মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীর বসতঘরে ভাঙচুর ও লুটপাট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

মাদারীপুরে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় তার স্বজনরা ওই গৃহবধূর স্বামীর বসতঘরে হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ সময় দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তিনটি বসতঘর ও একটি দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। গতকাল রাতে সদর উপজেলার এওজ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর আগে দুধখালি ইউনিয়নের ছোবাহান কবিরাজের মেয়ে লিয়া মনির সঙ্গে একই ইউনিয়নের এওজ এলাকার কালাম সরদারের ছেলে মাসুদ সরদারের সঙ্গে বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতেই মাসুদ ও তার পরিবারের লোকজন সঙ্গে পারিবারিক নানা বিষয় নিয়ে জগড়া বিবাধ লেগেই ছিল। এ নিয়ে এলাকায় কয়েক দফা পারিবারিকভাবে শালিস-বৈঠকও হয়। এরই জের ধরে লিয়ামনির সাথে তার স্বামীর বৃহস্পতিবার দুপুর থেকে ঝগড়া হয়।

বিজ্ঞাপন

সন্ধ্যায় মাসুদ সরদার তার ঘর থেকে বাহিরে চলে গেলে স্বামীর ওপর রাগ করে তার স্ত্রী লিয়ামনি গলায় ওড়না প্যাচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে স্থানীয়রা জানায়। খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিয়ামনির লাশটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়। এরপরেই লিয়ামনির বাবার বাড়ির স্বজনরা এসে মাসুদের বসতঘরসহ আশেপাশের তিনটি ঘরে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে ভাঙচুর চালায়। এ সময় মাসুদের বাবা কালাম সরদারের মুদি দোকনেও ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

এ সম্পর্কে দুধখালি ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ফারুক খান বলেন, ‘লিয়া মৃত্যুর খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি লিয়ার বাবার বাড়ির লোকজন জড়ো হয়ে মাসুদের ঘরে ভাঙচুর চালাচ্ছে। আমি ওদের বারণ করার পরেও তারা আমার কথা শোনে নাই। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

এ ঘটনা লিয়ার বাবার বাড়ির লোকজনের সঙ্গে একাধিকবার কল দেওয়া হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
জানতে চাইলে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে আমরা মনে করছি, ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু বিষয়টি তার বাবার বাড়ির লোকজন বুঝতে চাইছে না।

বিজ্ঞাপন

তারা উত্তেজিত হয়ে লিয়ার স্বামীর বসতঘরে হামলা ও ভাঙচুর চালিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শীর্ষ সংবাদ:
বিদ্যুতে বকেয়া ১৮ হাজার কোটি টাকা সবাইকে সমান সুবিধা দিতে মার্কিন রাষ্ট্রদূতকে অনুরোধ আইনমন্ত্রীর গুচ্ছ ‘সি’ ইউনিটে পাস ৬৩.৪৬ শতাংশ, প্রথম হয়েছে রায়হান শিক্ষার্থীকে ছাত্রলীগের মারধর, সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিককে হেনস্তা কলারোয়ায় ক্রীড়া সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান শেখ হাসিনাকে ভোট দিয়ে আবার প্রধানমন্ত্রী বানাতে হবে: মুজিবুল হক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাতা বিতরণ ইবির জালালাবাদ স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে আল-আমিন ও পাশা গাইবান্ধায় পুলিশের কঠোর তৎপরতায় কৃষি ব্যাংকের ১৪ লাখ টাকা লুটের রহস্য উন্মোচন দেশ সেবার লক্ষ্যে শিক্ষার্থীদের গড়ে উঠার আহ্বান ইবি উপাচার্যের আগামীতে নির্বাচিত হলে রাজশাহীতে কেন্দ্রীয় মন্দির স্থাপন করতে চাই : লিটন কবির জন্য অপেক্ষা নরসিংদীতে জমে উঠেছে কাঠাল সহ বিভিন্ন ফলের বাজার নরসিংদীতে রায়পুরায় মহিষের আক্রমণে কৃষক দম্পত্তি গুরতর আহত ঈশ্বরগঞ্জে অটোরিকশার চাপায় শিশু নিহত মোরেলগঞ্জে মায়ের সামনে মেয়েকে ধর্ষণ চেষ্টা: আসামি গ্রেফতার আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছিলাম সাতক্ষীরায় রুহুল হত্যা মামলার আসামী গ্রেফতার তারেক-জোবাইদার মামলা: সাক্ষ্য দিলেন তিন ব্যাংক কর্মকর্তা পাইকগাছায় ইজারা নিয়ে পৌরসভা কর্তৃপক্ষের অবহেলায় বিপাকে ইজারাদার