মুশফিক-সাকিবের বিদায়ে ভীষণ চাপে বাংলাদেশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print
ছবি- সংগৃহীত

সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাসকে হারিয়ে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় উইকেট জুটিতে ইনিংসের হাল ধরে দলকে এগিয়ে নিচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম।

কিন্তু দলীয় এক শ’ রানের গণ্ডি পার করার আগেই ইংলিশ স্পিন ঘূর্ণিতে কাটা পড়েন মুশফিক। এরপর দ্রুত সাজঘরের পথ ধরেন পোস্টারবয় সাকিবও। ফলে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কায় পড়ে ভীষণ চাপে পড়ে গেছে স্বাগতিকরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৪ ওভার শেষে ৪ উইকেটের বিনিময়ে ১০৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত ৪৭ বলে ৪১ রানে অপরাজিত থেকে ব্যাট হাতে লড়ছেন। তার সঙ্গী হয়ে ক্রিজে এসে ২ রানে অপরাজিত আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বিজ্ঞাপন

বুধবার (১ মার্চ) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ইনিংসের শুরুটা দেখেশুনেই করেছিল দুই ওপেনার তামিম-লিটন। দ্বিতীয় ওভারেই ইংলিশ গতিদানব জোফরা আর্চারকে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছিলেন তামিম।

অপর প্রান্তে লিটন ক্রিজে থিতু হওয়ার চেষ্টা করছিলেন। পঞ্চম ওভারে ক্রিস ওকেসের বলে দৃষ্টিনন্দন এক ছক্কা হাঁকিয়ে আক্রমণের ইঙ্গিত দিচ্ছিলেন তিনি। কিন্তু পরের বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ব্যক্তিগত ৭ রান করেই বিদায় নেন লিটন।

এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে বাংলাদেশের ইনিংসের হাল ধরেন তামিম। দশম ওভারে দলের সংগ্রহ পঞ্চাশও ছাড়িয়ে নিয়ে যান তারা। কিন্তু ওভারের তৃতীয় বলে মার্ক উড ক্লিন বোল্ড করে দিলে ৩২ বলে চার বাউন্ডারিতে ২৩ রান করে সাজঘরে ফিরে আসেন বাংলাদেশের অধিনায়ক।

বিজ্ঞাপন

তৃতীয় উইকেট জুটিতে নাজমুল হোসেন শান্তর সঙ্গে অভিজ্ঞ মুশফিকুর রহিম ইনিংস মেরামতে মনোযোগী হন। কিন্তু দলীয় ৯৫ রানে লেগ স্পিনার আদিল রশিদের ঘূর্ণিতে মার্ক উডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মুশফিক।

এরপর ব্যাটিংয়ে নেমে বাউন্ডারি হাঁকিয়ে দলীয় শতরানের গণ্ডি পার করেন সাকিব আল হাসান। বিদায়ের আগে ১২ বলে ৮ রান করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

শীর্ষ সংবাদ:
ঈশ্বরদী ইপিজেডে দাবি পূরণের আশ্বাসে কাজে যোগদান শ্রমিকদের বাসে তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১ আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির দায়িত্ব হস্তান্তর ও পুরস্কার বিতরণ কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে আরেক সৎ ভাইয়ের ফাঁসি সাঁথিয়ায় রক্ত দেওয়ার ১২ ঘণ্টা পর যুবকের মৃত্যু শেরপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা রসিকে ভোটের পর বদলে গেছে কাউন্সিলরদের আচরণ, অনেকের বিরুদ্ধে নাগরিকদের নানা অভিযোগ ভালুকায় বিভিন্ন মামলায় ১৬ জন আটক ইজিবাইক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের হাত বিছিন্ন সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড ২৬ টাকায় ইফতার ২৬ টাকায় ২৬টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার বৃষ্টিতে সিলেট জুড়ে কৃষি জমিতে ফিরছে সবুজের সমারোহ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু মির্জাগঞ্জে আস- সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সিলেটে জমে উঠেছে ইফতারির বাজার রাজশাহী মহানগর আ.লীগ সম্পাদক ডাবলু সরকারকে বহিস্কারের দাবিতে সমাবেশ স্বাধীনতা দিবসে বাইডেনের শুভেচ্ছা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ সাতক্ষীরায় কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ, ব্যাবসায়ী সেন্ডিকেটে বিপাকে ক্রেতা রমজানে আন্দোলনের ডাক দেয়ায় বিএনপির সমালোচনা প্রধানমন্ত্রীর