বরিশালে শিক্ষকের ওপর ‘আ’লীগ নেতার’ হামলা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

বরিশালের উজিরপুর উপজেলায় প্রায় ৩ হাজার বিঘা আয়তনের পুটিয়ারি বিল দখলের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

শুক্রবার (১৫ জুলাই) বেলা ১টার দিকে উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি বাজারে হামলার ঘটনা ঘটে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন হামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।হামলার শিকার উজ্জ্বল কুমার মণ্ডল আগৈলঝাড়া উপজেলার রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি অভিযোগ করেছেন, সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান খালেক আজাদের ছেলে মশিউর মিয়া তার ওপর হামলা চালিয়েছেন।

বিজ্ঞাপন

উজ্জ্বল কুমার মণ্ডল বলেন, ‘আওয়ামী লীগ নেতা মশিউর, তার ভাই মনির ও তাদের সহযোগীরা আজ দুপুরে বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানে এসে আমার ওপর হামলা, দোকান ভাঙচুর ও টাকা লুট করেছে।’

তিনি বলেন, ‘পুটিয়ারি বিল দখল করে সেখানে জোর করে মাছ চাষ করছিলেন মশিউর মিয়া ও তার ভাই মনির মিয়া। আমরা এর প্রতিবাদ করায় তারা ক্ষুব্ধ হন। আমরাও বিলে মাছ ছেড়েছি, এতে তারা আরও ক্ষুব্ধ হয়ে আমার ওপর হামলা করে।’

আজ বেলা ১টার দিকে আচমকা মনির ও মশিউরসহ অন্তত ৩০ জন রড, লাঠিসোটা নিয়ে আমার ব্যবসাপ্রতিষ্ঠান ইভা এন্টারপ্রাইজে হামলা চালায়। তারা আমাকে পিটিয়ে আহত করে। হামলার সময় স্থানীয় সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশ ও স্থানীয় মেম্বার অমল মণ্ডলসহ বেশ কয়েকজন আহত হয়েছে। তারা ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে, ‘ বলেন উজ্জ্বল।পলাশ বলেন, ‘হামলার সময় আমি ঘটনাস্থলে গিয়ে ভিডিও করছিলাম। সে সময় আমার ওপর হামলা চালানো হয়। তারা আমার মোবাইল ফোন ভেঙে ফেলে।’

বিজ্ঞাপন

সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার বলেন, ‘মনির মিয়া ও তার ভাই মশিউর মিয়ার নেতৃত্বে এই হামলা হয়েছে। আমি ইতোমধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহকে বিষয়টি জানিয়েছি।’

‘খালেক আজাদ বিলটি দখল করে রেখেছিলেন। তিনি মারা যাওয়ার পরে তার ২ ছেলে মনির ও মশিউর এই বিলটি দখলে রাখতে চাচ্ছে। প্রধান শিক্ষক উজ্জ্বল ছাড়াও অনেকে এর প্রতিবাদ করছিলেন।

যে কারণে প্রকাশ্যে হামলা করেছে ২ ভাই ও তাদের সহযোগীরা,’ বলেন তিনি।মমিন উদ্দিন বলেন, ‘হামলার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি শুনেছি ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে হামলার ঘটনা ঘটেছে,’ বলেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে মনির ও মশিউর মিয়াকে একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি।’

আর টাইমস/ এসএইচ

শীর্ষ সংবাদ:
বিয়ে করেও উত্ত্যোক্তকারীদের হাত থেকে বাঁচতে পারলো না কলেজ ছাত্রী উচ্চশিক্ষা অর্জনের পাশাপাশি মনুষ্যত্বকে গুরুত্ব দিতে হবে: ড. সৌমিত্র শেখর দুমকিতে আ’লীগের বহিস্কৃত নেতা শ্রমিকলীগের সভাপতি অবরোধের সমর্থনে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন আমির হামজা ভাঙ্গুড়ায় শীতের সকালে ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টি, ভোগান্তিতে শ্রমজীবীরা বিবাহিত ছাত্রলীগ নেতা যখন বুড়িচং উপজেলা ছাত্রদলের আহবায়ক! বৃষ্টি ও শীত নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের নির্বাচন নিয়ে পিছু হটার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র রাজী ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নাই: লিটন সরকার বিএনপি-জামায়াত সারাদেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে : ওবায়দুল কাদের মাটিরাঙ্গায় দুই ইট ভাটায় অভিযান দেড় লাখ টাকা জরিমানা কালাইয়ে আমন ধান ও চাল সংগ্রহ শুরু ভাঙ্গুড়ায় লোকালয়ে মুখপোড়া হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড় কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চান জাহিদ ফারুক সমিতির নামে বিল ইজারা নিয়ে লুটপাট অনুমতি মেলেনি আ.লীগের ১০ ডিসেম্বরের সমাবেশের ১০ ডিসেম্বর বিএনপির মানববন্ধন নিয়ে যা জানাল ডিএমপি অবরোধের সমর্থনে আগুন জ্বালিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের  অবরোধ,  গ্রেফতার-৩