পবিপ্রবি‘র শিক্ষক বরখাস্ত

রাজধানী টাইমসের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ এন্ড কমিনিকেশন বিভাগের চেয়ারম্যান, সহযোগী অধ্যাপক মেহেদী হাসানকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর ১২(১) এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারি সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধানের ৯(১) মোতাবেক তাঁকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত রবিবার (২৮ মে) পবিপ্রবি‘র রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক চিঠিতে এ অফিস আদেশ প্রদান করা হয়েছে। ক্যাম্পাসের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, পবিপ্রবি‘র উপাচার্য রেজিষ্ট্রারসহ তিনজন শিক্ষকের বিরুদ্ধে আপত্তিকর ও উদ্দেশ্যমূলক পোষ্টার তৈরী ও তা ক্যাম্পাসে ছড়ানোর অপচেষ্টায় বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্নসহ বেশ কিছু সুনিষ্টি অভিযোগের ভিত্তিতে ল্যাঙ্গুয়েজ এন্ড কমিনিকেশন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত ও চেয়ারম্যানের পদ থেকে অপসারণ করা হয়।

সূত্রটি আরও জানায়, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু, অধ্যাপক মনিরুজ্জামান, সহযোগী অধ্যাপক নওরোজ জাহান লিপি ও ড. মো: শাহীন হোসেন‘র ছবি ব্যবহার করে মানহানিকর পোষ্টার তৈরী করে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে লাগানোর চেষ্টাকালে নিরাপত্তাকর্মীরা জব্দ করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে গত ২০ মে ঘটনার রাতে কর্তৃপক্ষের নির্দেশে প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবদুল মুকিত মিয়া অভিযুক্ত মেহেদী হাসানসহ অজ্ঞাতনামা ৩ব্যক্তির নাম উল্লেখ করে দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। দুমকি থানার জিডি নং ৮৪৬। তবে এ বিষয়ে জানতে সোমবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ল্যাঙ্গুয়েজ এন্ড কমিনিকেশন বিভাগের চেয়ারম্যানের দপ্তরে গিয়ে সহযোগী অধ্যাপক মেহেদী হাসানকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল নম্বরে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, বরখাস্তাদেশের অনুলিপি প্রশাসনের সকল দপ্তরে প্রেরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল rajdhanitimes24.com এ লিখতে পারেন আপনিও। লেখার বিষয়- মতামত, সাহিত্য, ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার ছবিসহ লেখাটি পাঠিয়ে দিন rajdhanitimes24@gmail.com  এই ঠিকানায়।

শীর্ষ সংবাদ:
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকালে আমাদের লজ্জা হয়: শাহবাজ শরিফ দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর বৃষ্টি চেয়ে রানীশংকৈলে ‘ইসতিসকার’ নামাজে মুসল্লিদের বিশেষ দোয়া গাজীপুরে তাপদাহে ঝরছে লিচুর গুটি, দিশেহারা চাষিরা আপনারা শুধু ভোটার, আপনাদের কথা বলার অধিকার নেই: উপজেলা চেয়ারম্যান প্রার্থী চার নির্দেশনা দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রজ্ঞাপন ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের ১০ বছর সশ্রম কারাদণ্ড বৃষ্টির জন্য সালাতুল ‘ইসতিসকার’ নামাজ ও বি‌শেষ দোয়া বাণিজ্যিকভাবে আঠাবিহীন বারোমাসি কাঁঠাল চাষে ভাগ্য খুলেছে সবুজের বিদ্যুৎ বিভ্রাটের বৃত্তে আটকা ভোলার জনজীবন! একদিনের ব্যবধানে আবারও কমলো সোনার দাম মোবাইলে ডাটার মেয়াদ চায় না ৯৮ শতাংশ মানুষ এফডিসিতে মারামারি, বেশ কয়েকজন সাংবাদিক আহত গাজীপুরে বৃষ্টি প্রার্থনায় ইসতিকার নামাজ আদায় লালমোহনে আবাসনের ঘর জবরদখলের অভিযোগ রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে তিন শিশুর মৃত্যু বাগেরহাটে দোকান ঘর ভেঙ্গে খাদে পরিবহন, নিহত ১ নবীনগরে চলে না ১ টাকা ও ২ টাকার কয়েন! উপজেলা পরিষদ নির্বাচন: প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ২৬ প্রার্থী ড্রামের ভোজ্যতেল ব্যবহারের প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন ও স্মারকলিপি