ব্রিটেনে কে হচ্ছেন প্রধানমন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে শেষ দুই স্থানে জায়গা করে নিয়েছেন সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিস ট্রাস। একই সঙ্গে ক্ষমতাসীন টোরি দলের নেতা হওয়ার পথেও এখন এ দুজনই রয়েছেন।

প্রাপ্ত খবর অনুযায়ী, গত ২০ জুলাইয়ের ভোটাভুটিতে তৃতীয় হয়ে লড়াই থেকে বাদ পড়েন পেনি মরডন্ট। এ দফায় ঋষি পান ১৩৭ ভোট, লিজ ট্রাস ১১৩ এবং পেনি ১০৫ ভোট। এ পর্যন্ত হওয়া ভোটাভুটির সবগুলোতেই ঋষি সুনাক এক নম্বরে ছিলেন। এখন শেষ রাউন্ডের ভোটে মুখোমুখি হবেন ঋষি এবং লিজ ট্রাস। বরিস জনসন মন্ত্রিসভার দুই সদস্যের লড়াইয়ে যিনি বিজয়ী হবেন, তিনিই ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করবেন।

প্রসঙ্গত, আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত কনজারভেটিভ পার্টির সাধারণ সদস্যরা পোস্ট অফিসের মাধ্যমে তাদের ভোট দেবেন। ধারণা করা হয়, কনজারভেটিভ পার্টির প্রায় ১ লাখ ৬০ হাজার সাধারণ সদস্য রয়েছেন। আগামী ৫ সেপ্টেম্বর এ ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গতকাল পার্লামেন্টের অধিবেশন মুলতবি হয়ে গেছে। এবার ক্ষমতাসীন টোরিরা তাদের নতুন নেতা নির্বাচন করবেন। ৫ সেপ্টেম্বর নতুন নেতার নাম ঘোষণা করা হবে। ক্ষমতাসীন এ দলটির নতুন প্রধান নেতাই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী। ততদিন জনসন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদে থাকবেন। ভোটের ফল নিয়ে এদিকে বিভিন্ন জরিপে দাবি করা হচ্ছে, কনজারভেটিভ পার্টির সাধারণ সদস্যরা ঋষি সুনাককে খুব বেশি একটা পছন্দ করেন না। তাদের কাছে প্রিয় ব্যক্তি লিস ট্রাস।

এদিকে চূড়ান্ত পর্বে ওঠার পর ট্রাস সাংবাদিকদের বলেছেন, তিনি পুরোপুরি ‘ইতিবাচক প্রচারণায়’ মনোনিবেশ করেছিলেন। তার প্রতি আস্থা রাখার জন্য সহকর্মীদের ধন্যবাদও দিয়েছেন ট্রাস।

অন্যদিকে, সুনাকও তার প্রতি আস্থা রাখার জন্য সহকর্মীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেছেন, ‘দেশব্যাপী আমাদের বার্তা পৌঁছে দিতে আমি দিনরাত কাজ করব।’

বিজ্ঞাপন

 

আরও পড়ুন—

ঢাকায় কোথায় কখন লোডশেডিং

তেল সরবরাহ আবারও বন্ধের হুশিয়ারি রাশিয়ার

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট ক্ষমতা নিতেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান শুরু

সূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান

শীর্ষ সংবাদ:
জিটুজি প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন তরান্বিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর অ‌বৈধভা‌বে বালু উ‌ত্তোল‌নের দা‌য়ে দুই বালু ব্যবসায়ীকে ৭লাখ টাকা জরিমানা পটুয়াখালীতে শহীদ সেনা অফিসার হাবিবুর রহমানের পরিবারে “সেনা নিকেতন” এর চাবি হস্তান্তর ছেংগারচর পৌরসভা নির্বাচন -২০২৩ আ’লীগের দলীয় ফরম কিনে জমা দিলেন নাছির উদ্দীন ছেংগারচর পৌরসভা নির্বাচন-২০২৩ দলীয় মনোনয়ন ফরম কিনলেন সেলিম গেজেটে ডিভিএম ডিগ্রির অন্তর্ভুক্তি ও অভিন্ন ডিগ্রি চালুর দাবি শরণখোলায় গাঁজা গাছসহ মাদককারবারি আটক তেল-সার-শ্রমিকের মূল্য বৃদ্ধিতে হিমশিম অবস্থা শরণখোলার চাষিদের ভালুকায় ৪ ডাকাত আটক স্ব-শরীরে সমাবর্তনের দাবিতে ঢাবি উপাচার্যকে স্মারকলিপি প্রদান রাজবাড়ীতে ডিবির অভিযানে চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে বৃষ্টির জন্য দ্বিতীয় দিনের মত ইসতিসকার নামাদ আদায় ডলার খরচ করে বিএনপি প্রতিনিয়ত সরকারবিরোধী কুৎসা ও বদনাম রটাচ্ছে : ওবায়দুল কাদের শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের বিচার শুরু ছাত্র সংসদ নির্বাচন চাই সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা কুমিল্লা ডিসি অফিসের সম্মেলন কক্ষে হঠাৎ শতাধিক নারীর বিক্ষোভ গলাচিপায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু মির্জগঞ্জে বিশ্ব পরিবেশ দিবসে কলেজ শাখা ছাত্রলীগের বৃক্ষ রোপণ কাউখালীতে মৎস্য কার্ডধারী জেলেদের মধ্যে ছাগল বিতরণ বন্ধ হয়ে গেল পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র