গাছ প্রেমী লক্ষ্মী মাষ্টারের লক্ষ্য সারি সারি সুপারি গাছ রোপন করা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

গাছ প্রেমি লক্ষ্মী মাষ্টারের লক্ষ্য সারি সারি সুপারির চারা দিয়ে রাস্তার দু’ধারে শোভা বর্ধনের জন্য নিজ উদ্যোগে মডেল হিসেবে ২৬০টি সারি সারি সুপারি গাছের চারা রোপন করে তাক লাগিয়ে দিয়েছেন গাছ প্রেমি লক্ষ্মী কান্ত বর্মন।

এলাকাবাসীর কাছে তিনি লক্ষ্মী মাষ্টার নামে পরিচিত। তার বাড়ি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি দক্ষিণপাড়া এলাকায়। তিনি আদিতমারী উপজেলার ভেলাবাড়ি স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও দুড়াকুটি দক্ষিণপাড়া দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষ্মী কান্ত বর্মন। তিনি শুধু গাছ প্রেমি নন, তিনি সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থেকে সহযোগিতা করারো অনেক নজির রয়েছে।

জানা যায়, গাছ প্রেমি লক্ষ্মী মাষ্টারের লক্ষ্য নিজ উদ্যোগে মোগলহাট ইউনিয়নের দুড়াকুটি দক্ষিণপাড়া দুর্গা মন্দিরের রাস্তার দু’ধারে বর্তমানে ২৬০টি উন্নত জাতের সারি সারি সুপারি গাছ লাগিয়েছেন। সারি সারি সুপারির গাছগুলো সুন্দর শোভা পাচ্ছে। প্রথম বছরে ওইসব সুপারি গাছ থেকে সুপারি বিক্রি করে আয় হয়েছে ৩৫ হাজার টাকা। প্রতিবছর সুপারি গাছের সুপারি বিক্রি করে মন্দিরের উন্নয়নমূলক কাজ সহ পূজার খরচ মেটানো হচ্ছে।

বিজ্ঞাপন

তাছাড়াও ধর্মীয় অনুষ্ঠানে আলোকসজ্জার জন্য সুপারির গাছগুলোকে খুঁটি হিসেবে ব্যবহার, সেই সাথে সারি সারি সুপারি গাছের চারাগুলো রাস্তার সৌন্দর্য্য বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা, রাস্তার মাটি ভাঙ্গন ও মাটির ক্ষয় রোধ হবে। তার এসব সফল কর্মকান্ডে এলাকাবাসীও অনেকটাই খুশি।

শিক্ষক লক্ষ্মী কান্ত বর্মন জানান, সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে মাত্র ১ কিলোমিটার করে ১০ কিলোমিটার রাস্তার দু’পাশে সুপারির গাছ রোপন করলে, গোটা ইউনিয়ন আর্থিকভাবে লাভবান হবে। ১ কিলোমিটার রাস্তায় ২মিটার পরপর সুপারির চারা রোপন করলে রাস্তার দু’ধারে ১হাজার টি সুপারির গাছ রোপন করা যাবে। ১০ কিলোমিটার রাস্তায় মোট ১০ হাজার টি সুপারির চারা রোপন করা সম্ভব। সঠিক পরিচর্যা ও যত্ন নিলে চারা রোপনের ৪-৫ বছর পর প্রতি গাছে গড়ে ২০০টি করে সুপারি ধরবে। এক একটি সুপারি গড়ে ৫ টাকা হলে একটি গাছ থেকে আয় হবে বছরে ১ হাজার টাকা। আর একটি গাছ থেকে এক হাজার টাকা আয় হলে ১০ হাজার টি গাছ থেকে প্রতি বছর আয় হবে ১ কোটি টাকা।

এ বিষয়ে শিক্ষক লক্ষ্মী কান্ত বর্মন আরো বলেন, জনপ্রতিনিধিসহ যথাযথ কর্তৃপক্ষ সু-দৃষ্টি দিলে লালমনিহাট জেলায় ৪৫টি ইউনিয়নে সুপারির চারা রোপন করা সম্ভব হবে এবং লালমনিহাট জেলা বাংলাদেশের মধ্যে পরিচিতি লাভ করবে। শুধু লালমনিহাট জেলায় নয় সারা দেশে সুপারি গাছ লাগানোর উপযোগী যতগুলো রাস্তা আছে এ মডেল অনুসরণ করলে বিশ্বের মাঝে পরিচিতি পাবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
বিদ্যুতে বকেয়া ১৮ হাজার কোটি টাকা সবাইকে সমান সুবিধা দিতে মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ আইনমন্ত্রীর গুচ্ছ ‘সি’ ইউনিটে পাস ৬৩.৪৬ শতাংশ, প্রথম হয়েছে রায়হান শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর, সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিককে হেনস্তা কলারোয়ায় ক্রীড়া সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান শেখ হাসিনাকে ভোট দিয়ে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে: মুজিবুল হক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাতা বিতরণ ইবির জালালাবাদ স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে আল-আমিন ও পাশা গাইবান্ধায় পুলিশের কঠোর তৎপরতায় কৃষি ব্যাংকের ১৪ লাখ টাকা লুটের রহস্য উন্মোচন দেশ সেবার লক্ষ্যে শিক্ষার্থীদের গড়ে উঠার আহ্বান ইবি উপাচার্যের আগামীতে নির্বাচিত হলে রাজশাহীতে কেন্দ্রীয় মন্দির স্থাপন করতে চাই : লিটন কবির জন্য অপেক্ষা নরসিংদীতে জমে উঠেছে কাঠাল সহ বিভিন্ন ফলের বাজার নরসিংদীতে রায়পুরায় মহিষের আক্রমণে কৃষক দম্পত্তি গুরতর আহত ঈশ্বরগঞ্জে অটোরিকশার চাপায় শিশু নিহত মোরেলগঞ্জে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ চেষ্টা: আসামি গ্রেফতার আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম সাতক্ষীরায় রুহুল হত্যা মামলার আসামী গ্রেফতার তারেক-জোবাইদার মামলা: সাক্ষ্য দিলেন তিন ব্যাংক কর্মকর্তা পাইকগাছায় ইজারা নিয়ে পৌরসভা কর্তৃপক্ষের অবহেলায় বিপাকে ইজারাদার