রায়পুরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চলছে চিকিৎসার নামে ঘুষ বাণিজ্য, জিম্মি রোগী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

নরসিংদীতে রায়পুরা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চলছে চিকিৎসার নামে ঘুষ বাণিজ্য। চরম হয়রানীর শিকার হচ্ছেন সেবা নিতে আসা অসহায় রোগীরা।

ইমার্জেন্সীতে দূর -দূরান্ত থেকে কোন রোগী আসলেই পড়তে হয় হাসপাতালের দায়িত্বে থাকা অসাধু কর্মকর্তা বসুর কবলে। সে টাকা ছাড়া কোন রোগীকে সেবা দিতে রাজি নয়। বসুর বিরুদ্ধে বিভিন্ন বেসরকারী হাসপাতালগুলোতেও টাকার বিনিময়ে রোগী সাপ্লাই দেওয়ার অভিযোগ উঠেছে।

এই স্বাস্থ্যকমপ্লেক্সের দায়িত্বে থাকা বসু চিকিৎসা নিতে আসা এক রোগী ইউসুফ আলী সরকারকে বললেন, আপনার যেই টেস্টগুলো বলা হয়েছে সেগুলো এখানে হবে না। কারণ হাসপাতালের মেশিন ভালো না, পুরোনো। রেজাল্ট সঠিক আসবে না। আমি যেখানে বলেছি সেখানেই টেস্টগুলো করান, অন্য কোথাও করলে হবে না’। পরে খোঁজ নিয়ে জানা যায়, এসব টেস্ট থেকেও বসু সহ আরো অসাধু কর্মকর্তারা কমিশন খাচ্ছে।

বিজ্ঞাপন

বসুর বিরুদ্ধে অভিযোগের বিষয়ে সত্যতা যাচাই করতে আজ সকাল ৯ ঘটিকার সময় সংবাদকর্মী সাইফুল ইসলাম রুদ্র রায়পুরা উপজেলার ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তার সকল কুকীর্তি বেরিয়ে আসে।

এদিকে এক রোগী শাহিনুর আক্তার অভিযোগ করে বলেন, এই অসাধু কর্মকর্তা বসু দীর্ঘ দিন যাবৎ এই ক্লিনিকে চাকুরী করে আসছেন। প্রতি রোগী বাবদ তাকে ৫০০ – ১০০০ টাকা দিতে হচ্ছে। টাকা না দিলে আমরা কোন সুযোগ সুবিধা পাই না। ফলে বাধ্য হয়ে বসুকে টাকা পয়সা দিতে হয়। এমনকি মাঝে মধ্যে সে নিজেও কাটা ছেড়ার কাজ করে। তাছাড়া সে নিজেকে ভালো চিকিৎসক হিসেবে দাবী করে।

এ বিষয়ে বসুর নিকট জানতে চাইলে তিনি দ্রুত ইমার্জেন্সী থেকে দৌড়ে পালিয়ে যান। এই অসাধু কর্মকর্তা বসু এবং উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অনিয়মের বিষয়ে আগামী ৭ পর্বে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরা হবে।

বিজ্ঞাপন

রায়পুরা উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খান নূর উদ্দিন দুপুর ১২ টা পর্যন্ত অফিসে অনুপস্থিত থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মের বিষয়ে কোন জানা যায় নি। তার ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায় নি।

এ সত্যতা জানতে চাইলে একই হাসপাতালের কর্মকর্তা আতিক মিয়া সংবাদকর্মীদেরকে জানান, স্যার এখনো অফিসে আসে নাই। অনিয়মের বিষয়ে স্যার সবকিছু জানে। আমরা এই বিষয়ে কোন কিছু বলতে পারব না।

শীর্ষ সংবাদ:
জিটুজি প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন তরান্বিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোল‌নের দা‌য়ে দুই বালু ব্যবসায়ীকে ৭লাখ টাকা জরিমানা পটুয়াখালীতে শহীদ সেনা অফিসার হাবিবুর রহমানের পরিবারে “সেনা নিকেতন” এর চাবি হস্তান্তর ছেংগারচর পৌরসভা নির্বাচন -২০২৩ আ’লীগের দলীয় ফরম কিনে জমা দিলেন নাছির উদ্দীন ছেংগারচর পৌরসভা নির্বাচন-২০২৩ দলীয় মনোনয়ন ফরম কিনলেন সেলিম গেজেটে ডিভিএম ডিগ্রির অন্তর্ভুক্তি ও অভিন্ন ডিগ্রি চালুর দাবি শরণখোলায় গাঁজা গাছসহ মাদককারবারি আটক তেল-সার-শ্রমিকের মূল্য বৃদ্ধিতে হিমশিম অবস্থা শরণখোলার চাষিদের ভালুকায় ৪ ডাকাত আটক স্ব-শরীরে সমাবর্তনের দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি প্রদান রাজবাড়ীতে ডিবির অভিযানে চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য দ্বিতীয় দিনের মত ইসতিসকার নামাদ আদায় ডলার খরচ করে বিএনপি প্রতিনিয়ত সরকারবিরোধী কুৎসা ও বদনাম রটাচ্ছে : ওবায়দুল কাদের শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের বিচার শুরু ছাত্র সংসদ নির্বাচন চাই সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা কুমিল্লা ডিসি অফিসের সম্মেলন কক্ষে হঠাৎ শতাধিক নারীর বিক্ষোভ গলাচিপায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু মির্জগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে কলেজ শাখা ছাত্রলীগের বৃক্ষ রোপণ কাউখালীতে মৎস্য কার্ডধারী জেলেদের মধ্যে ছাগল বিতরণ বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র