৫৯ বেদে পরিবার পেল স্থায়ী ঠিকানা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

বাঁশের ফালি, কঞ্চি আর পলিথিন দিয়ে তৈরি ছোট্ট ঘর। তাবুর ঘরগুলো এতটাই ছোট, হাঁটু গেড়ে তাবুর ভেতরে ঢুকতে হয়। ভেতরে সোজা হয়ে দাঁড়ানোর জায়গা নেই।

নেই স্বাস্থ্য সম্মত টয়লেট বা গোসলখানা। স্বামী সন্তানসহ পরিবারের অন্যদের নিয়ে ছোট্ট এই খুপড়ি ঘরে বসবাস, এ যেন ছোটবেলা পুতুল পুতুল খেলা। এমন অনিশ্চিত জীবনে যেখানে বেঁচে থাকাটাই অনিশ্চিত, সেখানে স্থায়ী জমি আর ঘরের স্বপ্ন কল্পনাতিত।

এভাবেই যুগ যুগ ধরে বসবাস করে আসছেন ঝিনাইদহের কালীগঞ্জ বেদে পল্লীর অধিবাসিরা। আজ থেকে তাদের সেই পুতুল পুতুল খেলা জীবনের সমাপ্তি ঘটছে। বৃহস্পতিবার ২১ জুলাই বেদে সম্প্রদায়ে ৫৯ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া জমিসহ উপহারের বাড়ি তুলে দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে দুই শতক জমির উপর দুইটি রুম, রান্না ঘর ও একটি টয়লেট বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জেলার ছয় উপজেলা ২৫৭ ভূমিহীন পরিবারকে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপহারের ঘর বুঝিয়ে দেওয়া হয়। এ উপলক্ষ্যে বৃহস্পতিবিার সকাল ১০ টায় জেলা শিল্পকলা অডিটরিয়ামে এডিসি রাজিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘর বিতরণ উদ্বোধন করেন। পরে ভূমিহীনদের কাছে মধ্যে ঘর বিতরণ করা হয়।

আরও পড়ুন—শিবালয়ে অবৈধ বালুবাহী ২টি ট্রাক আটক

বেদে সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসতে সরকারের উদ্যোগে ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামের মাজদিয়া বাঁওড়ের ধারে নির্মল পরিবেশে বেদে সম্প্রদায়ের বসবাসের জন্য ওই বাড়ি তৈরি করা হয়েছে। দেশের ইতিহাসে বেদে সম্প্রদায়ের জন্য এটাই সবচেয়ে বড় পল্লি। এখন ঘর পাওয়ায় খুশিতে আত্মহারা বেদে পরিবারগুলো।

বিজ্ঞাপন

বারোবাজার বেদে পল্লির শিক্ষিত যুবক হাবিবুর রহমান জানান, সাপ ও বানরের খেলা দেখিয়ে সামান্য আয় দিয়ে সংসার চালায় এ পল্লির সদস্যরা। আমাদের বেদে সম্প্রদায়ের মধ্যে অনেক পরিবার আছে ভূমিহীন। যে সব পরিবার তাদের সদস্যদের নিয়ে বনে বনে ঘুরে বেড়াই। এখন এসব পরিবার স্থায়ী ভাবে মাথা গুজার ঠাই পাবে। আমরা খুব খুশি, আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ।

আর টাইমস/ আছমা

শীর্ষ সংবাদ:
জিটুজি প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন তরান্বিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোল‌নের দা‌য়ে দুই বালু ব্যবসায়ীকে ৭লাখ টাকা জরিমানা পটুয়াখালীতে শহীদ সেনা অফিসার হাবিবুর রহমানের পরিবারে “সেনা নিকেতন” এর চাবি হস্তান্তর ছেংগারচর পৌরসভা নির্বাচন -২০২৩ আ’লীগের দলীয় ফরম কিনে জমা দিলেন নাছির উদ্দীন ছেংগারচর পৌরসভা নির্বাচন-২০২৩ দলীয় মনোনয়ন ফরম কিনলেন সেলিম গেজেটে ডিভিএম ডিগ্রির অন্তর্ভুক্তি ও অভিন্ন ডিগ্রি চালুর দাবি শরণখোলায় গাঁজা গাছসহ মাদককারবারি আটক তেল-সার-শ্রমিকের মূল্য বৃদ্ধিতে হিমশিম অবস্থা শরণখোলার চাষিদের ভালুকায় ৪ ডাকাত আটক স্ব-শরীরে সমাবর্তনের দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি প্রদান রাজবাড়ীতে ডিবির অভিযানে চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য দ্বিতীয় দিনের মত ইসতিসকার নামাদ আদায় ডলার খরচ করে বিএনপি প্রতিনিয়ত সরকারবিরোধী কুৎসা ও বদনাম রটাচ্ছে : ওবায়দুল কাদের শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের বিচার শুরু ছাত্র সংসদ নির্বাচন চাই সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা কুমিল্লা ডিসি অফিসের সম্মেলন কক্ষে হঠাৎ শতাধিক নারীর বিক্ষোভ গলাচিপায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু মির্জগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে কলেজ শাখা ছাত্রলীগের বৃক্ষ রোপণ কাউখালীতে মৎস্য কার্ডধারী জেলেদের মধ্যে ছাগল বিতরণ বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র