ভালো লাগে শীতল হাওয়া,
সবুজ মাঠের ঘাসে।
ভালো লাগে যতদূর চোখ যায়
ততদূর আপন মনে হেঁটে যেতে।
ভালো লাগে তাই চলে যায়,
দূর পাহাড়ের কাছে।
দেখি ঝরণার ছুটে চলে যাওয়া
দেখি প্রকৃতির কত অপূর্ব মায়া।
ভালো লাগে ভোরের হাওয়া,
চারিদিকে পাখির নিত্য নতুন খেলা।
হয়ে যায় যখন বেলা,
ভালো লাগে বিকেলের সূর্য,
সূর্যাস্তের সেই মূহুর্তগুলো।
ভালো লাগে সন্ধ্যার উজ্জ্বল তারা,
সেই দেখে আমি হয়ে যাই দিশেহারা।
ভালো লাগে রাতের আকাশে ওঠা
পূর্ণিমারই চাঁদের আলো।
তখন রাতের আকাশটা দেখতে লাগে
অনেক অনেক ভালো।
ভালো লাগে তাই বাঁশি বাজায়
দক্ষিণের খোলা হাওয়ায়।
সবুজের দিকে চেয়ে চেয়ে,
ফসলের মাঠের প্রান্তরে।
ভালো লাগে শান্ত নদীর তীরে,
জেলেদের মাছ ধরার দৃশ্য দেখে।
যখন দেখি সমুদ্রের ঢেউ;
শুনতে পাই পাখিদের মধ্যে কেউ
করছে কিচিরমিচির।
এসব দেখেই মুগ্ধ হয়ে যায়,
প্রকৃতির সৌন্দর্যে ভরা রূপ।
ভালো লাগে, ভালো লাগে
ভালো লাগেরে সবকিছুই।
তাই তো বলি, ভালো লাগে বেশ,
ভালো লাগার নাইতো শেষ।