শিক্ষক হত্যা ও লাঞ্চিত করার প্রতিবাদে গোয়ালন্দে মানববন্ধন কর্মসূচী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

ঢাকার সাভারের শিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যা ও নড়াইলে অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিত করার প্রতিবাদে আজ রবিবার (৩ জুলাই) দুপুর ১২টায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পৌরসভার সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করে গোয়ালন্দ উপজেলার শিক্ষক ও শিকর্থীবৃন্দ।

গোয়ালন্দ উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যাক্ষ আঃ কাদের শেখ।

আরও পড়ুনদূর্নীতির আখড়ায় পরিণত হয়েছে পাসপোর্ট অফিস!

বিজ্ঞাপন

মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছলেন গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের অধ্যাক্ষ আঃ হালিম তালুকদার, আঃ হালিম মিয়া কলেজের অধ্যাক্ষ বিলকিস আক্তার, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট এর প্রধান শিক্ষিকা আরিফা আক্তারসহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

প্রতিবাদ সভা ও মানববন্ধনে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষকদের সর্বোচ্চ সম্মানে ভূষিত করেছেন। আজ শিক্ষকদের হত্যা ও লাঞ্ছিত করা হচ্ছে। এ ক্ষেত্রে আইন রক্ষাকারী বাহিনী (পুলিশ) নীরব ভূমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রীর ও স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে দোষীদের দ্রুত আইনের অধীনে এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

বিজ্ঞাপন

তারা আরো বলেন, একজন অধ্যক্ষকে পুলিশের সামনেই জুতার মালা পরানো হয়েছে। আবার একজন ছাত্র শিক্ষককে পিটিয়ে হত্যা করেছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। মানুষ গড়ার কারিগরদের স্থা হলে একটা জাতি কখনও এগিয়ে যেতে পারবে না। তাই জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আর টাইম্‌স/ আসমা

 

শীর্ষ সংবাদ:
জাতির পিতা ক্রীড়াপ্রেমী ছিলেন: এমপি বাবু এ সরকারের আমলে সাংবাদিকরাও নিরাপদে নেই: মোস্তাক মিয়া মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীর বসতঘরে ভাঙচুর ও লুটপাট সরকারকে হেয় করতে প্রথম আলো ও বিএনপি পরিপূরক হিসেবে কাজ করছে : ওবায়দুল কাদের শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশুদের টাকা আত্মসাতের অভিযোগ রিক্সা করে বান্ধবীকে নিয়ে বেড়ানোর সময় কুমিল্লায় ভুয়া পুলিশ আটক কাশিমপুর থেকে ফের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে শামসুজ্জামানকে মেঘনা নদীতে শিল্প–কারখানার বর্জ্যে, মরে ভেসে উঠছে মাছ অবশেষ ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে বিদ্যুৎ খাতে বাড়ছে ডলার সংকট রাজনীতিবিদকে বিয়ে করতে যাচ্ছেন পরিণীতি চোপড়া! শেষ হল ‘জওয়ান’র শ্যুটিং, কবে মুক্তি পাচ্ছে ছবি? যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে ৮ লাশ উদ্ধার আকিজ গ্রুপে চাকরির সুযোগ, সপ্তাহে ২ দিন ছুটি যশোরে জোড়া খুন স্বাধীনতাকে কটাক্ষ করে সংবাদ পরিবেশনের বিচার দাবি ঢাবি শিক্ষক সমিতি ও এডিটরস গিল্ড’র নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে রোজাদারদের মেহমানখানা বাকৃবিতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের নতুন কমিটি গঠিত যশোরে মামলা প্রত্যাহারসহ সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন বাংলাদেশ হকার্স ইউনিয়নে প্রধানমন্ত্রী বরাবর চিঠি