বিএমডিএ’র অবৈধ মাটি বানিজ্য জনজীবন দুর্বীসহ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

রাজশাহীর তানোরে গ্রামবাসির বাঁধা উপেক্ষা, পরিবেশ দুষণ ও রাস্তা নষ্ট করে বিএমডিএ’র অবৈধ মাটি বাণিজ্যে জনজীবন দুর্বীসহ হয়ে উঠেছে। স্থানীয়রা জানান, বিএমডিএর সহকারি প্রকৌশলী মাহাফুজুর রহমানের মদদে ঠিকাদার পুকুর খননের মাটির অবৈধ বানিজ্য করতে গিয়ে এলাকার পরিবেশ ও রাস্তা নষ্ট করছে। অবৈধ মাটি বাণিজ্য বন্ধের জন্য গ্রামবাসি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

জানা গেছে, বরেন্দ্র অঞ্চলে ভূ-উপরিভাগের পানির ব্যবহার বাড়াতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এলাকার মজাপুকুর পুনঃখনন ও পুকুর পাড়ে বিভিন্ন প্রকারের গাছের চারা রোপণ কর্মসুচি গ্রহণ করেছেন। তানোরের বাধাইড় ইউনিয়নের (ইউপি) জুমারপাড়া গ্রামে একটি মজা পুকুর পুনঃখনন করা হচ্ছে। কিন্ত্ত ঠিকাদার নীতিমালা লঙ্ঘন করে পুকুরের মাটি বিক্রি করে হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন।

এসব মাটি পরিবহন করতে গিয়ে এলাকার পাকা-কাঁচা রাস্তা নষ্ট ও পরিবেশ দুষন করায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। অথচ নীতিমালায় বলা হয়েছে পুকুরের মাটি কোনো অবস্থাতেই বিক্রি করা যাবে না, মাটি পুকুর পাড়ে ফেলে সেখানে গাছের রোপণ করতে হবে। এদিকে গ্রামবাসি এসব রাস্তা রক্ষা ও পরিবেশ দুষণ বন্ধের জন্য বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

বিজ্ঞাপন

জুমারপাড়া গ্রামের সাদেকুল, রবিউল ইসলাম ও রামনাথ বলেন, তারা বাধা দিতে গেলে ঠিকাদার পরিচয় দিয়ে মুরাদ আলী দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে এতে তারা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। এবিষয়ে তানোর বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, রাস্তা নষ্ট হলে আবার সরকার রাস্তা তৈরী করে দিবেন, এটা নিয়ে আপনাদের (সাংবাদিক) সমস্য কি। তিনি বলেন, পুকুর পাড়ে জায়গা নাই তাই মাটি বিক্রি করা হচ্ছে। এবিষয়ে এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান জানান, এসব নিয়ে আমরা চরম বিব্রত অবস্থায় পড়েছি, নতুন নতুন রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। তিনি বলেন, কর্তৃপক্ষকে এসব রাস্তা দেখে অসন্তোষ প্রকাশ করছেন।

আমরা নিরুপায়, উপজেলা প্রশাসনের নজরদারি একান্তভাবে কামনা করছি। এবিষয়ে ঠিকাদার মুরাদ আলী জানান, আমি কর্তৃপক্ষের অনুমতি নিয়েই মাটি বিক্রি করছি।

বিএমডিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী ( চলতি দায়িত্ব) ডঃ আবুল কাশেম বলেন, পুকুরের মাটি বিক্রির কোন সুযোগ নেই। এবিষয়ে বিএমডিএর পুকুর পুনঃ খনন প্রকল্প পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) শরিফুল ইসলাম জানান পুকুর পুনঃ খননের মাটি বিক্রি করা যাবে না, আমি বিষয়টি অতি গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।

বিজ্ঞাপন

 

আর টাইমস/ আছমা

শীর্ষ সংবাদ:
‘এক মাসে বিএনপির ২০ হাজার নেতাকর্মী গ্রেফতার’ বিএনপি একটি অগণতান্ত্রিক তাই তারা নির্বাচনে আসেনা: স্থানীয় সরকার মন্ত্রী আওয়ামী লীগের চিন্তা-চেতনা শুধুই মানুষের উন্নয়নের: মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত , আটক ৩ আমার কর্মীদের উপর হামলা হলে আমরা ঘড়ে বসে থাকবো না উচিত জাবাব দিব: এমপি সীমা চাকরি পেলেন শ্রমিক আন্দোলনে নিহত জালালের স্ত্রী নৌকার টিকিটে লড়বেন যেসব নারী কোন স্বতন্ত্র মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোন ওষধ নাই: ছাত্রলীগ নেতা রিমন রাজনৈতিক অস্থিরতার মধ্যেও স্বাভাবিক ভাবে চলছে পরীক্ষা ও ক্লাস কালাইয়ে ফার্মাসিস্ট দিয়ে চলছে দুই উপ-স্বাস্থ্য কেন্দ্র সাতক্ষীরায় সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগে বাণিজ্যের টাকা সভাপতির পকেটে গাজীপুরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন এমপি সবুজ গাজীপুরে বাসে আগুন স্বতন্ত্র প্রার্থী হলে এমপি পদ ছাড়তে হবে না: ইসি রাজশাহীতে ককটেল হামলায় দুইজন আহত, তিনজন আটক রাজশাহীর আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ, পরিচ্ছন্নকর্মী আহত জয়পুরহাট পিকআপ ভ্যানে আগুন দেওয়ায় আসামী গ্রেফতার মোংলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে অবস্থানে কর্মসূচি মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গ্রেফতার ডিবি কার্যালয়ে শামীম ওসমান