শিক্ষকতা পেশা আকর্ষণীয় হোক

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

আমাদের সমাজ ব্যবস্থায় যতো ধরনের পেশা আছে সেগুলোর মধ্যে তুলনামূলক সম্মানজনক পেশা হলো শিক্ষকতা। শিক্ষক মানুষ গড়ার কারিগর, জা‌তির আলোকব‌র্তিকা। তাঁরা শিক্ষার আলো জ্বালিয়ে গোটা জাতিকে আলোকিত করেন।

একজন আদর্শবান শিক্ষক সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখেন। একজন আদর্শ শিক্ষকই পারেন একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার রূপরেখা ও কাঠামো তৈরি করতে। এ জন্যই শিক্ষকতাকে অপরাপর পেশার মানদণ্ডে পরিমাপ করা যায় না বলে অনাদিকাল থেকে এটি একটি সুমহান পেশা হিসেবে সমাদৃত হয়ে আসছে।

জাতিসংঘের শিক্ষা বিষয়ক সংস্থা ইউনেস্কো কর্তৃক ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। পৃথিবীর বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন দিনে এই দিবসটি পালিত হলেও আন্তর্জাতিক ভাবে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে একযোগে পালন করা হয়। এই দিবসটিতে মূলতঃ শিক্ষকদের মান-মর্যাদা, সম্মান ও অধিকারের উপর গুরুত্ব প্রদান করা হয়।

বিজ্ঞাপন

একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শিক্ষক শিক্ষার্থীদের কাছে বাবা-মায়ের মতো। বাবা-মা যেমন পরম ভালোবাসা, স্নেহ-মমতা দিয়ে সন্তানদের বড় করেন, ঠিক তেমনি শিক্ষকেরা শিক্ষার আলো দিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করে যান।

তবে চরম সত্য হলো -শিক্ষকতা পেশা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মেধাবী শিক্ষার্থীরা। সঠিক মর্যাদা ও আর্থিক নিরাপত্তার অভাবে তারা এ পেশায় আসছেন না। অন্য সব চাকরির মতো শিক্ষকতা পেশা লোভনীয় ও আকর্ষণীয় না হওয়ার কারণে মেধারীরা সুযোগ পেলেই অন্য পেশায় চলে যাচ্ছেন। দুঃখের বিষয় হলো- জাতীয় শিক্ষানীতি ২০১০ -এ শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর কথা বলা হলেও তা এখনো আলোর মুখ দেখেনি।

দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিক্ষকদের আয় না বাড়ায় তারা হিমশিম খাচ্ছেন। অনেকেই ছুটছেন বিকল্প আয়ের পেছনে। পরিবারের ব্যয় মেটাতে শিক্ষকদের কেউ কেউ শ্রেণিকক্ষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, মাছ চাষ, গরু পালন, পল্লী চিকিৎসা, সাংবাদিকতাসহ বিভিন্ন ধরণের আর্থিক কাজে সম্পৃক্ত হচ্ছেন। এসব কাজে ব্যয় হচ্ছে শিক্ষকদের মূল্যবান সময় ও শ্রম। এর প্রভাব পড়ছে শ্রেণীকক্ষে। পাশাপাশি তারা শিক্ষার মান উন্নয়নে বা নতুন জ্ঞান সৃষ্টিতে পুরোপুরি অবদান রাখতে পারছেন না।

বিজ্ঞাপন

শিক্ষকরা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার মূল কারিগর। শিক্ষকদের শুধু সম্মান দিলেই হবে না। তাদের আর্থিক বিষয়টিও মাথায় রাখতে হবে। শিক্ষকদের পদমর্যাদা, বেতনগ্রেড ও পদোন্নতির ব্যাপারেও ভাবতে হবে। তারা যেনো সমাজে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করতে হবে।

মো. আশরাফুল ইসলাম
শিক্ষক ও কলাম লেখক

শীর্ষ সংবাদ:
‘এক মাসে বিএনপির ২০ হাজার নেতাকর্মী গ্রেফতার’ বিএনপি একটি অগণতান্ত্রিক তাই তারা নির্বাচনে আসেনা: স্থানীয় সরকার মন্ত্রী আওয়ামী লীগের চিন্তা-চেতনা শুধুই মানুষের উন্নয়নের: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত , আটক ৩ আমার কর্মীদের উপর হামলা হলে আমরা ঘড়ে বসে থাকবো না উচিত জাবাব দিব: এমপি সীমা চাকরি পেলেন শ্রমিক আন্দোলনে নিহত জালালের স্ত্রী নৌকার টিকিটে লড়বেন যেসব নারী কোন স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোন ওষধ নাই: ছাত্রলীগ নেতা রিমন রাজনৈতিক অস্থিরতার মধ্যেও স্বাভাবিক ভাবে চলছে পরীক্ষা ও ক্লাস কালাইয়ে ফার্মাসিস্ট দিয়ে চলছে দুই উপ-স্বাস্থ্য কেন্দ্র সাতক্ষীরায় সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগে বাণিজ্যের টাকা সভাপতির পকেটে গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি সবুজ গাজীপুরে বাসে আগুন স্বতন্ত্র প্রার্থী হলে এমপি পদ ছাড়তে হবে না: ইসি রাজশাহীতে ককটেল হামলায় দুইজন আহত, তিনজন আটক রাজশাহীর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, পরিচ্ছন্নকর্মী আহত জয়পুরহাট পিকআপ ভ্যানে আগুন দেওয়ায় আসামী গ্রেফতার মোংলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে অবস্থানে কর্মসূচি মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গ্রেফতার ডিবি কার্যালয়ে শামীম ওসমান