লালমনিরহাটে অলিতে-গলিতে অবৈধ ক্লিনিক, আকাশ ক্লিনিকেই এক মাসে দুইজনের মৃত্যু!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

লালমনিরহাটের অলিতে-গলিতে চিকিৎসা সেবার নামে অবৈধ ভাবে গজিয়ে উঠেছে অসংখ্য অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। যার অধিকাংশ নেই বৈধ কাগজপত্র। ডাক্তারদের সাথে যোগসাজশে ক্লিনিক মালিকগন চিকিৎসা সেবাকে ইতিমতো ব্যবসা পরিনিত করেছেন। ফলে এক মাসের ব্যবধানে আকাশ ক্লিনিকে ভুল চিকিৎসায় এক নারী ও এক নবজাতকের মৃত্যুর হয়েছে। অথচ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নামে অনেকটা চোর-পুলিশ খেলা হচ্ছে।

জানা গেছে, জেলা শহরের অলিতে-গলিতে গজিয়ে উঠা বেশির ভাগ অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক স্থানীয় রাজনৈতিক নেতা এবং সরকারি হাসপাতালের ডাক্তারসহ কর্মকর্তা-কর্মচারী। তারা কোনো কিছুরই তোয়াক্কা করেন না। এসব অবৈধ ক্লিনিকে প্রায়ই ভুল চিকিৎসার ঘটনা ঘটছে। সিজার দরকার নেই। তবু সিজার। সিজারের নামে নবজাতককে টেনেহিঁচরে বের করা হচ্ছে। সিজার করতে গিয়ে বিভিন্ন অঙ্গহানি সহ প্রাণহানির ঘটনাও ঘটছে এসব ক্লিনিকে। ওইসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে টাকা বেশি নিলেও সেবার মান খুবই নিম্নমানের। অনেক ক্লিনিকে বসেন ভুয়া ডাক্তার। কারও কারও নেই বিশেষজ্ঞ ডাক্তার। ফলে ক্লিনিকগুলোতে ভুল চিকিৎসায় অনেকের মৃত্যু হচ্ছে।

সাপটানা এলাকাবাসী জানান, সম্প্রতি সময়ের (১২ মার্চ) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে লালমনিরহাটের সদর হাসপাতাল রোডস্থ সাপটানা এলাকার আকাশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে হঠাৎ কান্না রোল শুনা যায়। ক্লিনিক গিয়ে শুনা যায়, সুমতি রানী নামক এক নববধূ সিজারের অপারেশন টেবিলে মৃত্যু হয়েছে। তাই তার পরিবারের লোকজন কান্না রোল পড়ে। সুমতি রানী’র মৃত্যুকে ধাপাচাপা দিতে তার পরিবারের সাথে রাতেই রফাদফা করে ফেলেন ক্লিনিক কর্তৃপক্ষ। ফেব্রুয়ারি মাসেও ভুল সিজারের কারণে আকাশ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের এক নবজাতকের মৃত্যু হয়েছে। নবজাতকের মৃত্যুও বিষয়টিও রাতারাতি অর্থের বিনিময়ে ধামাচাপা দিয়েছেন ক্লিনিক কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

এ বিষয়ে আকাশ ক্লিনিকের পরিচালক আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি অনাঙ্খিত। আমার পরিচিত হওয়ায় রাতেই মৃত্যু ব্যক্তির পরিবারের সঙ্গে মিমাংসা করেছি। তাদের কোন অভিযোগ নেই।

এ ব্যাপারে লালমনিরহাট জেলা সদর হাসপাতালের সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায় বলেন, আকাশ ক্লিনিকে পরপর দুইটি মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আমরা খুব শীঘ্রই আবারো জেলার সমস্ত অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
ঈশ্বরদী ইপিজেডে দাবি পূরণের আশ্বাসে কাজে যোগদান শ্রমিকদের বাসে তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১ আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির দায়িত্ব হস্তান্তর ও পুরস্কার বিতরণ কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে আরেক সৎ ভাইয়ের ফাঁসি সাঁথিয়ায় রক্ত দেওয়ার ১২ ঘণ্টা পর যুবকের মৃত্যু শেরপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা রসিকে ভোটের পর বদলে গেছে কাউন্সিলরদের আচরণ, অনেকের বিরুদ্ধে নাগরিকদের নানা অভিযোগ ভালুকায় বিভিন্ন মামলায় ১৬ জন আটক ইজিবাইক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের হাত বিছিন্ন সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড ২৬ টাকায় ইফতার ২৬ টাকায় ২৬টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার বৃষ্টিতে সিলেট জুড়ে কৃষি জমিতে ফিরছে সবুজের সমারোহ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু মির্জাগঞ্জে আস- সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সিলেটে জমে উঠেছে ইফতারির বাজার রাজশাহী মহানগর আ.লীগ সম্পাদক ডাবলু সরকারকে বহিস্কারের দাবিতে সমাবেশ স্বাধীনতা দিবসে বাইডেনের শুভেচ্ছা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ সাতক্ষীরায় কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ, ব্যাবসায়ী সেন্ডিকেটে বিপাকে ক্রেতা রমজানে আন্দোলনের ডাক দেয়ায় বিএনপির সমালোচনা প্রধানমন্ত্রীর