সালমান খানকে হত্যার ছক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

বলিউডের ভাইজান খ্যাত সালমান খানকে হত্যার চেষ্টা করেছিলেন একজন কুখ্যাত অপরাধী। ২০১৮ সালে লরেন্স বিষ্ণোই নামে ওই ব্যক্তি বডিগার্ড খ্যাত হিরোকে হত্যার হুমকি দেন।

বর্তমানে সেই বিষ্ণোইকে জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালার খুনের সঙ্গে থাকায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খবর জি নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, শুটিং সেটে সালমানকে হত্যার পরিকল্পনা করেছিলেন বিষ্ণোই। ১৯৯৮ সালের চিঙ্কারা হত্যার পর নায়ককে হত্যার পরিকল্পনা করেন বিষ্ণোই। এসব কথা নিয়েই স্বীকার করেছেন তিনি। হাম সাথ সাথ হ্যায় সিনেমার শুটিংয়ের সময় রাজস্থানের যোধপুরে চোরা শিকারের এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে বিষ্ণোই জানিয়েছেন, তিনি রাজস্থানের গ্যাংস্টার এবং তার সহযোগী সম্পত নেহরাকে মুম্বাইয়ের বান্দ্রায় অভিনেতার বাড়ির আশপাশে খোঁজ নেওয়ার কথা জানান। তৎকালীন সময়ে নেহরা সালমানকে গুলি করতে পারেননি। সেই সময় তার কাছে কেবল একটি পিস্তল ছিল। গ্যাংস্টার বিষ্ণোই তখন দীনেশ ফৌজি নামে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে ৪ লাখ রুপির আরকে স্প্রিং রাইফেলের অর্ডার দেন।

জানা যায়, ডাগরের সহযোগী অনিল পান্ডেকে এই অর্থ দেওয়া হয়। পরবর্তীতে রাইফেলটি ২০১৮ সালে ডাগরের কাছ থেকে উদ্ধার করা হয়।

এদিকে গত মাসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ৩ সদস্য সালমান খান এবং তার বাবা সেলিম খানকে খুনের হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিলেন বলেও খবর এসেছে ভারতীয় গণমাধ্যমগুলোতে। আর সেই চিঠিতে হুমকি দেওয়া হয় যে সালমান খান এবং তার বাবার অবস্থা সিধু মুসেওয়ালার মতোই হবে। বলে রাখা ভালো, মুসেওয়ালাকে ২৯ মে পাঞ্জাবের মানসায় হত্যা করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যে কৃষ্ণসার বা চিঙ্কারাকে হত্যা করে বিষ্ণোই সম্প্রদায়ের সঙ্গে অন্যায় করা হয়েছে তার জন্য অভিনেতাকে হত্যা করতে চেয়েছিলেন তিনি। ২০১১ সালে রেডির সেটে তাকে হত্যা করার পরিকল্পনা করা হয়। যদিও সেই পরিকল্পনাও ব্যর্থ হয়।

এ কথা সবাই জানেন যে, ১৯৯৮ সালের অক্টোবরে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে ২০১৮ সালের এপ্রিলে যোধপুরের একটি আদালত সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে। এরপর অভিনেতা ওই রায়কে চ্যালেঞ্জ করেন। এই মামলায় সালমানকে কিছুদিন যোধপুর কারাগারে রাখা হয়। পরে তাকে ভরতপুর কারাগারে স্থানান্তরিত করা হয়।

শীর্ষ সংবাদ:
কুমিল্লা-৬ আসনে নির্বাচনে আ‘লীগের পরিচালনা কমিটি গঠিত না ফেরার দেশে চলে গেলেন সিআইডি’খ্যাত অভিনেতা ‘ফ্রেডরিক্স’ আদালতে আসামীর সাথে ধর্ষিতার বিয়ে, সন্তান পেলো পরিচয় কচুয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন বাংলাদেশে নির্বাচনের ফলাফল নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না : ওবায়দুল কাদের ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিখোঁজ ১০ বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ, ১০ ডিসেম্বর মানববন্ধন বিএনপির ৩০০ আসনে ১ হাজার ৯৮৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ একযোগে ৪৭ ইউএনওর বদলি মতলব উত্তরে অসামাজিক কাজে বাধা দেওয়ায় মারধর ও প্রাননাশের হুমকি বাকৃবিতে আমুসের সভাপতি বজলুল, সম্পাদক সোলায়মান জুতার মধ্যে ১৮৬১ পিস ইয়াবাসহ র‌্যাবের জালে শাহ আলম গ্রেফতার গোয়ালন্দে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন ও এক টন রড দিলেন মোস্তফা মুন্সী চড়ুই পাখির মেলা বসেছে কুয়াকাটার ইলিশ পার্কে পাবনায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার চুয়াডাঙ্গার দুটি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ চুয়াডাঙ্গার দু’টি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল কুষ্টিয়ায় ৪ টি আসনে ১৭ জনের মনোনয়ন বাতিল! নিখোঁজের ৮ দিন পর স্কুল ছাত্র উদ্ধার