বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, জ্ঞান সৃষ্টির জায়গা: শিক্ষামন্ত্রী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, জ্ঞান সৃষ্টির জায়গা। আর এর জন্য প্রয়োজন গবেষণা।

শিক্ষার প্রধান উদ্দেশ্য হলো মূল্যবোধ সৃষ্টি। এই মূল্যবোধের কারণে শিক্ষার্থীদের মাঝে মানবিকতার পাশাপাশি দায়িত্ববোধ গড়ে উঠবে। ২০২৫ সালের মধ্যে শিক্ষার গুণগতমান আরো বৃদ্ধি পাবে।

মন্ত্রী রবিবার (৩ জুলাই) সন্ধ্যায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের আয়োজনে ‘International Conference on STEM and the 4th Industrial Revolution, ২০২২’ শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের সামপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির ফলে দেশ আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের সাফল্যের অংশীদার হতে হবে। বিজ্ঞান চর্চার পাশাপাশি আমাদের সাহিত্য, ইতিহাস, দর্শন বিদ্যার ওপর জ্ঞান অর্জন করতে হবে। সাহিত্য মানুষকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলে। আত্মবিবিশ্বাস নিয়েই শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বক্তৃতা করেন সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এবং উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মৎ হোসনে আরা।

সম্মেলন আয়োজক কমিটির সভাপতি প্রফেসর ড. আফরোজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান আয়োজক কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মো: হায়দার আলী বিশ্বস।
অনুষ্ঠান শেষে মন্ত্রী ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড bd Stem বেস্ট স্টুডেন্ট পেপার অ্যাওয়ার্ড’ প্রদান করেন।

বিজ্ঞাপন

 

আর টাইমস/ এসএইচ

শীর্ষ সংবাদ:
শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশুদের টাকা আত্মসাতের অভিযোগ রিক্সা করে বান্ধবীকে নিয়ে বেড়ানোর সময় কুমিল্লায় ভুয়া পুলিশ আটক কাশিমপুর থেকে ফের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে শামসুজ্জামানকে মেঘনা নদীতে শিল্প–কারখানার বর্জ্যে, মরে ভেসে উঠছে মাছ অবশেষ ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে বিদ্যুৎ খাতে বাড়ছে ডলার সংকট রাজনীতিবিদকে বিয়ে করতে যাচ্ছেন পরিণীতি চোপড়া! শেষ হল ‘জওয়ান’র শ্যুটিং, কবে মুক্তি পাচ্ছে ছবি? যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে ৮ লাশ উদ্ধার আকিজ গ্রুপে চাকরির সুযোগ, সপ্তাহে ২ দিন ছুটি যশোরে জোড়া খুন স্বাধীনতাকে কটাক্ষ করে সংবাদ পরিবেশনের বিচার দাবি ঢাবি শিক্ষক সমিতি ও এডিটরস গিল্ড’র নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে রোজাদারদের মেহমানখানা বাকৃবিতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের নতুন কমিটি গঠিত যশোরে মামলা প্রত্যাহারসহ সাংবাদিকের মুক্তির দাবিতে মানববন্ধন বাংলাদেশ হকার্স ইউনিয়নে প্রধানমন্ত্রী বরাবর চিঠি রমজানের শুরুতে কিছু পণ্যের দাম বাড়লেও এখন তা কমে এসেছে: বাণিজ্যমন্ত্রী সিলেট বিএনপির প্যান্ডেল নির্মাণে পুলিশের বাধা রাজবাড়ী সদরে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১ নগরকান্দায় ইউপি চেয়ারম্যান এর বিরুদ্ধে সড়ক নির্মানে অনিয়মের অভিযোগ