সাতক্ষীরায় রুহুল হত্যা মামলার আসামী গ্রেফতার

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সাতক্ষীরার চাঞ্চল্যকর ট্রাক চালক রুহুল আমিন গাজী হত্যা মামলার প্রধান আসামি হাশেম গাজীকে (৫৫) গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার রাতে ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকা থেকে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি অভিযানিক দল তাকে গ্রেফতার করেন। আজ সোমবার দুপুরে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর জেএম গালিব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত হাশেম গাজী (৫৫) সাতক্ষীরা শহরের পাকুখরালীর এলাকার মৃত মফিজ উদ্দীন গাজীর ছেলে।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা শহরের পারকুখরালী গ্রামের ট্রাক চালক রুহুল আমিন গাজীর সাথে হাশেম গাজীর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। জমিজমা সংক্রান্ত এই বিরোধের জেরে গত ১২ মে ২০২৩ তারিখ রাতে ঘাতক হাশেম গাজীসহ তার সহযোগীরা পরিকল্পিতভাবে রুহুল আমিন গাজীকে মারপিট করে গুরুতর জখম করে। স্থানীয় লোকজন রুহুল আমিনকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পরদিন নিহতের ছেলে ইমাম হোসেন বাদী হয়ে হাশেম গাজীকে প্রধান আসামী করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকান্ডের পর থেকেই র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করেন এবং অভিযান অব্যাহত রাখেন।

একপর্যায়ে রবিবার রাতে র‌্যাব সদস্যরা উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী হাশেম গাজী বাসযোগে ঢাকায় পলিয়ে যাওয়ার সময় ফরিদপুর জেলার কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার জেএম গালিব হোসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর বৃষ্টি চেয়ে রানীশংকৈলে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া গাজীপুরে তাপদাহে ঝরছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা আপনারা শুধু ভোটার, আপনাদের কথা বলার অধিকার নেই: উপজেলা চেয়ারম্যান প্রার্থী চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের ১০ বছর সশ্রম কারাদণ্ড বৃষ্টির জন্য সালাতুল ‘ইসতিসকার’ নামাজ ও বি‌শেষ দোয়া বাণিজ্যিকভাবে আঠাবিহীন বারোমাসি কাঁঠাল চাষে ভাগ্য খুলেছে সবুজের বিদ্যুৎ বিভ্রাটের বৃত্তে আটকা ভোলার জনজীবন! একদিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ এফডিসিতে মারামারি, বেশ কয়েকজন সাংবাদিক আহত গাজীপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিকার নামাজ আদায় লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে তিন শিশুর মৃত্যু বাগেরহাটে দোকান ঘর ভেঙ্গে খাদে পরিবহন, নিহত ১ নবীনগরে চলে না ১ টাকা ও ২ টাকার কয়েন! উপজেলা পরিষদ নির্বাচন: প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৬ প্রার্থী ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও স্মারকলিপি