সড়কের পাশেই বিষফোঁড়া ময়লার ভাগাড়, ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

গাজীপুরের শ্রীপুরে ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের পাশেই বিষফোঁড়া ময়লার ভাগাড়। সেই ময়লা পঁচে বাতাসে ছড়াচ্ছে উৎকট দুর্গন্ধ। সেইসঙ্গে মশা-মাছির উপদ্রবে হুমকির মুখে পরিবেশ। এমনকি ময়লার স্তূপে রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে। যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।বর্তমানে নতুন করে ঢাকা -ময়মনসিংহ মহাসড়কের উপজেলার তেলিহাটি ইউনিয়নের রঙিলা বাজার (মুলাইদ), এমসি বাজারের ইউটার্ন সংলগ্ন (সুফিয়া কটন স্পিনিং মিলসের উত্তর পাশে) ও মাওনা উত্তর পাড়া মহাসড়ক সংলগ্ন জাবের স্পিনিং মিলসের দক্ষিণ পাশে ও জৈনাবাজার এলাকায় বর্জ্যরে ভাগাড় তৈরী হয়েছে।

মহাসড়কের পাশে থাকা একাধিক ময়লার ভাগাড় দীর্ঘদিন ধরে পথোচারী, যাত্রী সাধারণ ও স্থানীয় বাসিন্দাদের জীবন দুর্বিসহ করে তুলেছে। ব্যস্ততম এ মহাসড়কের পাশে আবর্জনা ফেলে ময়লার ভাগাড় তৈরি করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন সময় নানা পদক্ষেপ নিলেও কাজের কাজ হয়নি কিছুই।

অভিযোগ রয়েছে, উপজেলার এমসি বাজার ও রঙিলা বাজার এলাকায় বিভিন্ন বাসা বাড়ি থেকে গৃহস্থালীর ময়লা-আবর্জনা মহাসড়কের পাশে ফেলা হয়। সরাসরি রাস্তায় ফেলার কারণে সড়ক হয়ে যাচ্ছে সংকীর্ণ। রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। এছাড়া যানবাহনের যাত্রী, চালক, হেলপার ও পথচারীরা ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে চলাচল করছেন।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সড়কে আবর্জনা ফেলার নির্ধারিত ডাম্পিং পয়েন্ট না থাকায় রাস্তার পাশে যেখানে সেখানে ফেলা হচ্ছে বর্জ্য। এসব বর্জ্যের উৎকট গন্ধ বাতাসে মিশে পরিবেশ দূষিত হচ্ছে। পাশাপাশি এলাকায় মশা-মাছিসহ পোকা-মাকড়ের উপদ্রবও বেড়েছে। সড়কের এসব ময়লা পরিষ্কার করতে কেউ দায়িত্বও নিচ্ছে না।

সরেজমিনে দেখা যায়, ময়লা ফেলার নির্দিষ্ট কোনো স্থান না থাকায় আশপাশের বিভিন্ন বাসাবাড়ি ও এমসি বাজার সহ বেশ কয়েকটি রেস্তোরাঁ ও মার্কেটগুলোর ময়লা-আবর্জনা প্রতিদিন ভ্যানে করে ঢাকা- ময়মনসিংহ সড়কের পাশে ফেলা হচ্ছে। স্থানীয়রা বলেন, রাস্তার পাশে যত্রতত্র ময়লা স্তুূপ জমার কারণে বেড়েছে কুকুরের উপদ্রব। জমে থাকা স্তুূপের কারণে নাখ মুখ বন্ধ করে হাটতে গিয়ে কুকুরের কামড়ের শিকার হচ্ছেন পথচারীরা। ময়লার দুর্গন্ধে পথচারী ও যাত্রীদের পাশাপাশি স্থানীয়রাও দুর্ভোগ নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।

কবির মিয়া নামের এক পথচারী রাজধানী টাইমসকে বলেন, আমার বাড়ি উপজেলার নয়নপুর এলাকায়। ঢাকা- ময়মনসিংহ সড়কের জাবের স্পিনিং মিলসের দক্ষিণে এবং সুফিয়া কটন মিলের উত্তর পাশে ময়লার স্তূপের কাছ দিয়ে প্রতিদিন আসা যাওয়া করতে হয়। দুর্গন্ধে নাক চেপেও হাঁটা দায়।

বিজ্ঞাপন

স্থানীয় হাজী ছোট কলিম স্কুলের ছাত্র সাব্বির রাজধানী টাইমসকে বলেন, বাড়ি থেকে বের হয়ে ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক দিয়ে প্রতিদিন স্কুলে যাই। ময়লার দুর্গন্ধে অনেক খারাপ লাগে। এখানে এসেই নাক মুখ চেপে ধরে রাস্তা পার হই।

এ সড়কে যাতায়াতকারী যত্রীবাহী তাকওয়া বাসের চালক রফিক রাজধানী টাইমসকে বলেন, বর্জ্য এখন সড়কের বেশিরভাগ জায়গা দখল করে আছে। এর ফলে সৃষ্টি হয়েছে বিশাল ভাগাড়। দিন দিন এর পরিধি বাড়ছে। বৃষ্টি হলে সড়কগুলোতে ময়লা ভেসে ওঠে। ময়লা-আবর্জনা রাস্তায় ফেলায় মাঝেমধ্যেই যানজট সৃষ্টি হয়।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার জানান,মহাসড়ক এলাকায় আবর্জনার স্তূপ অপসারণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্জ্যে অপসারণে সামাজিক সচেতনতা গড়ে তোলা উচিত। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের উচিত ময়লার গাড়ি আটক করে আমাকে জানানো। আমি তাদের জন্য জেল জরিমানার ব্যবস্থা করবো।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, ময়লা অপসারনের জন্য স্থানীয় জন প্রতিনিধিদের জরুরি প্রদক্ষেপ গ্রহণ করা উচিত।

শীর্ষ সংবাদ:
নির্বাচনে অবৈধ অস্ত্রের ঝনঝনানি বন্ধ করা গুরুত্বপূর্ণ: ডিএম‌পি ক‌মিশনার আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দুপুরে নয়াপল্টনে বিএনপির কৃষক সমাবেশ মেক্সিকোয় গির্জার ছাদ ধসে নিহত ৭, ধ্বংসস্তূপে আটকা ৩০ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: ‘আইনে সুযোগ আছে’ সাতক্ষীরায় স্কুল ছাত্রী ধর্ষন মামলার প্রধান আসামী রাকিব গ্রেপ্তার জবি থেকে ট্রেজারার নিয়োগে শিক্ষামন্ত্রীর কাছে চিঠি শিক্ষক সমিতির ঋণের বোঝা মাথায় নিয়ে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা গোমস্তাপুরে মহানন্দা নদীতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার মিডিয়ার মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে প্রতিরোধ করা হবে : সিইসি গাজীপুরে চেকপোস্ট বসিয়ে নিরাপত্তা জোরদার পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রকৌশলীর অপসারণ চেয়ে বরিশালে ঠিকাদারদের মানববন্ধন সিলেটের পালপুরে ৩ মাসের শিশুর মৃত্যু নিয়ে রহস্য সাংবাদিক নাদিম হত্যার ৪ আসামীর রিমান্ড চেয়েছে সিআইডি নরসিংদীতে ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ১০ গোয়ালন্দে স্কুল পরিদর্শনে গিয়ে ক্লাস নিলেন ইউএনও লালমোহনের দেবীরচরে হামলার ঘটনায় প্রতিবাদ সভা জীবন যুদ্ধে বাসে বাসে বাদাম বিক্রি করছে বাবাহারা ৫ বছরের আলামিন