বড়দিনে ক্রিসমাস ট্রি সাজাবেন যেভাবে

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বড়দিনে ঘর সাজানোর ক্ষেত্রে ক্রিসমাস ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন যে ক্রিসমাস ট্রি খুবই শুভ জিনিস। তাই বড়দিন উপলক্ষে বাড়িতে, শপিংমলে, পার্কে কিংবা রেস্টুরেন্টে ক্রিসমাস ট্রি বসানো হয়। এরপর ক্রিসমাস ট্রি সাজানো হয় নানা রঙের বাতি, ঘণ্টা, রঙিন পপস, মোমবাতি, পাখি, ফুল, ফল, স্বর্গদূত আর রঙবেরঙের কাগজে।

ক্রিসমাস ট্রি : মূলত, ক্রিসমাস ট্রিকে সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে ধরে নেওয়া হয়। মনে করা হয়, চির সবুজ দেবদারু জাতীয় এই গাছ অশুভ শক্তির বিনাশ ঘটায়। ফলে এই গাছকে সুন্দর করে সাজালে ঘরে সমৃদ্ধি বাড়ে বলেও মনে করা হয়। ক্রিসমাস ট্রি সাজাতে গেলে কী কী জিনিস সঙ্গে রাখতে হবে তার তালিকা আগে দেখে নেওয়া যাক।

কী কী উপকরণ লাগবে দেখে নেওয়া যাক : ক্রিসমাস ট্রি সাজাতে লাগিয়ে নিন চকলেট, বেল, খেলনা এবং স্টার, নানা রঙের বাতি, ঘণ্টা, রঙিন পপস, মোমবাতি, পাখি, ফুল, ফল, স্বর্গদূত আর রঙবেরঙের কাগজ। এগুলো কোথায় কীভাবে লাগাবেন, তা নিয়ে অনেকের সংশয় দেখা যায়। ক্রিসমাস ট্রির ওপরে একটি তারা বা স্বর্গদূত বসানো হয়। এই স্বর্গদূতটি বেথেলহেমে জন্ম নেওয়া যিশুখ্রিস্টের প্রতীক। তাই ট্রির ওপরে থাকবে স্টার। এছাড়াও গাছ সাজানো হয়, লাল, সবুজ, রুপালি ও সোনালী রঙের কালারফুল কাগজে। ক্রিসমাস ট্রিতে বেলকে পথপ্রদর্শক হিসাবে ধরে নেওয়া হয়। বিভিন্ন কালারফুল লাইট দিয়ে গাছকে সুন্দর করে আলোকিত করতে হবে। পুস্তকস্তবক রাখতে হবে গাছে। ক্যান্ডি ক্যানস দিয়ে মেষপালকদের প্রতীককে ব্যবহার করা হয়। কারণ মেষপালকরাই প্রথমে যিশুর জন্মস্থানে নিয়ে যান। এছাড়াও উপহারের প্রতীকও সেখানে রাখা হয়।

বিজ্ঞাপন

বাড়ি সাজানোর উপায়- বাড়িতে ক্রিসমাস ট্রি যখন সাজিয়ে ফেলেছেন, তখন সেখানে রাখুন আশপাশে বেশ কিছুটা আলো। বিভিন্ন ক্যান্ডেল, এলইডি দিয়ে বাড়ি সাজাতে পারেন। এছাড়াও সান্টাকে মনে রেখে বাড়ির ছোট সদস্যদের জন্য রাখুন মোজাতে ভরে উপহার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ এফডিসিতে মারামারি, বেশ কয়েকজন সাংবাদিক আহত গাজীপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিকার নামাজ আদায় লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে তিন শিশুর মৃত্যু বাগেরহাটে দোকান ঘর ভেঙ্গে খাদে পরিবহন, নিহত ১ নবীনগরে চলে না ১ টাকা ও ২ টাকার কয়েন! উপজেলা পরিষদ নির্বাচন: প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৬ প্রার্থী ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও স্মারকলিপি কলাপাড়ায় গ্রামে গ্রামে দেখা দিয়েছে ডায়রিয়ার প্রাদুর্ভাব সিলেটে গরমে বেড়েছে জ্বর, ডারিয়া ও হিটস্ট্রোক তীব্র তাপদাহে পুড়ছে সাতক্ষীরা জবি রঙ্গভূমির সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক মোসাদ্দেক নিয়ামতপুরে সিলিং ফ্যানে ঝুলছিল কলেজ ছাত্রীর মরদেহ কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় ও ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু তাপপ্রবাহের কারণে নয়াপল্টনের সমাবেশ স্থগিত করল সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী তাপমাত্রা কমাতে পরিকল্পনার কথা জানালেন চিফ হিট অফিসার সেভ দ্য রোডের প্রতিবেদন: ১৫ দিনের ঈদযাত্রায় ২৯৪ প্রাণের মৃত্যুমিছিল কালাইয়ে ৪ জুয়ারি আটক