বিমানবন্দর থেকে নিখোঁজ সিংগাইরের কুয়েত প্রবাসী সাইদুর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

ঢাকার বিমান বন্দর থেকে নিখোঁজ হয়েছেন মানিকগঞ্জ জেলার সিংগাইরের কুয়েত প্রবাসী সাইদুর রহমান(৪৫) । গত ২১ জুন তিনি কুয়েত থেকে ঢাকার হযরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করে পণ্য বহনের বুকিং রিসিভ এবং ইমিগ্রেশন করলেও স্বজনরা আর খোঁজ পাননি।

এ বিষয়ে গত ২৫ জুন সাইদুরের স্ত্রী রেহেনা বেগম ঢাকা মেট্টোপলিটনের বিমান বন্দর থানায় একটি সাধারন ডায়রী (জিডি) করেন। এদিকে ২৭ দিন হয়ে গেলেও এখনো তার কোন খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ সাইদুর রহমান উপজেলার বায়রা ইউনিয়নের বাইমাইল এলাকার মোঃ সুলতান আহাম্মেদের ছেলে।

সাইদুর রহমানের পরিবারের সাথে কথা বললে তারা জানান, সাইদুর ও তার মা কুয়েতে একই মালিকের কাজ করেন। সাইদুর বাড়ি ফিরে পরিবারের সাথে ঈদ উদযাপন করার জন্য দেশে আসেন। কুয়েত বিমান বন্দরে মালামাল বুকিং দিয়ে তিনি বিমানে উঠার সময় পরিবারের সাথে কথা বলেন। গত ২১ জুন সকাল সাড়ে আটটার দিকে তার ঢাকা পৌছানোর কথা। সেই অনুযায়ী পরিবারের লোকজন তাকে আনতে বিমান বন্দরে যান। কিন্তু তাকে আর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

সাইদুরের স্ত্রী রেহেনা বেগম বলেন, আমার স্বামী সৌদি এয়ার লাইন্স-এ কুয়েত হতে রিয়াদ হয়ে হযরত শাহ জালাল আন্ত: বিমান বন্দরে সকাল সাড়ে ৮ টার সময় পৌঁছায়। তার পাসপোর্ট নং BA 0576159। বিমান বন্দরের সমস্ত কাজ সম্পন্ন করে নিজ বাড়ীতে যাওয়ার কথা। আমরাও তাঁর আসার অপেক্ষায় গাড়ী নিয়ে বিমান বন্দর টার্মিনাল এলাকায় অপেক্ষায় থাকি। কিন্তু অপেক্ষার শেষ হয় না । পরবর্তিতে একটি মাধ্যমে জানতে পারি যে, আমার স্বামী এয়ারপোর্টের সমস্ত কাজ শেষ করে বের হয়ে গেছে। এখন তার কোন খোঁজ পাচ্ছিনা। তিন সন্তান ওদের বাবার অপেক্ষায় কান্নাকাটি করছে।

এবিষয়ে বিমান বন্দর থানার উপ-পরিদর্শক(এস আই) আব্দুল লতিফ মিয়া বলেন, সাইদুর রহমান নিখোঁজ হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। ভূক্তভূগী পরিবারকে বিমান বন্দরের ওই সময়ের ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে সাইদুরের খোঁজ পেতে কাজ চলমান রয়েছে।

বার্তা প্রেরক
মিলন মাহমুদ
সিংগাইর, মানিকগঞ্জ
মোবা. 01821727900

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
নির্বাচনে কারচুপি: জিম্বাবুয়ে-উগান্ডার ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আজ-কালের মধ্যে আসন ভাগাভাগির সিদ্ধান্ত: ওবায়দুল কাদের মুক্তদিবসের অনুষ্ঠানে হামলা, সাংস্কৃতিক অনুষ্ঠান পন্ড খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে আরামের পরিবার কুমিল্লা-৬ আসনে নির্বাচনে আ‘লীগের পরিচালনা কমিটি গঠিত না ফেরার দেশে চলে গেলেন সিআইডি’খ্যাত অভিনেতা ‘ফ্রেডরিক্স’ আদালতে আসামীর সাথে ধর্ষিতার বিয়ে, সন্তান পেলো পরিচয় কচুয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন বাংলাদেশে নির্বাচনের ফলাফল নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না : ওবায়দুল কাদের ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিখোঁজ ১০ বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ, ১০ ডিসেম্বর মানববন্ধন বিএনপির ৩০০ আসনে ১ হাজার ৯৮৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ একযোগে ৪৭ ইউএনওর বদলি মতলব উত্তরে অসামাজিক কাজে বাধা দেওয়ায় মারধর ও প্রাননাশের হুমকি বাকৃবিতে আমুসের সভাপতি বজলুল, সম্পাদক সোলায়মান জুতার মধ্যে ১৮৬১ পিস ইয়াবাসহ র‌্যাবের জালে শাহ আলম গ্রেফতার গোয়ালন্দে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন ও এক টন রড দিলেন মোস্তফা মুন্সী চড়ুই পাখির মেলা বসেছে কুয়াকাটার ইলিশ পার্কে পাবনায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার