শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় পিতা-পুত্রের কারাদণ্ড

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১২ বছরের এক শিশুকে অপহরণ ও ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় পিতা-পুত্র কারাদণ্ডে দণ্ডিত হয়েছে।

উপজেলার বনপাড়া গ্রামের বাসিন্দা বাবু মিয়াকে (২৯) ৪৪ বছর এবং অপর দুই আসামি বাবু মিয়ার বাবা মো. মোফাজ্জল হক (৫৪) ও আত্মীয়া মোছা. লুৎফা বেগমকে (৩৪) ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কামরুন নাহার রুমী এই রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু। মামলা সূত্রে তিনি জানান, “নালিতাবাড়ী উপজেলার বনপাড়া গ্রামের বাসিন্দা মোফাজ্জল হক পার্শ্ববর্তী গেরাপঁচা গ্রামের ওই শিশুকে তাঁর ছেলের বউ করে আনতে বিয়ের প্রস্তাব পাঠান। শিশুটির মা-বাবা তাতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হন তারা।

পরে বাবু মিয়া ২০১৯ খ্রিস্টাব্দের ৫ মে ওই শিশুকে চানাচুরের সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অপহরণ করে ঢাকায় নিয়ে একটি বাসায় আটকে রাখে। শিশুটিকে তার পৈত্রিক বাড়ি থেকে অপহরণে সহযোগিতা করে বাবুর পিতা মোফাজ্জল হক ও তার এক আত্মীয়া লুৎফা বেগম। এরপর সেখানেই ওই শিশুকে ধর্ষণ করে বাবু মিয়া। পরে শিশুটির বাবা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।”

ঘটনার ২৫ দিন পর ২৯ মে ২০১৯ খ্রিস্টাব্দে অপহৃতা শিশুকে উদ্ধার করে নালিতাবাড়ী থানা পুলিশ। তদন্ত শেষে দণ্ডিতদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই জহুরুল হক।

বিজ্ঞাপন

মামলার বিচাকালে বাদী, চিকিৎসক, তদন্ত কর্মকর্তা, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট সহ ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় ধর্ষক বাবু মিয়া, তার পিতা মো. মোফাজ্জল হক ও আত্মীয়া লুৎফা বেগমকে উক্ত সাজা প্রদান করেন আদালত।

শীর্ষ সংবাদ:
‘এক মাসে বিএনপির ২০ হাজার নেতাকর্মী গ্রেফতার’ বিএনপি একটি অগণতান্ত্রিক তাই তারা নির্বাচনে আসেনা: স্থানীয় সরকার মন্ত্রী আওয়ামী লীগের চিন্তা-চেতনা শুধুই মানুষের উন্নয়নের: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত , আটক ৩ আমার কর্মীদের উপর হামলা হলে আমরা ঘড়ে বসে থাকবো না উচিত জাবাব দিব: এমপি সীমা চাকরি পেলেন শ্রমিক আন্দোলনে নিহত জালালের স্ত্রী নৌকার টিকিটে লড়বেন যেসব নারী কোন স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোন ওষধ নাই: ছাত্রলীগ নেতা রিমন রাজনৈতিক অস্থিরতার মধ্যেও স্বাভাবিক ভাবে চলছে পরীক্ষা ও ক্লাস কালাইয়ে ফার্মাসিস্ট দিয়ে চলছে দুই উপ-স্বাস্থ্য কেন্দ্র সাতক্ষীরায় সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগে বাণিজ্যের টাকা সভাপতির পকেটে গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি সবুজ গাজীপুরে বাসে আগুন স্বতন্ত্র প্রার্থী হলে এমপি পদ ছাড়তে হবে না: ইসি রাজশাহীতে ককটেল হামলায় দুইজন আহত, তিনজন আটক রাজশাহীর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, পরিচ্ছন্নকর্মী আহত জয়পুরহাট পিকআপ ভ্যানে আগুন দেওয়ায় আসামী গ্রেফতার মোংলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে অবস্থানে কর্মসূচি মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গ্রেফতার ডিবি কার্যালয়ে শামীম ওসমান