রাজবাড়ীর দৌলতদিয়ায় বেড়েছে ঘরমুখো মানুষের চাপ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

ঈদ উল আযহার ছুটির প্রথমদিনে দেশের দক্ষীণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। তবে, পদ্মা সেতু উদ্বোধনের আগে দৌলতদিয়ার যে রূপ এই ঘাটের এখন তা একেবারেই অচেনা। নেই কোন যানজট। স্বস্তিতে ফেরি পার হতে পারছেন হাজারো মানুষ।

শুক্রবার (৮ জুলাই) সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা ঘুরে দেখা যায়, ভোর থেকেই পাটুরিয়া থেকে যে সমস্ত ফেরি এবং লঞ্চ ছেড়ে এসেছে সে সব লঞ্চ এবং ফেরিতে ছিল যাত্রীদের উপচে পড়া ভীড়।

বিআইডাব্লিউটিসি ঘাট শাখা থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে ৯ হাজার যানবাহন পারাপার হয়েছে।

বিজ্ঞাপন

তবে, ঈদের ছুটির প্রথম দিনেও সরকারী নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাইক চলাচল করছে। পাটুরিয়া থেকে ছেড়ে আসা প্রতিটি ফেরিতে বাইকের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।

তবে ঢাকা থেকে ছেড়ে আসা প্রতিটি বাস যাত্রী দিয়ে কানায় কানায় পরিপূর্ণ ছিল। চালক এবং যাত্রীদের চোখে মুখে ছিল আনন্দের হাসি। রাবেয়া পরিবহনের একজন বাস চালক বলেন অনেকদিন ধরে রাজবাড়ী থেকে ঢাকায় গাড়ি চালিয়ে যাওয়া আসা করি, বিগত দিনে যাত্রী নিয়ে ঘন্টার পর ঘন্টা ফেরির জন্য অপেক্ষা করতে হয়েছে। আর এখন কোন ধরনের ভোগান্তি ছাড়াই সরাসরি ফেরীতে উঠতে পারছি।

যাত্রীদের সাথে কথা হলে, তারা জানান কোনরকম দূর্ভোগ ছাড়াই এবার তারা ঘরমুখী হতে পারছেন। তবে, কিছু কিছু যাত্রী অভিযোগ করেছেন অতিরিক্ত ভাড়া নিয়ে। তারা জানান, কিছু কিছু বাস স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বেশি ভাড়া আদায় করছে।

বিজ্ঞাপন

বিআইডব্লিউডিসি দৌলতদিয়া শাখার সহকারী ব্যাবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, এই মুহূর্তে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৯ টি ফেরি চলাচল করছে। আর বিআইডব্লিউটিএ এর পোর্ট অফিসার সাজ্জাদ হোসেন জানান, এই নৌ রুটে ছোট বড় মিলিয়ে ২০ টি লঞ্চ যাতায়াত করছে। তারা আরো বলেন এবার কোনরকম ভোগান্তি ছাড়াই মানুষ বাড়ি ফিরতে পারছেন।

শীর্ষ সংবাদ:
নতুন প্রজন্মকে স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানাতে মুক্তিযুদ্ধ বিষয়ক সাংবাদিকতার গুরুত্ব অপরিসীম : স্পিকার বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশের অগ্রাধিকার হচ্ছে রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন : উজরা জেয়াকে প্রধানমন্ত্রী ঝিনাইদহে চ্যালেন ২৪ এর জেলা প্রতিনিধি সাদ্দাম সন্ত্রাসী হামলায় আহত, বসতঘর ভাঙচুর আত্মহত্যার দর্শন ও স্বরূপ সন্ধান প্রবল বৃষ্টির মধ্যে জয়পুরহাট-১ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী হাসানুজ্জামান মিঠুর সফল জনসমাবেশ ভূমিহীন মরিয়ম ত্রিশ বছর ধরে স্যানিটারি মিস্ত্রির কাজ করছে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্যমন্ত্রী বাজার থেকে আলু উধাও ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু দূর্নীতিবাজ যেই হোক, সে রাজনৈতিক দলের নেতা হতে পারেনা: মহিব্বুর রহমান গোয়ালন্দে অসুস্থ রোগীর চিকিৎসায় এগিয়ে এলেন প্রবাসী হোসাইন সরনজাই কলেজ অধ্যক্ষ ইমারতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডেঙ্গু আক্রান্ত হয়ে আ’লীগ নেত্রীর মৃত্যু সবজির বাজারে আগুন, বাড়তি ফার্মের মুরগির দামও উত্তর অ্যামেরিকার সমর্থন ধরে রাখতে মরিয়া জেলেনস্কি ২০২৪ সালের হজের কোটা ঘোষণা পল্টনে ব্যাংকে ঢুকে ছিনতাই, দুই পুলিশসহ গ্রেফতার ৫ বৃষ্টিতে ভিজে ভ্রম্যমাণ আদালতের অভিযান ৬ ব্যবসায়ীকে জরিমানা বরিশালে যুবদল নেতাকে হাতুড়ি পেটা যুবলীগের