মুজিব বর্ষে, সারা বাংলাদেশে “ভূমিহীন ও গৃহহীন পরিবারে, প্রধানমন্ত্রী’র উপহারের ঘর” ২৬ হাজার, ২৯৯টি ঘর। গন ভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিতরণের শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪০টি গৃহহীন পরিবার পাচ্ছে সুখের স্থায়ী নীড়।,
আজ বৃহস্পতিবার ( ২১জুলাই) সকাল ১০টার সময়, এর সাথে সংগতি রেখে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বঙ্গবন্ধু কনফারেন্স হল রুমে আনুষ্ঠানিক ভাবে, ৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে গৃহের চাবি হস্তান্তর করেন নির্বাহী কর্মকর্তা রায়হান কবির।
গৃহের সাথে রয়েছে , দুই শতাধিক জমি, রেজিস্ট্রেশন, নামজারী, কবুলিয়তসহ অন্যান্য দলিলাদিও সরকারি খরচে নিরাপদ পানি ও বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ ।
সারাদেশের ন্যায় তাহিরপুর উপজেলা প্রশাসন ‘ক’ শ্রেণির পরিবারের জন্য ৩য় ধাপে ৪০টি ঘর। ইতিপূর্বে ১ম পর্যায়ে ৭০টি এবং ২য় পর্যায়ে ৭৬টি ঘর নির্মাণ করে উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, তাহিরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা প্রকৌশলী ইকবাল কবির, তাহিরপুর থানা অফিসার ইন-চার্জ ওসি মোঃ আব্দুল লতিফ তরফদার, বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজাদ হোসেন, বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুক মিয়া, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, সাংবাদিক আমিনুল ইসলাম, উপজেলা যুব মহিলালীগের সভাপতি আইরিন আক্তার, প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় রাজনৈতিক, সুশীল সমাজ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ উপকারভোগীরা।