ভুমি কর্মকর্তার ভুমিগ্রাস বন্ধ করলো প্রশাসন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

রাজশাহীর মোহনপুর ও নওগাঁ মান্দার সীমান্তবর্তী সাবাই বিলে অবৈধ পুকুর খনন বন্ধ করেছে প্রশাসন। স্থানীয়রা জানান, এনামুল হক পুকুর পাড়ে দেশী অস্ত্রে সজ্জিত রাজনৈতিক পরিচয়ের হোমরাচোমরাদের পাহারা বসিয়ে অবৈধ পুকুর খনন করছে। গত ১৭ জুলাই রোববার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাবিহা সুলতানার নির্দেশে মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাস অবৈধ পুকুর খনন কাজ বন্ধ করে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহীর মোহনপুর উপজেলার ভাতুড়িয়া গ্রামের মৃত জহির উদ্দিন মোল্লার পুত্র ও সহকারি ভূমি কর্মকর্তা (অবঃ) এনামুল হক। তিনি রাজনৈতিক প্রভাববিস্তার, এলাকার কৃষকদের বাঁধা উপেক্ষা, বিলের পানি প্রবাহের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি ও সাবাই বিলের কৃষি জমি নষ্ট করে প্রায় ৩০ বিঘা আয়তনের অবৈধ পুকুর খনন শুরু করেন।স্থানীয় কৃষকরা বাধা দিতে গেলে তাদের হত্যা ও বাড়িঘর জ্বালিয়ে এলাকাছাড়া করার হুমকি দিয়ে এনামুল হক পুকুর খননের কাজ চলমান রাখেন।

এবিষয়ে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএন) অবগত করা হলে তিনি অনীহার সঙ্গে দেখছি, দেখবো বলে কোনো পদক্ষেপ গ্রহণ না করে কালক্ষেপন করতে থাকে। কৃষকেরা নিরুপায় হয়ে বিষয়টি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে অবগত করা মাত্রই তিনি মোহনপুর উপজেলা সহকারি কমিশনারকে (ভুমি) দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। গত ১৭ জুলাই নির্দেশ পেয়ে তিনি তাৎক্ষনিক পুকুর খনন কাজ বন্ধ করে দিয়ে এক্সেভেটর যন্ত্র এবং ড্রোজার যন্ত্রের চাবি জব্দ করেন। তবে ভুমিগ্রাসী এনামুল হককে আটক না করায় সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

এবিষয়ে এনামুল হক বলেন, সারা দেশ জুড়ে পুকুর খনন চলছে প্রশাসন দেখতে পায় না। আমার পুকুর কাটলেই সমস্যা কি ? প্রশাসন দেখতে পায়, আসলে আপনারাও তো বোঝেন?

এবিষয়ে জানতে চাইলে মোহনপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) প্রিয়াংকা দাস বলেন, পুকুর খনন বন্ধ করে দিয়ে মেশিনের চাবি জব্দ করা হয়েছে, পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পুনরাই ওই পুকুর খনন করা হলে কি ধরণের ব্যবস্থা নেয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরবর্তীতে এবিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
নির্বাচন নিয়ে শংকার কিছু নেই, সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে: হানিফ বকশীগ‌ঞ্জে এক নারীর তিন সন্তান প্রসব নিয়ামতপুরে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ বিতরণ ঝিনাইদহে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত টানা ১৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি পুলিশ হেফাজতে দুদকের সাবেক উপপরিচালকের মৃত্যু, স্বজনদের দাবি হত্যা সিকিমে আকস্মিক বন্যা, ২৩ ভারতীয় সেনা নিখোঁজ ইশতেহার তৈরির জন্য মতামত চায় আ.লীগ খেলাপি ঋণে শ্রীলঙ্কার কাছাকাছি বাংলাদেশ জেলা মাদকদ্রব্যের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ মেহেরপুরে গোপন বৈঠক চলাকালে জামায়াতের ৩জন রোকন আটক লাকসামে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ২ জন আহত বরিশালে পারিবারিক দন্ধে শাশুড়ীকে খুনের অভিযোগ বুদ্ধি প্রতিবন্ধী ছেলেকে বলাৎকার, বৃদ্ধ গ্রেপ্তার মেডিকেলে ভাঙচুর ও র‍্যাগিংয়ের ঘটনায় ইবির ৬ শিক্ষার্থী বহিষ্কার ১৬ দিন পর মৃত্যুর কাছে হেরে গেলেন রাজশাহী কলেজের শিক্ষার্থী নিশাদ ডিজিটাল কানেক্টিভিটি টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : স্পিকার নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘বীরকন্যা’ চলচ্চিত্র প্রদর্শনী রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় ভিড়েছে রাশিয়ান জাহাজ