ভাঙ্গুড়ায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

পাবনার ভাঙ্গুড়ায় ‘আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার’ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩য় পর্যায়ে (২য় ধাপ) জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান।
উক্ত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, ভাঙ্গুড়া প্রেস-ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, অনলাইন প্রেস-ক্লাবের সভাপতি অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুৎ, সাংবাদিক বিকাশ কুমার চন্দ্র চন্দ, হেলাল উদ্দিন, আব্দুর রহিম, মঈনুল ইসলাম, রায়হান আলী, মানিক হোসেন, মিনু রহমান খান, শাহেবুল ইসলাম পিপুল,
সিরাজুল ইসলাম আপন, আব্দুল আজিজ ও রাজধানী টাইমস এর পাবনা (জেলা) প্রতিনিধি সাখাওয়াত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে লিখিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। জাতির পিতার এ স্বপ্ন পূরণের লক্ষে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ঘোষণা করেছেন “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না”।

বিজ্ঞাপন

আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে একযোগে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপে জমিসহ সর্বমোট ২৬,৩৯০টি ঘর প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এ উপলক্ষে ভাঙ্গুড়া উপজেলায় ১৫টি সহ পাবনা জেলায় সর্বমোট ৩৪১টি ঘর জমিসহ উপকারভোগীদের নিকট বুঝিয়ে দেওয়া হবে। অত্র উপজেলায় নির্মিত ঘরসমূহ উপকারভোগীদের অনুকূলে বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে নামজারি ও কবুলিয়ত দলিল সম্পূর্ণসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, এই প্রকল্পের আওতায় এখানে ১ম পর্যায়ে ১১টি ঘর নির্মাণ করা হয়েছে যার মধ্যে ১টি ঘর পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক নির্মিত হয়েছে। ২য় পর্যায়ে ১০টি ও অতিরিক্ত আরোও ১টি ঘর উপজেলা পরিষদ কর্তৃক নির্মিত হয়েছে। ৩য় পর্যায়ে চর-ভাঙ্গুড়াতে ৫টি ঘর এবং বেতুয়ানে আরও ৫টি ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

অত্র উপজেলায় নির্মিতব্য সর্বমোট ৯০টি ঘরের মধ্যে ইতিমধ্যে ৪৭টি ঘর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ৪৩টি ঘর প্রয়োজনীয় খাস জমি প্রাপ্তি সাপেক্ষে দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ করা হবে। চর-ভাঙ্গুড়ায় ১.০১ একর খাস জমি নির্বাচন করা হয়েছে। যা গুমানী নদী খনন প্রকল্পের মাটি দ্বারা ভরাট করা হবে।

বিজ্ঞাপন

ইতিমধ্যে এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধনের লক্ষে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে বলেও জানান তিনি।

শীর্ষ সংবাদ:
ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে রাজীব, লিখন জবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে ‘ডিবেট প্রিমিয়ার লীগ’ প্রতিযোগিতা তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত নগরকান্দায় বাস ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ নিহত ২, আহত ৩ বিদায়বেলায় কাঁদলেন-কাঁদালেন, আবেগে ভাসিয়ে বিদায় নিলেন নাজনীন সুলতানা জবিতে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করে ভর্তি পরীক্ষা নয়: জবি শিক্ষক সমিতি ফ‌রিদপু‌রে ৭ই মা‌র্চের ভাষণ সাত‌টি বি‌দে‌শি ভাষায় উপস্থাপন করার আয়োজন স্থানীয় জেলা প্রশাসনের ১২০ টাকায় পুলিশে চাকুরি পেয়েছে নাইটগার্ড কন্যা রিচি জয়পুরহাটে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত নজরুল বিশ্ববিদ্যালয়ে বঙ্গমাতা হলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাংলাদেশকে একটি বিমান চলাচল কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রোডম্যাপ জরুরি : প্রধানমন্ত্রী ফেসবুকে যা চাইলেন আরাভ খান সিংগাইরে মাদ্রাসা ছাত্রী ধর্ষনের দায়ে মূল অভিযুক্ত গ্রেফতার হাইকমান্ডের নজরদারিতে বিএনপির আরও ১১ কেন্দ্রীয় নেতা ওয়ানডে বিশ্বকাপের তারিখ ঘোষণা আইসিসির শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তানে ৯ জনের প্রাণহানি চাঁদ দেখা যায়নি, সৌদিতে রোজা শুরু বৃহস্পতিবার রাষ্ট্রপতির কাছে তুরস্ক, ফিলিপাইনের রাষ্ট্রদূতদের পরিচয়পত্র পেশ কুবিতে বঙ্গবন্ধু পরিষদের একাংশের নতুন কমিটি কুবিতে শিক্ষার্থীদের পরিচয়পত্র সাথে রাখার নির্দেশ