প্রভাবশালীদের দখলে কেনা জমি, পেতে লাগল আদালতের রায়, শঙ্কা তবুও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on print

ঢাকার ধামরাইয়ে ভাইয়ের কাছ থেকে জমি কিনেছিলেন মো: জোবায়ের খান। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালীর কারণে তাতে যেতে পারছিলেন না তিনি। বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। আদালতের রায়ে প্রমাণিত হয়, ‘তিনিই জমির বৈধ মালিক। চার বছর পর অবশেষে জমিতে যাওয়ার অনুমতি পেয়েছেন তিনি। তবুও জমিতে যাওয়া নিয়ে রয়েছেন শঙ্কায়।’

গত ২২ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মো. মইনুল ইসলাম এক রায়ে বলেন, ‘দুই পক্ষ হাজিরা দিয়েছেন। সকলের বক্তব্য শুনে ও কাগজাদি পর্যবেক্ষণ করে দেখা যায় এই জমিতে বাদি দখলে রয়েছেন। ফলে আদালত ভিন্ন কোন আদেশ না দিলে এতে বাদি দখলে থাকবেন ও বিবাদি সেখানে প্রবেশ করবেন না।’

এর আগে এ ঘটনায় ২০১৭ সালে আদালতে একটি মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

মামলা সূত্র ও জমিতে প্রবেশ করতে না পারায় ভুক্তভোগী জমির মালিকের করা বিভিন্ন দপ্তরে করা অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৬ বছর আগে হেবা দলিলে ধামরাই থানার দক্ষিণপাড়া এলাকায় ১২.৫০ শতাংশ জমি কিনেছিলেন মো: জোবায়ের খান। কিন্তু ধামরাইয়ের ছয়বাড়িয়া এলাকার বাসু মিয়ার ছেলে ইউনুস আলী, নতুন দক্ষিণপাড়া এলাকার আলী আজম খানের স্ত্রী ফরিদা বেগমরা মিলে সেই জমি নিজেদের দাবি করে তাকে জমিতে ঢুকতে বাধা দেয় ও নানাভাবে হয়রানি করে। এমনকি তাকে প্রাণনাশের হুমকিও দেয়। এনিয়ে আতঙ্কিত হয়ে তিনি পুলিশের এসপি, ডিআইজিসহ বিভিন্ন দপ্তরে চিঠি দেন। পরে ২০১৭তে তিনি আদালতে একটি মামলা দায়ের করলে চলতি বছরে সেই মামলার রায়ে তিনি জমিতে যাওয়ার অনুমতি ফিরে পান।

ভুক্তভোগী মো: জোবায়ের খান বলেন, বিবাদীরা প্রভাবশালী ও সন্ত্রাসী হওয়ায় আমাকে নানাভাবে নির্যাতন করে আসছিল। তাই আমি আইনের আশ্রয় নিয়েছি। অবশেষে আদালত আমার অভিযোগের সত্যতা পেয়েছেন ও আমাকে জমিতে যাওয়ার অনুমতি দিয়েছেন। তবুও আমি আতঙ্কে রয়েছি যে তারা আমাকে জমি ও সেখানে থাকা আমার দোকানে আমাকে যেতে দেয় কি না। এজন্যে আমি প্রশাসনের সহায়তা চাই।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিক রহমান বলেন, কেউ সহযোগিতা চাইলে আমরা অবশ্যই সে বিষয়ে ব্যবস্থা নেব।

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
জবি কোষাধ্যক্ষকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ না দিতে শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন পুলিশের বিরুদ্ধে অভিযোগ কারায় প্রাণ গেলো আওয়ামী লীগ নেতার মাধবপুরে ৮ জুয়ারি গ্রেফতার পায়র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, মাছ ধরার ট্রলার নিয়ে জেলেরা নিরাপদে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা নববধূর আত্মহত্যা সিলেটের গোলাপগঞ্জ থানার ৫ কর্মকর্তার উপর সাধারণ মানুষের ক্ষোভ,বদলীর দাবী শেরপুরে আগাম জাতের আমন ধান কর্তন রাবির ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডের হোতা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার খালেদা জিয়ার থাকার কথা কারাগারে : তথ্যমন্ত্রী কী এমন করেছি যে আমাদের ওপর আস্থা আনা যাচ্ছে না: ইসি রাশেদা নির্বাচন নিয়ে শংকার কিছু নেই, সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে: হানিফ বকশীগ‌ঞ্জে এক নারীর তিন সন্তান প্রসব নিয়ামতপুরে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ বিতরণ ঝিনাইদহে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত টানা ১৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে তরুণ কলাম লেখক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি পুলিশ হেফাজতে দুদকের সাবেক উপপরিচালকের মৃত্যু, স্বজনদের দাবি হত্যা সিকিমে আকস্মিক বন্যা, ২৩ ভারতীয় সেনা নিখোঁজ ইশতেহার তৈরির জন্য মতামত চায় আ.লীগ খেলাপি ঋণে শ্রীলঙ্কার কাছাকাছি বাংলাদেশ