নরসিংদীতে পৃথক ঘটনায় দুই নারীসহ ৪ জনের মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

নরসিংদীতে পৃথক ঘটনায় দুই নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ মার্চ) জেলার শিবপুরে একজন, রায়পুরায় একজন ও পলাশ উপজেলায় দুইজন নিহতের ঘটনা ঘটেছে।

এর মধ্যে শনিবার সকালে জেলার শিবপুর উপজেলার পুটিযা ইউনিযনের শালুরদিয়া গ্রাম থেকে মনি আক্তার (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ বারান্দার গ্রিলে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

এই ঘটনায স্থানীয়রা নিহতের স্বামী উপজেলার পুটিযা ইউনিযনের শালুরদিয়া গ্রামের ইসমাইল হোসেন, ভাশুর শামীম, শ্বশুর রফিজ উদ্দিনকে আটক করে পুলিশে দিযেেছন। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর আগে শালুরদিযা গ্ৰামের মৃত শরিয়ত উল্লাহ মোক্তারের মেয়ে মনি আক্তার ও একই গ্রামের রফিজ উদ্দিনের ছেলে ইসমাঈলের সঙ্গে প্রেমের সম্পর্কের পর বিয়ে হয়। বিযরে পর তাদের সংসার ভালোই চলছিল। এর মধ্যে তাদের তিন মেযরে জন্ম হয়। কিন্তু দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে মামলা চলমান থাকায সংসারে অশান্তি শুর হয। বাবার দেওযা মামলায একাধিকবার জেলও খেটেছেন ইসমাইল। পারিবারিক কলহের জের ধরে শুক্রবার দিবাগত রাতের কোনো একসময তাকে শ্বাসরোধে হত্যার পর ঘরের বারান্দায গ্রিলের সঙ্গে ওডনা দিযে বেঁধে রাখা হযেেছ বলে অভিযোগ নিহতের পরিবারের।

নিহতের মা বিলকিস বেগম বলেন, আমার মেযেেক তার শ্বশুরবাডরি লোকজন হত্যা করে ঝুলিযে রেখেছে। আমি তাদের ফাঁসি চাই।

বিষযটি নিশ্চিত করে শিবপুর মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) আবুল ফাযজে বলেন, আমরা সংবাদ পেযে নিহতের স্বামীর ঘরের বারান্দায বসা অবস্থায় গ্রিলের সঙ্গে গলায ওডনা পেঁচানো মরদেহটি উদ্ধার করি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানা হয়েছে। এ ঘটনায তিনজনকে আটক করা হযেেছ।

বিজ্ঞাপন

এদিকে জেলার পলাশ উপজেলায় পৃথক ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী (৩৯) ও এক পুরষের (৩৫) মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার ঘোড়াশালে ফ্ল্যাগ রেলস্টেশন ও ঘোড়াশাল রেলস্টেশনের মাঝামাঝি রেললাইনের নিচ থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

রলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল রেলস্টেশন থেকে রেললাইনে হেঁটে ঘোড়াশাল ফ্ল্যাগ রেলস্টেশনের দিকে যাচ্ছিলেন এক নারী। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়েন ওই নারী। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে জিনারদীর সাতটেকিয়া এলাকার রেললাইনের পাশ থেকে এক পুরষের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। পুলিশের ধারণা শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে আজ শনিবার বেলা সাড়ে ১১টার মধ্যে ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, মরদেহ দুটির সুরতাল করা হয়েছে। তবে এখনো মৃতদের পরিচয় শনাক্ত করা যায়নি। পিবিআইকে জানানো হয়েছে। তারা মরদেহ দুটির পরিচয় শনাক্তে কাজ করবে।

এছাড়া রায়পুরার বাঁশগাড়িতে মো. শাহাবুদ্দিন মিয়া (৭০) নামে এক বৃদ্ধের আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে হানিফা জানান, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান রাতুল হাসান জাকির ও সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় দুপক্ষের লোকজন একাধিকবার ঝগড়ায় লিপ্ত হয়। এতে মারামারি, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজিসহ নানা ঘটনা ঘটে। পরে সাবেক চেয়ারম্যান আশরাফুল হককে একাধিক মামলায় পুলিশ গ্রেপ্তার করলে এলাকায় শুর হয় নীরব চাঁদাবাজি।

একাধিকবার চাঁদার টাকা দিলেও আশরাফুল হকের লোকেরা আবার চাঁদা দাবি করে। এ চাঁদার টাকা দিতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়ে আজ সকালে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

এ বিষয়ে রায়পুরা থানা পুলিশের ওসি (তদন্ত) গোবিন্দ সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শীর্ষ সংবাদ:
ঈশ্বরদী ইপিজেডে দাবি পূরণের আশ্বাসে কাজে যোগদান শ্রমিকদের বাসে তল্লাশি করে ২০ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১ আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটির দায়িত্ব হস্তান্তর ও পুরস্কার বিতরণ কুমিল্লায় দুই সৎ ভাইকে হত্যার দায়ে আরেক সৎ ভাইয়ের ফাঁসি সাঁথিয়ায় রক্ত দেওয়ার ১২ ঘণ্টা পর যুবকের মৃত্যু শেরপুরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা রসিকে ভোটের পর বদলে গেছে কাউন্সিলরদের আচরণ, অনেকের বিরুদ্ধে নাগরিকদের নানা অভিযোগ ভালুকায় বিভিন্ন মামলায় ১৬ জন আটক ইজিবাইক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবকের হাত বিছিন্ন সাতক্ষীরায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড ২৬ টাকায় ইফতার ২৬ টাকায় ২৬টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার বৃষ্টিতে সিলেট জুড়ে কৃষি জমিতে ফিরছে সবুজের সমারোহ হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু মির্জাগঞ্জে আস- সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ সিলেটে জমে উঠেছে ইফতারির বাজার রাজশাহী মহানগর আ.লীগ সম্পাদক ডাবলু সরকারকে বহিস্কারের দাবিতে সমাবেশ স্বাধীনতা দিবসে বাইডেনের শুভেচ্ছা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ সাতক্ষীরায় কেজি দরে বিক্রি হচ্ছে তরমুজ, ব্যাবসায়ী সেন্ডিকেটে বিপাকে ক্রেতা রমজানে আন্দোলনের ডাক দেয়ায় বিএনপির সমালোচনা প্রধানমন্ত্রীর