বিএমডিএ’র অবৈধ মাটি বানিজ্য জনজীবন দুর্বীসহ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

রাজশাহীর তানোরে গ্রামবাসির বাঁধা উপেক্ষা, পরিবেশ দুষণ ও রাস্তা নষ্ট করে বিএমডিএ’র অবৈধ মাটি বাণিজ্যে জনজীবন দুর্বীসহ হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, বিএমডিএর সহকারি প্রকৌশলী মাহাফুজুর রহমানের মদদে ঠিকাদার পুকুর খননের মাটির অবৈধ বানিজ্য করতে গিয়ে এলাকার পরিবেশ ও রাস্তা নষ্ট করছে। অবৈধ মাটি বাণিজ্য বন্ধের জন্য গ্রামবাসি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, বরেন্দ্র অঞ্চলে ভূ-উপরিভাগের পানির ব্যবহার বাড়াতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এলাকার মজাপুকুর পুনঃখনন ও পুকুর পাড়ে বিভিন্ন প্রকারের গাছের চারা রোপণ কর্মসুচি গ্রহণ করেছেন। তানোরের বাধাইড় ইউনিয়নের (ইউপি) জুমারপাড়া গ্রামে একটি মজা পুকুর পুনঃখনন করা হচ্ছে। কিন্ত্ত ঠিকাদার নীতিমালা লঙ্ঘন করে পুকুরের মাটি বিক্রি করে হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন।

এসব মাটি পরিবহন করতে গিয়ে এলাকার পাকা-কাঁচা রাস্তা নষ্ট ও পরিবেশ দুষন করায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অথচ নীতিমালায় বলা হয়েছে পুকুরের মাটি কোনো অবস্থাতেই বিক্রি করা যাবে না, মাটি পুকুর পাড়ে ফেলে সেখানে গাছের রোপণ করতে হবে। এদিকে গ্রামবাসি এসব রাস্তা রক্ষা ও পরিবেশ দুষণ বন্ধের জন্য বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

বিজ্ঞাপন

জুমারপাড়া গ্রামের সাদেকুল, রবিউল ইসলাম ও রামনাথ বলেন, তারা বাধা দিতে গেলে ঠিকাদার পরিচয় দিয়ে মুরাদ আলী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে এতে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এবিষয়ে তানোর বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, রাস্তা নষ্ট হলে আবার সরকার রাস্তা তৈরী করে দিবেন, এটা নিয়ে আপনাদের (সাংবাদিক) সমস্য কি। তিনি বলেন, পুকুর পাড়ে জায়গা নাই তাই মাটি বিক্রি করা হচ্ছে। এবিষয়ে এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান জানান, এসব নিয়ে আমরা চরম বিব্রত অবস্থায় পড়েছি, নতুন নতুন রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলেন, কর্তৃপক্ষকে এসব রাস্তা দেখে অসন্তোষ প্রকাশ করছেন।

আমরা নিরুপায়, উপজেলা প্রশাসনের নজরদারি একান্তভাবে কামনা করছি। এবিষয়ে ঠিকাদার মুরাদ আলী জানান, আমি কর্তৃপক্ষের অনুমতি নিয়েই মাটি বিক্রি করছি।

বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ( চলতি দায়িত্ব) ডঃ আবুল কাশেম বলেন, পুকুরের মাটি বিক্রির কোন সুযোগ নেই। এবিষয়ে বিএমডিএর পুকুর পুনঃ খনন প্রকল্প পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) শরিফুল ইসলাম জানান পুকুর পুনঃ খননের মাটি বিক্রি করা যাবে না, আমি বিষয়টি অতি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।

বিজ্ঞাপন

 

আর টাইমস/ আছমা

শীর্ষ সংবাদ:
পাবনার ঈশ্বরদীতে নদীতে ডুবে শ্রমিকের মৃত্যু যশোরে বিএনপির অবস্থান ধর্মঘট জাতির পিতা ক্রীড়াপ্রেমী ছিলেন: এমপি বাবু এ সরকারের আমলে সাংবাদিকরাও নিরাপদে নেই: মোস্তাক মিয়া মাদারীপুরে গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামীর বসতঘরে ভাঙচুর ও লুটপাট সরকারকে হেয় করতে প্রথম আলো ও বিএনপি পরিপূরক হিসেবে কাজ করছে : ওবায়দুল কাদের শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশুদের টাকা আত্মসাতের অভিযোগ রিক্সা করে বান্ধবীকে নিয়ে বেড়ানোর সময় কুমিল্লায় ভুয়া পুলিশ আটক কাশিমপুর থেকে ফের কেন্দ্রীয় কারাগারে নেওয়া হচ্ছে শামসুজ্জামানকে মেঘনা নদীতে শিল্প–কারখানার বর্জ্যে, মরে ভেসে উঠছে মাছ অবশেষ ট্রেনের টিকিটে সহযাত্রীর নাম বাধ্যতামূলক করেছে বাংলাদেশ রেলওয়ে বিদ্যুৎ খাতে বাড়ছে ডলার সংকট রাজনীতিবিদকে বিয়ে করতে যাচ্ছেন পরিণীতি চোপড়া! শেষ হল ‘জওয়ান’র শ্যুটিং, কবে মুক্তি পাচ্ছে ছবি? যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত থেকে ৮ লাশ উদ্ধার আকিজ গ্রুপে চাকরির সুযোগ, সপ্তাহে ২ দিন ছুটি যশোরে জোড়া খুন স্বাধীনতাকে কটাক্ষ করে সংবাদ পরিবেশনের বিচার দাবি ঢাবি শিক্ষক সমিতি ও এডিটরস গিল্ড’র নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আয়োজনে রোজাদারদের মেহমানখানা বাকৃবিতে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধনের নতুন কমিটি গঠিত