ফ্রান্সের ইতিহাসে প্রথম নারী স্পিকার হলেন ইয়েল ব্রন-পিভেট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়েল ব্রন-পিভেট। ফ্রান্সের ইতিহাসে তিনিই প্রথম নারী স্পিকার। ২০১৭ থেকে তিনি পার্লামেন্ট সদস্য।

স্পিকার নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণে ইয়েল গর্ভপাতের অধিকারের প্রসঙ্গ তুললেন। মেয়েদের প্রজননের ক্ষমতার কথা তুললেন।
ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে নবনির্বাচিত স্পিকার বলেন, ‌‘গত শুক্রবার মার্কিন সুপ্রিম কোর্ট নিষ্ঠুর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আমরা ধাক্কা খেয়েছি। ওই রায় আমাদের মনে করিয়ে দিচ্ছে, আমাদের আরো সতর্ক হতে হবে।’

তিনি বলেছেন, ‘‘কোনো কিছুই ধরে নেয়া ঠিক হবে না। ইতিহাস বলছে, আমরা অনেক উন্নতি করেছি। কিন্তু সেই উন্নতিকে আবার পিছনের দিকে নিয়ে যাওয়া হতে পারে। লড়াই করে মেয়েরা অধিকার পেয়েছে। মেয়েদের সজাগ থাকতে হবে। সেই অধিকার যাতে বজায় থাকে তার জন্য লড়তে হবে।’

বিজ্ঞাপন

ইয়েল ব্রন-পিভেট দীর্ঘদিন তাইওয়ান ও জাপানে ছিলেন। তিনি সাবেক আইনজীবী। ফ্রান্স২৪ জানাচ্ছে, তার ঠাকুরদা ছিলেন পূর্ব ইউরোপের ইহুদি। ১৯৩০ নাগাদ তিনি নিপীড়নের হাত থেকে বাঁচতে ফ্রান্সে আসেন।

রাজনীতিতে তিনি খুব বেশিদিন আসেননি। আগে তিনি সোশ্যালিস্ট পার্টিতে ছিলেন। ২০১৭-র পার্লামেন্ট নির্বাচনের আগে তিনি মাক্রোঁর জোটে যোগ দেন। তিনি এক মাস মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

সূত্র: ডয়চে ভেলে

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
না ফেরার দেশে চলে গেলেন সিআইডি’খ্যাত অভিনেতা ‘ফ্রেডরিক্স’ আদালতে আসামীর সাথে ধর্ষিতার বিয়ে, সন্তান পেলো পরিচয় কচুয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন বাংলাদেশে নির্বাচনের ফলাফল নিয়ে ভাবছে না যুক্তরাষ্ট্র ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না : ওবায়দুল কাদের ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিখোঁজ ১০ বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ, ১০ ডিসেম্বর মানববন্ধন বিএনপির ৩০০ আসনে ১ হাজার ৯৮৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ একযোগে ৪৭ ইউএনওর বদলি মতলব উত্তরে অসামাজিক কাজে বাধা দেওয়ায় মারধর ও প্রাননাশের হুমকি বাকৃবিতে আমুসের সভাপতি বজলুল, সম্পাদক সোলায়মান জুতার মধ্যে ১৮৬১ পিস ইয়াবাসহ র‌্যাবের জালে শাহ আলম গ্রেফতার গোয়ালন্দে মসজিদের ছাদ ঢালাইয়ের উদ্বোধন ও এক টন রড দিলেন মোস্তফা মুন্সী চড়ুই পাখির মেলা বসেছে কুয়াকাটার ইলিশ পার্কে পাবনায় পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার চুয়াডাঙ্গার দুটি আসনে ১৩ প্রার্থীর মনোনয়ন বৈধ চুয়াডাঙ্গার দু’টি আসনে ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল কুষ্টিয়ায় ৪ টি আসনে ১৭ জনের মনোনয়ন বাতিল! নিখোঁজের ৮ দিন পর স্কুল ছাত্র উদ্ধার হবিগঞ্জে ৪টি আসনে ১২ প্রার্থী নিজের ভোট নিজেকে দিতে পারবেন না