রাবিতে শিক্ষার্থীকে মারধর: দুই নেতাকে হল ত্যাগের নির্দেশ, কর্মী বহিষ্কার

ফাইল ছবি

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মুন্না ইসলাম নামের এক আবাসিক শিক্ষার্থীকে মারধর ও সিট থেকে থেকে নামিয়ে দেয়ার ঘটনায় এক কর্মীকে সাময়িক বহিষ্কার, দুই নেতাকে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। গত শুক্রবার (২৪ জুন) রাতে হল প্রাধ্যক্ষ পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম হোসেনের বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবন শেষ হওয়ায় ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক পারভেজ হাসান জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী হওয়ার কারণে তাদেরকে হল ত্যাগের নির্দেশ এবং ছাত্রলীগ কর্মী তওহীদকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জুন) দিবাগত রাত ২টার দিকে বিশবিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হলের ২৪৮ নম্বর কক্ষে মুন্না ইসলাম নামের শিক্ষার্থীকে মারধর ও কক্ষ ছাড়ার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুন্না ইসলাম রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

গতকাল শনিবার নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এ. এইচ. এম. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক তথ্যের ভিত্তিতে প্রাধ্যক্ষ পরিষদের সভায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শামিমের বিশ্ববিদ্যালয় শিক্ষা জীবন শেষ ও পারভেজ অন্য হলের আবাসিক শিক্ষার্থী কিন্তু তারা এ হলে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

এজন্য তাদেরকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তিনি আরও বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ড. মো. হামিদুল ইসলামকে। কমিটির বাকি দুই সদস্য হলেন ড. অনিক কৃষ্ণ কর্মকার ও ড. মো. আব্দুল কাদের। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

 

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের ১০ বছর সশ্রম কারাদণ্ড বৃষ্টির জন্য সালাতুল ‘ইসতিসকার’ নামাজ ও বি‌শেষ দোয়া বাণিজ্যিকভাবে আঠাবিহীন বারোমাসি কাঁঠাল চাষে ভাগ্য খুলেছে সবুজের বিদ্যুৎ বিভ্রাটের বৃত্তে আটকা ভোলার জনজীবন! একদিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ এফডিসিতে মারামারি, বেশ কয়েকজন সাংবাদিক আহত গাজীপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিকার নামাজ আদায় লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে তিন শিশুর মৃত্যু বাগেরহাটে দোকান ঘর ভেঙ্গে খাদে পরিবহন, নিহত ১ নবীনগরে চলে না ১ টাকা ও ২ টাকার কয়েন! উপজেলা পরিষদ নির্বাচন: প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৬ প্রার্থী ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও স্মারকলিপি কলাপাড়ায় গ্রামে গ্রামে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব সিলেটে গরমে বেড়েছে জ্বর, ডারিয়া ও হিটস্ট্রোক তীব্র তাপদাহে পুড়ছে সাতক্ষীরা জবি রঙ্গভূমির সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোসাদ্দেক নিয়ামতপুরে সিলিং ফ্যানে ঝুলছিল কলেজ ছাত্রীর মরদেহ কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু