বরগুনায় এনপিপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় অভি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print
রাজনীতি হোক মানুষের কল্যানে বরগুনায় এনপিপি’র প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় অভি

রাজনীতি হোক মানুষের কল্যানে বরগুনায় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এমন উক্তি করেছেন ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) বরগুনা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান অভি।

তিনি তার বক্তব্যে বলেন ,দেশে একটি রাজনৈতি সংকট চলছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ অস্থির, এখন যেন মরার ওপর খরার ঘাঁ জ্বালানি সংকট কাটিয়ে উঠতে বিভিন্ন কর্মকান্ড নিচ্ছে সরকার। ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র চেয়ারম্যান জাতীয় নেতা মরহুম শেখ শওকত হোসেন নিলু’র রুহের মাগফিরাত কামনা করে তিনি আরও বলেন, পাটি বর্তমান চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালুর নেতৃত্বে সারা বাংলাদেশে তথা বরগুনায় দলটি সু-সংগঠিত হচ্ছে।

আপনারা ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে দেশের মানুষের কল্যানে কাজ করুন। মুক্তিযুদ্ধের চেতনা ,জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যেবোধের ভিত্তিতে বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তুলুন। র্দূনীতি ও সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে আমাদের দলের সকলকে জনগনকে সাথে নিয়ে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

দেশের বর্তমান নৈরাজ্য ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বন্ধে এনপিপির সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। হঠাৎ করে কয়েক দফা ভোজ্য তেলের দাম বৃদ্ধি করায় এবং জ্বালানী সংকটের কারণে গৃহিত পদক্ষেপ জনবান্ধব না হওয়ায় তিনি সরকারের কঠোর সমালোচনা করেন এবং সরকারকে দ্রুত তেলের দামসহ সকল পণ্যের দাম কমানোর অনুরোধ করেন ( ১৯ শে জুলাই ) মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বাজার রোড আবেদীন প্রেস দলের অস্থায়ী কার্যালয় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র বরগুনা জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান অভি’র সভাতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাধারন সম্পাদক মাও. ইব্রাহিম খলিল, মহিলা পার্টির সভানেত্রী সীমা রহমান, ডা. সরোয়ার খান , এম বাবুল ,নুরুল হুদা স্বপন, রাজীব আহম্মেদ সহ দলের অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা।

এ সময় এনপিপি এর বর্তমান চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালুর দীর্ঘায়ু কামনা করে সকলকে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)র পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহব্বান করা হয়। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
ভাঙ্গুড়ায় শীতের সকালে ঘন কুয়াশার সঙ্গে বৃষ্টি, ভোগান্তিতে শ্রমজীবীরা বিবাহিত ছাত্রলীগ নেতা যখন বুড়িচং উপজেলা ছাত্রদলের আহবায়ক! বৃষ্টি ও শীত নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর বাংলাদেশের নির্বাচন নিয়ে পিছু হটার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র রাজী ফখরুলের থাবা থেকে বাঁচার ক্ষমতা কারও নাই: লিটন সরকার বিএনপি-জামায়াত সারাদেশে বিশৃঙ্খলার ষড়যন্ত্র করছে : ওবায়দুল কাদের মাটিরাঙ্গায় দুই ইট ভাটায় অভিযান দেড় লাখ টাকা জরিমানা কালাইয়ে আমন ধান ও চাল সংগ্রহ শুরু ভাঙ্গুড়ায় লোকালয়ে মুখপোড়া হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড় কুবিতে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ফিন্যান্স ও বাংলা বিভাগ সাদিক আব্দুল্লাহর প্রার্থিতা বাতিল চান জাহিদ ফারুক সমিতির নামে বিল ইজারা নিয়ে লুটপাট অনুমতি মেলেনি আ.লীগের ১০ ডিসেম্বরের সমাবেশের ১০ ডিসেম্বর বিএনপির মানববন্ধন নিয়ে যা জানাল ডিএমপি অবরোধের সমর্থনে আগুন জ্বালিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের  অবরোধ,  গ্রেফতার-৩ যশোরে অবৈধ অস্ত্র, বোমা ও  বিস্ফোরকসহ ৪ সন্ত্রাসী গ্রেফতার বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় শেখ হাসিনা কাউখালীতে নবান্ন উৎসব উদযাপিত মতলবে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে খোলা আকাশে বসবাস ভাঙ্গুড়ায় জাতীয় নির্বাচন ঘিরে ছাপাখানাগুলোতে জোর প্রস্তুতি