রাজশাহীতে গৃহহীন পরিবার পাচ্ছেন ১৭৫টি ঘর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

রাজশাহীতে এবার ভুমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ১৭৫টি সেমিপাকা ঘর। ইতোমধ্যে এই ঘরগুলোর নির্মাণ কাজ শেষ হয়েছে।

আগামী ২১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে ৩য় পর্যায়ের দ্বিতীয় ধাপে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘর প্রদানের উদ্বোধন করবেন। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষে প্রেস ব্রিফিংয়ের করা হয়।

জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন একজন মানুষও গৃহহীন থাকবে না। সে লক্ষ্যে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে সারাদেশে ২৬ হাজার ৩৯০টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, রাজশাহী জেলায় হালনাগাদকৃত ভূমি ও গৃহহীন পরিবারের সংখ্যা ৪ হাজার ৩২১টি। এর মধ্যে প্রথম পর্যায়ে ৬৯২টি, দ্বিতীয় পর্যায়ে ৮৫৪টি, তৃতীয় পর্যায়ের প্রথম ধাপে ১ হাজার ১৪৯টি ঘরের চাবিসহ দুই শতক জমি হস্তান্তর করা হয় এবং তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে রাজশাহী জেলায় ১৭৫টি ঘরের চাবি হস্তান্তর করা হবে।

তিনি বলেন, তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে পবা উপজেলায় ১০টি, মোহনপুর উপজেলায় ১০টি, তানোর উপজেলায় ১৭টি, গোদাগাড়ী উপজেলায় ১৮টি, পুঠিয়া উপজেলায় ১৭টি, দূর্গাপুর উপজেলায় ২৫টি, চারঘাট উপজেলায় ৩৩টি, বাঘা উপজেলায় ৩০টি এবং বাগমারা উপজেলায় ১৫টি পরিবার জমি ও গৃহ পাবে। অবশিষ্ট এক হাজার ৪৫১টি পরিবারকে এই বছরের মধ্যেই পুনর্বাসন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা প্রশাসক আরও জানান, ঐদিন বাঘা, চারঘাট ও মোহনপুর এই ০৩টি উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হবে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং রাজশাহীতে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

 

শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম ক্রয় করলেন জুয়েল ঠাকুরগাঁও ১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র নিলেন যুব মহিলালীগের নেত্রী তাহমিনা ৩০ ফিলিস্তিনির মুক্তি, হামাস ছাড়ল ১২ জনকে বুধবার ইসির সঙ্গে বৈঠকে বসবে ইইউ নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সুনামগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড সংসদ নির্বাচন পেছাতে লিগ্যাল নোটিশ আমতলীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় কুপিয়ে জখম আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে : পররাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ৩  সাতক্ষীরায় প্রতারণা, জালিয়াতি  আত্মসাৎতের  মামলায় সাবেক অধ্যক্ষ  কারাগারে টানেলে আটকা ৪১ শ্রমিককে উদ্ধার কিছুক্ষণের মধ্যে বকশীগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু শারীরিক শিক্ষা কেবল দৈহিক নয় বঙ্গবন্ধু সরকারি কলেজের এইচএসসি পরীক্ষায় ৭৫ জনের ৭৩ জনই ফেল নওগাঁয় রাস্তার পাশ থেকে যুবতীর মরদেহ উদ্ধার নরসিংদী ৪: স্বতন্ত্র লড়বেন মনোহরদী উপজেলা চেযারম্যান বীর বরগুনা -১ আসনের নৌকার প্রার্থী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপিকে সংবর্ধনা! সোহরাওয়ার্দী কলেজে উচ্চমাধ্যমিকের ফলাফলে বিপর্যয়, জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮ জন গৌরীপুরে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ডাঃ আকাশ