ভালুকায় ওসির উদ্যোগে মাদকাসক্ত কিশোর পেলো স্বাভাবিক জীবন

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনের মানবিক উদ্যোগে সাব্বির (১৩) নামের এক মাদকাসক্ত কিশোর ফিরেছে স্বাভাবিক জীবনে। বৃহস্পতিবার সকালে থানার পক্ষ থেকে ওই কিশোর ও তার মা-বাবাকে ফুল দিয়ে শুভেচ্ছা জনানো হয়।

সাব্বিরের পিতা বরকত আলী ও মা শাহানাজ আক্তার উচ্ছাস প্রকাশ করে বলেন, ‘আমাদের ছেলে প্রাথমিক বিদ্যালয়ে পড়ার সময় বাজে ছেলেদের সাথে মেলামেশা করে মাদকাসক্ত হয়ে পরে। অনেক বুঝিয়ে ও মারপিট করেও ছেলেকে মাদক থেকে ফেরাতে পারিনি। এ পর্যায়ে সে মাদক বিক্রেতা হয়ে উঠে। আমরা তাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। সে গত ডিসেম্ভর মাসে পুলিশের হাতে মাদকসহ গ্রেফতার হয়। পরে আমরা থানায় এসে ওসি স্যারকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয় বিনয় করলে ওসি স্যার আমাদের ছেলেকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দেওয়ার পরামর্শ দেন। কিন্তু সেই সক্ষমতা আমাদের ছিলো না। পরে ওসি স্যার দয়া করে ওনার খরচে আমার ছেলেকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে প্রেরণ করে। তিন মাস মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে থাকার পর এখন আমার ছেলে সম্পূর্ণ সুস্থ্য ও স্বাভাবিক জীবন যাপন করছে। আমরা ওসি স্যারের প্রতি চীর কৃতজ্ঞ।’

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, ‘কিশোর বয়সেই বাচ্চারা বেশিরভাগ সময়ে বকে যায়। নিন্মবিত্ত্ব পরিবার ও ছেলেটার বয়স খুব কম। তাই বাবা মাকে দেখে বিষয়টা আমি অন্য ভাবে চিন্তা করেছি। তাই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে প্রেরণ করেছি।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের ১০ বছর সশ্রম কারাদণ্ড বৃষ্টির জন্য সালাতুল ‘ইসতিসকার’ নামাজ ও বি‌শেষ দোয়া বাণিজ্যিকভাবে আঠাবিহীন বারোমাসি কাঁঠাল চাষে ভাগ্য খুলেছে সবুজের বিদ্যুৎ বিভ্রাটের বৃত্তে আটকা ভোলার জনজীবন! একদিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ এফডিসিতে মারামারি, বেশ কয়েকজন সাংবাদিক আহত গাজীপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিকার নামাজ আদায় লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে তিন শিশুর মৃত্যু বাগেরহাটে দোকান ঘর ভেঙ্গে খাদে পরিবহন, নিহত ১ নবীনগরে চলে না ১ টাকা ও ২ টাকার কয়েন! উপজেলা পরিষদ নির্বাচন: প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৬ প্রার্থী ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও স্মারকলিপি কলাপাড়ায় গ্রামে গ্রামে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব সিলেটে গরমে বেড়েছে জ্বর, ডারিয়া ও হিটস্ট্রোক তীব্র তাপদাহে পুড়ছে সাতক্ষীরা জবি রঙ্গভূমির সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোসাদ্দেক নিয়ামতপুরে সিলিং ফ্যানে ঝুলছিল কলেজ ছাত্রীর মরদেহ কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু