ব্রিটেনে কে হচ্ছেন প্রধানমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে শেষ দুই স্থানে জায়গা করে নিয়েছেন সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস। একই সঙ্গে ক্ষমতাসীন টোরি দলের নেতা হওয়ার পথেও এখন এ দুজনই রয়েছেন।

প্রাপ্ত খবর অনুযায়ী, গত ২০ জুলাইয়ের ভোটাভুটিতে তৃতীয় হয়ে লড়াই থেকে বাদ পড়েন পেনি মরডন্ট। এ দফায় ঋষি পান ১৩৭ ভোট, লিজ ট্রাস ১১৩ এবং পেনি ১০৫ ভোট। এ পর্যন্ত হওয়া ভোটাভুটির সবগুলোতেই ঋষি সুনাক এক নম্বরে ছিলেন। এখন শেষ রাউন্ডের ভোটে মুখোমুখি হবেন ঋষি এবং লিজ ট্রাস। বরিস জনসন মন্ত্রিসভার দুই সদস্যের লড়াইয়ে যিনি বিজয়ী হবেন, তিনিই ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করবেন।

প্রসঙ্গত, আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত কনজারভেটিভ পার্টির সাধারণ সদস্যরা পোস্ট অফিসের মাধ্যমে তাদের ভোট দেবেন। ধারণা করা হয়, কনজারভেটিভ পার্টির প্রায় ১ লাখ ৬০ হাজার সাধারণ সদস্য রয়েছেন। আগামী ৫ সেপ্টেম্বর এ ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গতকাল পার্লামেন্টের অধিবেশন মুলতবি হয়ে গেছে। এবার ক্ষমতাসীন টোরিরা তাদের নতুন নেতা নির্বাচন করবেন। ৫ সেপ্টেম্বর নতুন নেতার নাম ঘোষণা করা হবে। ক্ষমতাসীন এ দলটির নতুন প্রধান নেতাই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। ততদিন জনসন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদে থাকবেন। ভোটের ফল নিয়ে এদিকে বিভিন্ন জরিপে দাবি করা হচ্ছে, কনজারভেটিভ পার্টির সাধারণ সদস্যরা ঋষি সুনাককে খুব বেশি একটা পছন্দ করেন না। তাদের কাছে প্রিয় ব্যক্তি লিস ট্রাস।

এদিকে চূড়ান্ত পর্বে ওঠার পর ট্রাস সাংবাদিকদের বলেছেন, তিনি পুরোপুরি ‘ইতিবাচক প্রচারণায়’ মনোনিবেশ করেছিলেন। তার প্রতি আস্থা রাখার জন্য সহকর্মীদের ধন্যবাদও দিয়েছেন ট্রাস।

অন্যদিকে, সুনাকও তার প্রতি আস্থা রাখার জন্য সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেছেন, ‘দেশব্যাপী আমাদের বার্তা পৌঁছে দিতে আমি দিনরাত কাজ করব।’

বিজ্ঞাপন

 

আরও পড়ুন—

ঢাকায় কোথায় কখন লোডশেডিং

তেল সরবরাহ আবারও বন্ধের হুশিয়ারি রাশিয়ার

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট ক্ষমতা নিতেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান শুরু

সূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান

শীর্ষ সংবাদ:
ঠাকুরগাঁও-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম ক্রয় করলেন জুয়েল ঠাকুরগাঁও ১ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র নিলেন যুব মহিলালীগের নেত্রী তাহমিনা ৩০ ফিলিস্তিনির মুক্তি, হামাস ছাড়ল ১২ জনকে বুধবার ইসির সঙ্গে বৈঠকে বসবে ইইউ নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সুনামগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড সংসদ নির্বাচন পেছাতে লিগ্যাল নোটিশ আমতলীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় কুপিয়ে জখম আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে : পররাষ্ট্রমন্ত্রী ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের সংঘর্ষ, আহত ৩  সাতক্ষীরায় প্রতারণা, জালিয়াতি  আত্মসাৎতের  মামলায় সাবেক অধ্যক্ষ  কারাগারে টানেলে আটকা ৪১ শ্রমিককে উদ্ধার কিছুক্ষণের মধ্যে বকশীগঞ্জে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু শারীরিক শিক্ষা কেবল দৈহিক নয় বঙ্গবন্ধু সরকারি কলেজের এইচএসসি পরীক্ষায় ৭৫ জনের ৭৩ জনই ফেল নওগাঁয় রাস্তার পাশ থেকে যুবতীর মরদেহ উদ্ধার নরসিংদী ৪: স্বতন্ত্র লড়বেন মনোহরদী উপজেলা চেযারম্যান বীর বরগুনা -১ আসনের নৌকার প্রার্থী এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপিকে সংবর্ধনা! সোহরাওয়ার্দী কলেজে উচ্চমাধ্যমিকের ফলাফলে বিপর্যয়, জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮ জন গৌরীপুরে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ডাঃ আকাশ