থাকা নড়াইলের মানিক শিকদারের মোবাইলে কল দিলে মোবাইলটা বন্ধ পাওয়া যায়।

এ বিষয় তালা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা চলমান দায়িত্বে মোঃ রুহুল কুদ্দুস বলেন, মেলা পরিচালনা কমিটির অনুমোদন পত্রে রাফেল ড্রয়ের লটারির কোন অনুমোদন নেই। এছাড়া শর্তের বাইরে যেটা করবে সেটা সম্পূর্ণ রুপে অবৈধ।

শীর্ষ সংবাদ:
ঈশ্বরদী ইপিজেডে দাবি পূরণের আশ্বাসে কাজে যোগদান শ্রমিকদের বাসে তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১ আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির দায়িত্ব হস্তান্তর ও পুরস্কার বিতরণ কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে আরেক সৎ ভাইয়ের ফাঁসি সাঁথিয়ায় রক্ত দেওয়ার ১২ ঘণ্টা পর যুবকের মৃত্যু শেরপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা রসিকে ভোটের পর বদলে গেছে কাউন্সিলরদের আচরণ, অনেকের বিরুদ্ধে নাগরিকদের নানা অভিযোগ ভালুকায় বিভিন্ন মামলায় ১৬ জন আটক ইজিবাইক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের হাত বিছিন্ন সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড ২৬ টাকায় ইফতার ২৬ টাকায় ২৬টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার বৃষ্টিতে সিলেট জুড়ে কৃষি জমিতে ফিরছে সবুজের সমারোহ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু মির্জাগঞ্জে আস- সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সিলেটে জমে উঠেছে ইফতারির বাজার রাজশাহী মহানগর আ.লীগ সম্পাদক ডাবলু সরকারকে বহিস্কারের দাবিতে সমাবেশ স্বাধীনতা দিবসে বাইডেনের শুভেচ্ছা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ সাতক্ষীরায় কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ, ব্যাবসায়ী সেন্ডিকেটে বিপাকে ক্রেতা রমজানে আন্দোলনের ডাক দেয়ায় বিএনপির সমালোচনা প্রধানমন্ত্রীর